Madhyamik Examination (WBBSE) - 2020 History (Bengali version)

Submitted by avimanyu pramanik on Thu, 04/16/2020 - 10:29

2020

HISTORY

Time — 3 Hours 15 Minutes

(First 15 minutes for reading the question paper only)

Full Marks — 90 For Regular Candidates

  Full Marks — 100 For External Candidates

Special credit will be given for answers which are brief and to the point.

Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.

['ক' বিভাগ থেকে 'ঙ' বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য ।

'চ' বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য]

('ক' বিভাগে সকল প্রশ্ন অবশ্যিক । অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয় ।

'খ' বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে । অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে ।)

বিভাগ — 'ক'

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ :           ১ x ২০ = ২০

   ১.১   'বিশ্বপরিবেশ দিবস' পালিত হয় —  (ক) ৮ই জানুয়ারি        (খ) ২৪শে ফেব্রুয়ারি       (গ) ৮ই মার্চ       (ঘ) ৫ই জুন

   ১.২   ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে — (ক) পর্তুগিজ        (খ) ইংরেজ        (গ) মুঘল       (ঘ) ওলন্দাজ

   ১.৩  প্রথম সরকারি শিক্ষা কমিশন (হান্টার কমিশন) গঠিত হয় —

           (ক) ১৮৭২ খ্রিঃ      (খ) ১৮৭৮ খ্রিঃ       (গ) ১৮৮২ খ্রিঃ      (ঘ) ১৮৯০ খ্রিঃ

   ১.৪  দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মসমাজে যোগ দেন — (ক) ১৮৩০ খ্রিঃ       (খ) ১৮৩৩ খ্রিঃ      (গ) ১৮৪৩ খ্রিঃ       (ঘ) ১৮৫০ খ্রিঃ

   ১.৫  বাংলার নবজাগরণ ছিল — (ক) ব্যক্তিকেন্দ্রিক        (খ) প্রতিষ্টানকেন্দ্রিক       (গ) কলকাতাকেন্দ্রিক      (ঘ) গ্রামকেন্দ্রিক

   ১.৬  দ্বিতীয় অরণ্য আইনে (১৮৭৮) লাভবান হয়েছিল —

            (ক) আদিবাসী সম্প্রদায়        (খ) ব্রিটিশ সরকার         (গ) ব্যবসায়ী শ্রেণি        (ঘ) ব্রিটিশ সরকার ও আদিবাসীশ্রেণি উভয়ই

    ১.৭   'হুল' কথাটির অর্থ হল —    (ক) ঈশ্বর        (খ) স্বাধীনতা        (গ) অস্ত্র        (ঘ) বিদ্রোহ

    ১.৮  মহারানির ঘোষণাপত্রের (১৮৫৮) প্রধান উদ্দেশ্য ছিল —

            (ক) ভারতবাসীর আনুগত্য অর্জন

            (খ) ভারতে ব্রিটিশদের একচেটিয়া ব্যবসার অধিকার লাভ

            (গ) ভারতীয় প্রজাদের স্বায়ত্তশাসনের অধিকার প্রধন

            (ঘ) মহাবিদ্রোহে (১৮৫৭) বন্দী ভারতীয়দের মুক্তিদান

    ১.৯  ল্যান্ডহোল্ডার্স সোসাইটির সভাপতি ছিলেন —

           (ক) রাজা রাধাকান্ত দেব        (খ) প্রসন্ন কুমার ঠাকুর        (গ) রাজা রামমোহন রায়        (ঘ) দ্বারকানাথ ঠাকুর

    ১.১০  হিন্দু মেলার সম্পাদক ছিলেন — (ক) নবগোপাল মিত্র      (খ) গণেন্দ্রনাথ ঠাকুর     (গ) রাজনারায়ণ বসু     (ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর

    ১.১১  বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় — (ক) ১৫৫৬ খ্রিঃ        (খ) ১৭৭৮ খ্রি      (গ) ১৭৮৫ খ্রি      (ঘ) ১৮০০ খ্রি

    ১.১২  বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ ছিলেন —

             (ক) অরবিন্দ ঘোষ       (খ) সতীশচন্দ্র বসু        (গ) যোগেশচন্দ্র ঘোষ        (ঘ) প্রমথনাথ বসু

    ১.১৩  'দেশপ্রাণ' নামে পরিচিত ছিলেন —

              (ক) সতীশচন্দ্র সামন্ত        (খ) অশ্বিনীকুমার দত্ত        (গ) বীরেন্দ্র শাসমল       (ঘ) যতীন্দ্রমোহন সেনগুপ্ত

