Submitted by arpita pramanik on Sun, 04/07/2013 - 19:19

দস্তা বা জিঙ্ক (Zinc) :

দস্তা বা জিঙ্ক -এর সংকেত— Zn,  পারমাণবিক সংখ্যা— 30,     পারমাণবিক ভর— 65.5,     যোজ্যতা— 2,      ঘনত্ব —7.14 গ্রাম / সিসি,      গলনাঙ্ক —419.5°C,     স্ফুটনাঙ্ক —907°C   ।

উৎস : দস্তা বা জিঙ্ক ধাতুকে প্রকৃতির মধ্যে মুক্ত অবস্থায় পাওয়া যায় না । 

জিঙ্কের প্রধান আকরিকগুলি হল :- [i] জিঙ্কাইট (Zincite) ZnO,    [ii] ক্যালামাইন (Calamine) ZnCO3,     [iii] জিঙ্কব্লেন্ড (Zincblend) ZnS ।

জিঙ্কব্লেন্ড (ZnS) আকরিক থেকে ধাতব জিঙ্ক নিষ্কাশন করা হয় । জিঙ্কব্লেন্ড জিঙ্কের প্রধান আকরিক । ভারতের রাজস্থান, বিহার, পাঞ্জাব ও তামিলনাড়ুতে জিঙ্কব্লেন্ড পাওয়া যায় ।   

রাসায়নিক ধর্ম :

[১] বায়ুর সঙ্গে বিক্রিয়া (Reaction with air) :-

[i] শুষ্ক বায়ুর সঙ্গে দস্তা বা জিঙ্ক কোনো বিক্রিয়া করে না ।

[ii] আর্দ্র বায়ুতে দীর্ঘ সময় ধরে রেখে দিলে দস্তার উপর ক্ষারীয় জিঙ্ক কার্বনেটের ( ZnCO3, 3Zn(OH)2 ) সাদা আস্তরণ পড়ে । ফলে দস্তার স্বাভাবিক ধাতব উজ্জ্বলতা নষ্ট হয় ।

[iii] বায়ুতে বা অক্সিজেনের মধ্যে দহন করলে সবুজ আভাযুক্ত সাদা শিখার সঙ্গে জ্বলে এবং সাদা জিঙ্ক অক্সাইডে পরিণত হয় । উৎপন্ন জিঙ্ক অক্সাইড বাষ্প, শীতল ও ঘনীভূত হয়ে পশমের আকারে জমা হয়, তাই একে দার্শনিকের উল বা জিঙ্ক হোয়াইট বলে ।

[২] জলের সঙ্গে বিক্রিয়া (Reaction with water) :-

[i] সাধারণ উষ্ণতায় বিশুদ্ধ জিঙ্কের উপর জলের কোনো বিক্রিয়া হয় না ।

{ii] লোহিত তপ্ত জিঙ্কের ওপর দিয়ে স্টিম চালনা করলে জিঙ্ক অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হয় ।

যথা-  Zn + H2O = ZnO + H2

[৩] ক্ষারের সঙ্গে বিক্রিয়া (Reaction with alkalis) :-

কস্টিক সোডা বা কস্টিক পটাশের গাঢ় দ্রবণের সঙ্গে জিঙ্ক উত্তপ্ত করলে সোডিয়াম জিঙ্কেট বা পটাশিয়াম জিঙ্কেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় ।

   Zn + 2NaOH = Na2ZnO2 (সোডিয়াম জিঙ্কেট) +H2↑,    Zn + 2KOH = K2ZnO2 (পটাশিয়াম জিঙ্কেট) + H2

জিঙ্ক অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে

   Zn + H2SO4 (লঘু) = ZnSO4 + H2↑  ;    Zn + 2HCl (লঘু) = ZnCl2 + H2

জিঙ্কের ব্যবহার (Use of Zinc) :

