ছোটো প্রশ্ন ও উত্তর : তাপ (Heat)

Submitted by arpita pramanik on Thu, 10/25/2012 - 22:31

ছোটো প্রশ্ন ও উত্তর : তাপ (Heat)

প্রশ্ন:- SI পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কী ?

উত্তর:- SI পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হল জুল /কেজি K  ।

 

প্রশ্ন:- 1 সেলসিয়াস ডিগ্রী = কত ফারেনহাইট ডিগ্রী ?

উত্তর:- 1 সেলসিয়াস ডিগ্রী = [tex]\frac {9}{5}[/tex] ফারেনহাইট ডিগ্রী ।

 

প্রশ্ন:- SI পদ্ধতিতে তাপগ্রাহিতার একক কী ?

উত্তর:- SI পদ্ধতিতে তাপগ্রাহিতার একক জুল / K বা জুল/ oC  ।

 

প্রশ্ন:-  20oC তাপমাত্রায় 1 গ্রাম বরফে 80 ক্যালোরি তাপ দিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে ?

উত্তর:-  0oC তাপমাত্রার 1 গ্রাম বরফে 80 ক্যালোরি তাপ দিলে 0oC তাপমাত্রা 1 গ্রাম জল পাওয়া যায় । অর্থাৎ, চূড়ান্ত তাপমাত্রা 0oC হবে ।

 

প্রশ্ন:-  কোন তরলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি ?

উত্তর:-  জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি  ।

 

প্রশ্ন:-  তাপ মাপার স্কেল দুটি কী কী ?

উত্তর:- তাপ মাপার স্কেল দুটি হল সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেল ।

 

প্রশ্ন:- বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ কত  ?

উত্তর:-  CGS এবং SI পদ্ধতিতে বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ যথাক্রমে 1 ক্যালোরি / গ্রাম oC এবং 42000 জুল/কেজি কেলভিন ।

 

প্রশ্ন:- কোনো বস্তু দ্বারা গৃহীত তাপের পরিমাণ কত ?

উত্তর:- কোনো বস্তু দ্বারা গৃহীত তাপের পরিমাণ = বস্তুর ভর  x  বস্তুর উপাদানের আপেক্ষিক অংশ  x  উষ্ণতা বৃদ্ধি ।

 

প্রশ্ন:- উষ্ণতার সেলসিয়াস স্কেলের স্থিরাঙ্কগুলি কী কী ?

উত্তর:- উষ্ণতার সেলসিয়াস স্কেলের নিম্নস্থিরাঙ্ক 0oC এবং ঊর্ধ্বস্থিরাঙ্ক 100oC  ।

 

প্রশ্ন:-  ফারেনহাইট স্কেলের স্থিরাঙ্কগুলি কী কী ?

উত্তর:- ফারেনহাইট স্কেলের নিম্নস্থিরাঙ্ক 32oF এবং ঊর্ধ্বস্থিরাঙ্ক 212oF  ।

 

প্রশ্ন:-  থার্মোমিটারের প্রাথমিক অন্তর বলতে কী বোঝায় ?

উত্তর:- থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের মাঝের উষ্ণতার ব্যবধানকে প্রাথমিক অন্তর বলে ।

 

প্রশ্ন:-  ফারেনহাইট স্কেলের স্থিরাঙ্কগুলির প্রাথমিক অন্তর কত  ?

উত্তর:- ফারেনহাইট স্কেলের স্থিরাঙ্কগুলির  প্রাথমিক অন্তর =  ঊর্ধ্বস্থিরাঙ্ক  - নিম্নস্থিরাঙ্ক = 212oF - 32oF = 180oF  ।

 

প্রশ্ন:- SI পদ্ধতিতে তাপের একক কী ?

উত্তর:- SI পদ্ধতিতে তাপের একক হল জুল  ।

 

প্রশ্ন:-  ক্যালোরিমিতির নীতি কখন প্রযোজ্য হয় না ?

উত্তর:- যে-কোনো দুটি বস্তুর মধ্যে তাপ আদান প্রদানের সময় যদি বস্তু দুটির সঙ্গে পারিপার্শ্বিকের তাপ বিনিময় ঘটে অথবা তাপশক্তি রাসায়নিক বা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়, তবে সেক্ষত্রে ক্যালোরিমিতির নীতি প্রযোজ্য হয় না ।

 

প্রশ্ন:- ডাক্তারি থার্মোমিটারে উষ্ণতার মাপ সাধারণত কোন স্কেলে থাকে ?

উত্তর:- ডাক্তারি থার্মোমিটারে উষ্ণতার মাপের জন্য সাধারণত ফারেনহাইট স্কেলে থাকে । তবে বর্তমানে ডাক্তারি থার্মোমিটারে সেলসিয়াস স্কেলও চালু হয়েছে ।

 

প্রশ্ন:-  0oC এবং 0oF এর মধ্যে কোনটি কম ?

উত্তর:- 0oC এবং 0oF এর মধ্যে 0oF  কম ।

 

প্রশ্ন:- লোহার আপেক্ষিক তাপ 462 জুল / কেজি K বলতে কী বোঝায় ?

উত্তর:-  লোহার আপেক্ষিক তাপ 462 জুল / কেজি K বলতে বোঝায় যে 1 কেজি লোহার উষ্ণতা 1K বা 1oC বৃদ্ধি করতে 462 জুল তাপ শক্তির প্রয়োজন ।

 

প্রশ্ন:-  সেলসিয়াস ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক কী  ?