   ১.১৪   মোপালা বিদ্রোহ (১৯২১) হয়েছিল —

             (ক) মালাবার উপকূলে        (খ) কোঙ্কন উপকূলে       (গ) গোদাবরী উপত্যাকায়       (ঘ) তেলেঙ্গানা অঞ্চলে

   ১.১৫   'মিরাট ষড়যন্ত্র মামলা' (১৯২৯) হয়েছিল —

             (ক) জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে

             (খ)  বিপ্লবীদের বিরুদ্ধে

             (গ) শ্রমিক নেতাদের বিরুদ্ধে

             (ঘ) কৃষক নেতাদের বিরুদ্ধে

   ১.১৬  'নারী সত্যাগ্রহ সমিতি' প্রতিষ্ঠিত হয়েছিল —

             (ক) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে

             (খ) অসহযোগ আন্দোলনের সময়ে

             (গ) আইন-অমান্য আন্দোলনের সময়ে

             (ঘ) ভারত-ছাড়ো আন্দোলনের সময়ে

    ১.১৭  'মাস্টার-দা' নামে পরিচিত ছিলেন — (ক) বেণীমাধব দাস       (খ) সূর্য সেন       (গ) কৃষ্ণকুমার মিত্র         (ঘ) হেমচন্দ্র ঘোষ

   ১.১৮  মাদ্রাজে 'আত্মসম্মান আন্দোলন' শুরু করেন —

             (ক) রামস্বামী নাইকার       (খ) নারায়ণ গুরু       (গ) ভীমরাও আম্বেদকর       (ঘ) গান্ধিজি

   ১.১৯  স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল —

            (ক) কাশ্মীর        (খ) জুনাগড়        (গ) হায়দ্রাবাদ         (ঘ) জয়পুর

   ১.২০  পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল —

            (ক) গোদাবরী উপত্যকায়        (খ) দক্ষিণ উড়িষ্যায়        (গ) কাথিয়াবাড় উপদ্বীপে       (ঘ) মালাবার উপকূলে

বিভাগ 'খ'

২।  নীচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) :       ১ x ১৬ = ১৬

   উপবিভাগ : ২.১

     একটি বাক্যে উত্তর দাও :      ১ x ৪ = ৪

     (২.১.১)  বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি ?

     (২.১.২)  কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন ?

     (২.১.৩)  কত খ্রিস্টাব্দে 'নীল কমিশন' গঠিত হয় ?

     (২.১.৪)  'বর্ণপরিচয়' কে রচনা করেন ?

উপবিভাগ : ২.২

    ঠিক বা ভুল নির্ণয় কর :                                                                                   ১ x ৪ = ৪ 

    (২.২.১)   'নদীয়া কাহিনী' গ্রন্থটি 'শহরের ইতিহাস' -এর অন্তর্গত ।

    (২.২.২)   বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্মসমাজের নেতা ।

    (২.২.৩)  ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু ।

    (২.২.৪)  লক্ষীর ভান্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী ।

উপবিভাগ : ২.৩

'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও :                                                                                      ১ x ৪ = ৪

 'ক' স্তম্ভ  'খ' স্তম্ভ
(২.৩.১) টমাস ব্যাবিংটন মেকলে (১) ল্যান্ডহোল্ডার্স সোসাইটি
(২.৩.২) কেশবচন্দ্র সেন (২) বর্তমান ভারত
(২.৩.৩) রাজা রাধাকান্ত দেব (৩) পাশ্চাত্য শিক্ষা
(২.৩.৪) স্বামী বিবেকানন্দ (৪) নববিধান

উপবিভাগ : ২.৪

      প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত কর ও নামাঙ্কিত কর :              ১ x ৪ = ৪ 

      (২.৪.১) বাংলায় ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র ——— বারাসাত ।

      (২.৪.২) নীলবিদ্রোহের অন্যতম কেন্দ্র ——— যশোর-নদিয়া ।

      (২.৪.৩) মহাবিদ্রোহের (১৮৫৭) অন্যতম কেন্দ্র ——— মিরাট ।

      (২.৪.৪) পুনর্গঠিত রাজ্য (১৯৬০) ———  মহারাষ্ট্র ।

অথবা

(কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য)

     শূন্যস্থান পূরণ কর :                                                                                                                  ১ x ৪ = ৪ 

