সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক

Submitted by arpita pramanik on Sun, 01/13/2013 - 19:28

সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক :

সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের নিম্ন-স্থিরাঙ্ক ও ঊর্ধ্ব-স্থিরাঙ্কের মধ্যবর্তী উষ্ণতার ব্যবধানকে অর্থাৎ, প্রাথমিক অন্তরকে যথাক্রমে সমান 100 এবং 180 ভাগে ভাগ করা হয়েছে । সুতরাং বলা যায়,

সেলসিয়াস স্কেলের 100 ঘর = ফারেনহাইট স্কেলের 180 ঘর ।

অতএব, সেলসিয়াস স্কেলের 1 ঘর = ফারেনহাইট স্কেলের [tex]\frac {9}{5}[/tex] ঘর ।

আবার ধরা যাক, একই উষ্ণতায় সেলসিয়াস স্কেলে পাঠ C এবং ফারেনহাইট স্কেলে পাঠ F । সেলসিয়াস স্কেলের হিমাঙ্ক 0oC এবং ফারেনহাইট স্কেলের হিমাঙ্ক 32oF হওয়ায়, উভয়ক্ষেত্রে প্রাথমিক অন্তরের যথাক্রমে [tex]\frac {C - 0}{100}[/tex] এবং [tex]\frac {F - 32}{180}[/tex] ভাগ পারদস্তম্ভ উপরে উঠবে,

অর্থাৎ, বলা যায় [tex]{\frac {C - 0}{100} = \frac {F - 32}{180}}[/tex], যেহেতু উভয়ক্ষেত্রে পারদস্তম্ভের উচ্চতা একই ।

অথবা, [tex]\frac {C}{5} = \frac {F - 32}{9}[/tex] এটিই হল সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক ।

বিকল্প রূপ :

[tex]C = \frac{5}{9}\left( {F - 32} \right)[/tex] বা [tex]\left( {C + 40} \right) = \frac{5}{9}\left( {F - 32} \right) + 40[/tex]

বা [tex]\left( {C + 40} \right) = \frac{5}{9}\left( {F - 32} \right) + \frac{5}{9} \times 72 = \frac{5}{9}\left( {F - 32 + 72} \right) = \frac{5}{9}\left( {F + 40} \right)[/tex]

[tex]\therefore \left( {C + 40} \right) = \frac{5}{9}\left( {F + 40} \right)[/tex]

*****

Related Items

কতকগুলি ধাতুর উৎস ও ধর্ম এবং ব্যবহার

প্রকৃতিতে কতগুলি ধাতু কম সক্রিয় বলে প্রকৃতির মধ্যে মুক্ত অবস্থায় পাওয়া যায় । যেমন - সোনা রূপা তামা মার্কারি প্লাটিনাম প্রভৃতি । এছাড়া অন্যান্য ধাতুগুলো প্রকৃতিতে ওদের বিভিন্ন যৌগরূপে পাওয়া যায় । এইসব প্রকৃতিজাত ও অজৈব পদার্থ গুলিকে খনিজ বলে । ...

কতকগুলি গুরুত্বপূর্ণ রাসায়নিক যৌগের প্রকৃতি ও ব্যবহার

সোডিয়াম কার্বনেট বা কাপড় কাচা সোডা, সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ, টেবিল সল্ট, সৈন্ধব লবণ, ব্লিচিং পাউডার বা বিরঞ্জক চূর্ণ, কলিচুন, কপার সালফেট বা ব্লু-ভিট্রিয়ল, কপার সালফেট ব্যবহারে স্বাস্থ্যের ক্ষতি, অ্যামোনিয়াম সালফেট, ইউরিয়া-রাসায়নিক নাম : কার্বাইড ...

হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড

হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরীক্ষাগার প্রস্তুতি, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস প্রস্তুত প্রণালী, নাইট্রিক অ্যাসিড, পরীক্ষাগার প্রস্তুতি, সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের ধর্ম ...

তড়িৎ-বিশ্লেষণ (Electrolysis)

যে প্রক্রিয়ায় গলিত বা দ্রবীভূত অবস্থায়, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে পদার্থটির রাসায়নিক পরিবর্তন ঘটে এবং নতুন পদার্থ উৎপন্ন হয় তাকে তড়িৎ বিশ্লেষণ বলে । তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবণে বা গলিত অবস্থায় কিভাবে তড়িৎ পরিবহন করে ...

জারণ ও বিজারণ (Oxidation and Reduction)

অনেক ধরণের রাসায়নিক বিক্রিয়ায় মৌল বা যৌগের সাথে অক্সিজেন বা অন্য কোন তড়িৎ ঋণাত্মক অধাতব মৌল বা মূলক যুক্ত হয় বা এদের অনুপাত বৃদ্ধি পায় অথবা যৌগ থেকে হাইড্রোজেন বা অন্য কোন তড়িৎ ধনাত্মক ধাতব মৌল বা মূলক অপসারিত হয় বা এদের অনুপাত হ্রাস পায় ...