টাটা আয়রন এন্ড স্টিল কোম্পানি লিমিটেড (TISCO) :- ১৯০৮ খ্রিষ্টাব্দে জামসেদজি টাটার পরিকল্পনায় বর্তমান ঝাড়খন্ড রাজ্যের জামসেদপুরের সাকচিতে এই লৌহ-ইস্পাত কারখানার প্রতিষ্ঠা হয় । বর্তমানে এই লৌহ-ইস্পাত কারখানাটির নাম টাটা স্টীল লিমিটেড [Tata Steel Limited] নাম পরিচিত । এখানে ১৯১২ খ্রিষ্টাব্দে প্রথম ইস্পাত উৎপাদন শুরু হয় । বর্তমানে এই কারখানাটিই হল ভারতের সর্বশ্রেষ্ঠ বেসরকারি লৌহ-ইস্পাত কারখানা । প্রায় ৩৮ লক্ষ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা বিশিষ্ট এই বেসরকারি ইস্পাত কারখানাটিতে ২০০১-২০০২ সালে প্রায় ৩৭ লক্ষ ৪৯ হাজার মেট্রিক টন উচ্চ শ্রেণির ইস্পাত পিণ্ড উৎপন্ন হয়েছে ।
টাটা স্টীল লিমিটেড কারখানাটির অনুকূল ভৌগোলিক অবস্থান :
(১) ওড়িশার ময়ূরভঞ্জ জেলার গরুমহিশানি খনির লৌহ আকরিক,
(২) ঝাড়খন্ডের ঝরিয়া খনির কয়লা,
(৩) ওড়িশার সুন্দরগড় জেলার গাংপুর খনির চুনাপাথর ও ডলোমাইট,
(৪) ঝাড়খন্ডের বিভিন্ন খনির ম্যাঙ্গানিজ ও টাংস্টেন,
(৫) নিকটবর্তী অঞ্চলের সাঁওতাল শ্রেণির সুলভ শ্রমিক,
(৬) রাণীগঞ্জ খনি অঞ্চলের তাপসহনক্ষম ইট,
(৭) নিকটবর্তী সুবর্ণরেখা নদীর জল ও ডিম্না লেক -এর জল,
(৮) ভারতীয় বিনিয়োগকারীদের অর্থ এবং
(৯) কলকাতা বন্দরের নৈকট্য,
(১০) দক্ষিণ–পূর্ব রেলপথের মাধ্যমে জামসেদপুর অঞ্চলটি ভারতের বিভিন্ন প্রান্তের সঙ্গে যুক্ত ।
—এই সমস্ত ভৌগোলিক সুযোগ-সুবিধা টাটা স্টীল লিমিটেড কারখানাটিকে গড়ে তুলতে সাহায্য করেছে ।
***
- 4860 views