     (২.৪.১) সন্ন্যাসী-ফকির বিদ্রোহের একজন নেতা ছিলেন ———— ।

     (২.৪.২) নীলবিদ্রোহের একটি কেন্দ্র ছিল ———— ।

     (২.৪.৩) মহাবিদ্রোহের (১৮৫৭ খ্রিঃ) সময়ে ভারতের গভর্নর জেনারেল ছিলেন ——— ।

     (২.৪.৪) হায়দ্রাবাদ রাজ্যটি স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত হয় ——— খ্রিস্টাব্দে ।

উপবিভাগ : ২.৫

                                 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন কর :                         ১ x ৪ = ৪ 

 (২.৫.১)   বিবৃতি :  হ্যালহেড তাঁর বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখাবার জন্য ।

              ব্যাখ্যা  ১  :  কারণ, এ দেশের ইংরেজ কর্মচারীরা বাংলা ভাষা ও সাহিত্যের অনুরাগী ছিলেন ।

              ব্যাখ্যা  ২  :  কারণ, বাংলা ভাষা না জানলে ইংরেজ কর্মচারীদের পদোন্নতি হত না ।

              ব্যাখ্যা  ৩ :  কারণ, এ দেশে বাণিজ্য প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল ।

 (২.৫.২)   বিবৃতি    : বারদৌলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় ১৯২৮ খ্রিস্টাব্দে ।

              ব্যাখ্যা ১  : এই আন্দোলন ছিল, ভূ-স্বামী ধনী কৃষকদের অত্যাচারের বিরুদ্ধে ভূমিহীন দরিদ্র কৃষক-শ্রমিকদের আন্দোলন ।

              ব্যাখ্যা  ২ : এই আন্দোলন ছিল, ভূমি রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে সরকারের বিরুদ্ধে ভূ-স্বামী ধনী কৃষকশ্রেণির আন্দোলন ।

              ব্যাখ্যা  ৩ : এই আন্দোলন ছিল, ভূমি রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে ভূ-স্বামী ধনী কৃষকশ্রেণি এবং ভূমিহীন দরিদ্র কৃষক শ্রেণির মিলিত       আন্দোলন

(২.৫.৩)    বিবৃতি : ভারতছাড়ো আন্দোলনের (১৯৪২) সময়ে ভোগেশ্বরী ফুকোননী পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন ।

                ব্যাখ্যা ১ : ভোগেশ্বরী ফুকোননী পুলিশের সঙ্গে সশস্ত্র সংগ্রামে মারা যান ।

                ব্যাখ্যা ২ : পলাতকা বিপ্লবী ভোগেশ্বরী ফুকোননী আত্মসমর্পণ করতে অস্বীকৃত হলে পুলিশ তাঁকে গুলি করে ।

                ব্যাখ্যা ৩ : ভোগেশ্বরী ফুকোননী অসমের নওগাঁ জেলার পুলিশ থানায় জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যান ।

   (২.৫.৪)  বিবৃতি   : সাম্প্রদায়িক বাঁটোয়ারার (১৯৩২) মাধ্যমে অনুন্নত শ্রেণিদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হলে গান্ধিজি তার প্রতিবাদে আমরণ অনশন শুরু করেন ।

               ব্যাখ্যা  ১ ; গান্ধিজি ছিলেন অনুন্নত শ্রেণিদের নির্বাচনী অধিকারের বিরোধী ।

               ব্যাখ্যা  ২ : হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরীর প্রতিবাদে গান্ধিজি অনশন করেন ।

               ব্যাখ্যা  ৩ : জাতীয় কংগ্রেসের নির্দেশে গান্ধিজি প্রতিবাদী অনশন করেছিলেন ।

বিভাগ 'গ'

 ৩। দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো ১১ টি) :                              ২ x ১১ = ২২ 

    ৩.১  আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে 'সরকারি নথিপত্রে'র সীমাবদ্ধতা কী ?

    ৩.২  আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝায় ?

    ৩.৩ এ দেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারীদের প্রধান উদ্দেশ্য কী ছিল ?

    ৩.৪  'নববিধান' কী ?

    ৩.৫  চুয়াড় বিদ্রোহের (১৭৯৮ - ১৭৯৯) গুরুত্ব কী ছিল ?

    ৩.৬ ফরাজি আন্দোলন কী নিছক ধর্মীয় আন্দোলন ছিল ?

    ৩.৭  'ল্যান্ডহোল্ডার্স সোসাইটি' কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় ?