উত্তর:- কোনো তাপমাত্রা সেলসিয়াস থার্মোমিটার C, ফারেনহাইট থার্মোমিটার F এবং কেলভিন থার্মোমিটার K হলে এদের মধ্যে সম্পর্ক হল [tex]\frac {C}{5} = \frac {F - 32}{9} = \frac {K - 273}{5}[/tex] ।

 

প্রশ্ন:- 1 ক্যালোরি = কত জুল ?

উত্তর:-  1 ক্যালোরি = 4.2 জুল  ।

 

প্রশ্ন:- পারদ থার্মোমিটারের উষ্ণতা মাপক ধর্ম কী ?

উত্তর:- পারদ থার্মোমিটারের উষ্ণতা মাপক ধর্ম হল পারদের প্রসারণ ।

 

প্রশ্ন:- ক্যালোরিমিতির গাণিতিক রূপটি কী ?

উত্তর:-  ক্যালোরিমিতির গাণিতিক রূপটি হল : কোনো বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপ = বস্তুর ভর x আপেক্ষিক তাপ x উষ্ণতার বৃদ্ধি বা হ্রাস ।  অর্থাৎ H = mst ।

 

প্রশ্ন:-  সূর্য থেকে কোন পদ্ধতিতে তাপ পৃথিবীতে সঞ্চালিত হয় ?

উত্তর:-  সূর্য থেকে বিকিরণ প্রনালীতে তাপ পৃথিবীতে সঞ্চালিত হয় ।

 

প্রশ্ন:-  এক খন্ড তামার তাপগ্রাহিতা 42 জুল /K বলতে কী বোঝায় ?

উত্তর:- এক খন্ড তামার তাপগ্রাহিতা 42 জুল /K বলতে বোঝায় যে, ওই তামা খন্ডের উষ্ণতা 1K বাড়াতে 42 জুল তাপের প্রয়োজন হবে ।

 

প্রশ্ন:- তাপ সঞ্চালনের বিভিন্ন পদ্ধতিগুলি কী কী ?

উত্তর:- তাপ সঞ্চালনের তিনটি পদ্ধতি, যথা : পরিবহন, পরিচলন ও বিকিরণ ।

*****

Related Items

সমযোজ্যতা (Covalent)

সমযোজ্যতা: অনেকক্ষেত্রে দুটি পরমাণু সংযোগের সময় প্রত্যেক পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষ থেকে একটি করে ইলেকট্রন এসে ইলেকট্রন জোড় সৃষ্টি করে । এই রকম এক বা একাধিক ইলেকট্রন জোড় উভয় পরমাণুর মধ্যে সাধারণভাবে থেকে যৌগ গঠন করে । এই ধরনের যৌগ তৈরি হওয়ার ...

রাসায়নিক বন্ধনী

দুই বা ততোধিক মৌলের রাসায়নিক সংযোগে যৌগ গঠিত হয় । রাসায়নিক বিক্রিয়ায় মৌলের পরমাণুগুলিই অংশগ্রহণ করে । সকল যৌগের রাসায়নিক সংস্থিতি সুনির্দিষ্ট এবং এতে বিভিন্ন মৌলের পরমাণুগুলি সরল অনুপাতে যুক্ত থাকে । অপর মৌলের সঙ্গে রাসায়নিকভাবে যুক্ত হয়ে যৌগ গঠনের ...

আধুনিক দীর্ঘ পর্যায়-সারণি

IUPAC - এর সুপারিশ অনুযায়ী উপশ্রেণি A এবং উপশ্রেণি B -এর অবস্থান নিয়ে পূর্বে যে মতবাদ ছিল তা দূর করে দীর্ঘ পর্যায়-সারণির আধুনিক রূপটি প্রকাশ করা হয়েছে । আধুনিক দীর্ঘ পর্যায়-সারণিতে ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস অনুসারে মৌলগুলিকে মোট 7টি ...

মেন্ডেলিফের পর্যায়-সারণিতে কতকগুলি মৌলের অবস্থান

মেন্ডেলিফের পর্যায়-সারণি ত্রুটি মুক্ত নয় । তবুও এর অবদান অনেক । মেন্ডেলিফের পর্যায়-সারণিতে H2 -এর স্থান সুনির্দিষ্ট নয় । হাইড্রোজেন একযোজী এবং একদিকে যেমন IA -শ্রেণির অন্তর্ভুক্ত Li, Na, K....ইত্যাদি ক্ষার ধাতুগুলির মতো ব্যবহার করে, আবার অন্যদিকে VIIB-শ্রেণির অন্তর্ভুক্ত ...

পর্যায় এবং শ্রেণিতে মৌলসমূহের ধর্মের পর্যাবৃত্ততা এবং তাদের পরিবর্তনশীলতা

পর্যায় এবং শ্রেণিতে মৌলসমূহের ধর্মের পর্যাবৃত্ততা এবং তাদের পরিবর্তনশীলতা

Periodic properties and their variation inPeriods and Groups

পর্যায়-সারণিতে একই শ্রেণির একই উপশ্রেণিভুক্ত মৌলদের ধর্মের মিল এবং অমিল দেখা যায় যেমন— হাইড্রোজেন ছাড়া উপশ্রেণি IA -এর সব মৌলগুলির উচ্চ পরা-তড়