[i] লৌহ দ্রব্যের উপর জিঙ্কের প্রলেপ দিয়ে (গ্যালভানাইজেশন) মরচে নিবারণ করা হয় ।

[ii] জিঙ্ক হোয়াইট নামক সাদা রং প্রস্তুতিতে জিঙ্কের ব্যবহার হয় ।

[iii] পরীক্ষাগারে H2 গ্যাস উৎপাদনে এবং বিজারকরূপে জিঙ্কের ব্যবহার হয় ।

[iv] বৈদ্যুতিক সেল এবং ড্রাই সেল প্রস্তুতিতে জিঙ্কের ব্যবহার হয় ।

[v] সিক্ত পদ্ধতিতে সিলভার এবং গোল্ড ধাতুর নিষ্কাশনে জিঙ্কের ব্যবহার হয় ।

[vi] কতকগুলি অতি প্রয়োজনীয় সংকর ধাতু প্রস্তুতিতে জিঙ্কের ব্যবহার হয়, যেমন- জার্মান সিলভার (50% Cu + 30% Zn + 20% Ni), বাসনপত্র, মুদ্রা, ফুলদানি প্রভৃতি প্রস্তুতিতে এবং পিতল (30% Zn + 70% Cu), বাসনপত্র, জলের কল, টেলিস্কোপ প্রস্তুতিতে জিঙ্কের ব্যবহার হয় । ইলেকট্রন (5% Zn + 95% Mg), বিমানের যন্ত্রাংশ প্রস্তুতিতে জিঙ্কের ব্যবহার হয় । ডাচ মেটাল (20% Zn + 80% Cu), যন্ত্রপাতি প্রস্তুতিতে জিঙ্কের ব্যবহার হয় । গান মেটাল (10% Zn + 85% Cu + 5% Sn), বন্দুক ও সামরিক যন্ত্রপাতি প্রস্তুতিতে জিঙ্কের ব্যবহার হয় । ডেল্টা মেটাল (40% Zn + 55% Cu + 5% Fe & Mn), জাহাজের প্রপেলার, বিয়ারিং, ভালব প্রভৃতি প্রস্তুতিতে জিঙ্কের ব্যবহার হয় ।

দস্তার পাত্রে কিম্বা দস্তার প্রলেপ দেওয়া পাত্রে খাদ্যদ্রব্য রাখা উচিত নয় । কারণ সেক্ষেত্রে দস্তার সঙ্গে খাদ্য দ্রব্যের বিক্রিয়ায় উৎপন্ন দস্তা ঘটিত লবণ আমাদের শরীরে প্রবেশ করে বিষক্রিয়া সৃষ্টি করে ।

*****

Related Items

কৃত্রিম পলিমার ব্যবহারের সমস্যা ও নিয়ন্ত্রণ

কৃত্রিম পলিমার থেকে প্রস্তুত বস্তুসামগ্রীর ব্যবহার যথেচ্ছভাবে দ্রুতগতিতে বেড়ে চলেছে । পলিথিন ও টেফলন থেকে তৈরি ব্যাগ ও প্লাস্টিকের থলি এবং অন্যান্য সামগ্রী আমাদের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় বস্তু হয়ে উঠেছে । প্লাস্টিক এমন একটি দূষক যা প্রকৃতিতে দীর্ঘদিন অবিকৃত থাকে ...

পলিমেরাইজেশন ও কয়েকটি সাধারণ পলিমার

যে বিক্রিয়ায় বহুসংখ্যক ক্ষুদ্র ও সরল অণুর পারস্পরিক সংযোগের ফলে ভিন্ন ধর্ম ও উচ্চ আণবিক ভরবিশিষ্ট (20000 - 250000) অতিবৃহৎ-অণু গঠিত হয় সেই বিক্রিয়াকে বহুলীভবন বা পলিমেরাইজেশন বিক্রিয়া বলে । ওই বিক্রিয়ায় উত্পন্ন বৃহৎ-অণুকে পলিমার বলে । আবার যে সরল...

অ্যালকাইন (Alkyne)

যে হাইড্রোকার্বনে এক বা একাধিক কার্বন-কার্বন ত্রি-বন্ধন থাকে, তাদের অ্যালকাইন বলে। এরা অসম্পৃক্ত জৈব যৌগ । এরা এক অণু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে প্রথমে অ্যালকিন এবং পরে আরও এক অণু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে অ্যালকেন অণু গঠন করে । এই শ্রেণির যৌগগুলির ...

অ্যালকিন (Alkene)

যে সব হাইড্রোকার্বনে কম পক্ষে একটি কার্বন-কার্বন দ্বি-বন্ধন থাকে, তাদের অ্যালকিন বলে । এই যৌগগুলি হাইড্রোজেনের সঙ্গে সংযুক্ত হয়ে অ্যালকেন উত্পন্ন করে । কার্বন ও হাইড্রোজেন দিয়ে গঠিত মুক্ত শৃঙ্খল যৌগে সর্বোচ্চ যতগুলি হাইড্রোজেন পরমাণু থাকতে পারে তার থেকে ...

অ্যালকেন (Alkane)

যে সব হাইড্রোকার্বনে কার্বন পরমাণুগুলি পরস্পর কেবলমাত্র সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে, তাদের অ্যালকেন বলে । এদের গঠনে শুধু কার্বন-কার্বন একবন্ধন এবং কার্বন-হাইড্রোজেন একবন্ধন থাকে । অ্যালকেনগুলি কার্বন ও হাইড্রোজেন দিয়ে গঠিত মুক্ত শৃঙ্খল যৌগ ও এর অ্যালকেন ...