    ৩.৮  উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে 'আনন্দ মঠ' উপন্যাসটির কীরূপ অবদান ছিল ?

    ৩.৯  বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা ?

    ৩.১০ উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন ?

    ৩.১১  মোপলা বিদ্রোহের (১৯২১) কারণ কী ?

    ৩.১২  কী উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় ?

    ৩.১৩ ১৯০৫ খ্রিস্টাব্দেরর ১৬ই অক্টোবর বাংলার নারী সমাজ কেন অরন্ধন পালন করে ?

    ৩.১৪  ননীবালা দেবী স্মরণীয় কেন ?

    ৩.১৫  সর্দার প্যাটেলকে 'ভারতের লৌহমানব' বলা হয় কেন ?

    ৩.১৬  কী পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন (১৯৫৩) গঠিত হয়েছিল ?

বিভাগ 'ঘ'

৪। সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ।

    প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে মোট ৬টি  প্রশ্নের উত্তর দিতে হবে ।

উপবিভাগ : ঘ.১

   ৪.১  'উডের নির্দেশনামা' (১৮৫৪) কে এদেশের শিক্ষা বিস্তারের 'মহাসনদ' বলা হয় কেন ?

   ৪.২  শ্রীরামকৃষ্ণের 'সর্বধর্ম সমন্বয়' -এর আদর্শ ব্যাখ্যা কর ।

উপবিভাগ : ঘ.২

   ৪.৩  মহাবিদ্রোহের (১৮৫৭) প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল ?

   ৪.৪  ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ কর ।

উপবিভাগ : ঘ.৩

   ৪.৫  বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব ছিল ?

   ৪.৬  বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে শ্রমিক শ্রেণির ভূমিকা কীরূপ ছিল ?

 উপবিভাগ : ঘ.৪

   ৪.৭  জুনাগড় রাজ্যটি কী ভাবে ভারতভুক্ত হয় ?

   ৪.৮  উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করে ?

বিভাগ 'ঙ'

৫। পনেরো বা ষোলটি বাক্যে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :         ৮ x ১ = ৮

    ৫.১  উনিশ শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও । রামমোহন রায় কী ভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমন্ডিত করেন ?        ৩ + ৫

   ৫.২   রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও ।       ৫ + ৩ 

   ৫.৩  বাংলায় নমঃশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও ।       ৮

(কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য)

বিভাগ 'চ'

৬।   ৬.১  একটি পূর্ণ বাক্যে উত্তর দাও (যে কোনো ৪টি) : ১ x ৪ = ৪ 

           ৬.১.১  'সোমপ্রকাশ' পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

           ৬.১.২  'নীলদর্পণ' নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেন ?

           ৬.১.৩ এশিয়াটিক সোসাইটি কোন বছর প্রতিষ্ঠিত হয় ?

           ৬.১.৪  বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন ?

           ৬.১.৫  দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করেন ?

           ৬.১.৬  পুনা চুক্তি (১৯৩২) কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?

   ৬.২  দুটি বা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো তিনটি) :           ২ x ৩ = ৬ 

         ৬.২.১  'মেকলে মিনিট'  কী  ?

         ৬.২.২  তিতুমির স্মরণীয় কেন ?

         ৬.২.৩  পঞ্চানন কর্মকার কে ছিলেন ?

         ৬.২.৪  'ভারতমাতা' চিত্রটির গুরুত্ব কী  ?

         ৬.২.৫  'নেহেরু-লিয়াকৎ চুক্তি' (১৯৫০) কেন স্বাক্ষরিত হয় ? 

                            **********

Comments

Related Items

Madhyamik Examination (WBBSE) - 2022 MATHEMATICS (Bengali Version)

2022

MATHEMATICS

Time — 3 Hours 15 Minutes

(First 15 minutes for reading the question paper)

Madhyamik Examination (WBBSE) - 2022 Life Science (Bengali version)

2022

LIFE SCIENCE

Time — Three Hours Fifteen Minutes

Madhyamik Examination (WBBSE) - 2022 Physical Science (Bengali version)

2022

PHYSICAL SCIENCE

(For Regular & External Candidates)

Madhyamik Examination (WBBSE) - 2022 Geography (Bengali version)

2022

Geography

Time — Three Hours Fifteen Minutes

Madhyamik Examination (WBBSE) - 2022 History (Bengali version)

2022

HISTORY

Time — 3 Hours 15 Minutes

(First 15 minutes for reading the question paper only)