ছোট প্রশ্ন ও উত্তর : হাইড্রোক্লোরিক, নাইট্রিক এবং সালফিউরিক অ্যাসিড

Submitted by arpita pramanik on Sat, 11/17/2012 - 07:41

ছোট প্রশ্ন ও উত্তর : হাইড্রোক্লোরিক, নাইট্রিক এবং সালফিউরিক অ্যাসিড :

প্রশ্ন:-  চিনিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করলে যে কালো রং -এর পদার্থ উৎপন্ন হয় তার নাম কী ?

উত্তর:-  চিনিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড (H2SO4) যোগ করলে সালফিউরিক অ্যাসিড চিনির সব জলীয় উপাদান শোষণ করে চিনিকে কালো কার্বনে পরিণত করে ।

 

প্রশ্ন:-  স্বর্ণকারের কারখানা থেকে কোন গ্যাস নির্গত হয়ে বায়ুমন্ডলকে দুষিত করে ?

উত্তর:- স্বর্ণকারের কারখানা থেকে বায়ুদূষক নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO2) গ্যাস নির্গত হয়ে বায়ুমন্ডলকে দুষিত করে ।

 

প্রশ্ন:- ধুমায়মান সালফিউরিক অ্যাসিডে ধুমায়িত গ্যাসটির নাম কী ?

উত্তর:- ধুমায়মান সালফিউরিক অ্যাসিডে ধুমায়িত গ্যাসটির নাম হল সালফার ট্রাই-অক্সাইড (SO3) ।

 

প্রশ্ন:-  অ্যাকোয়া রিজিয়া বা অম্লরাজ কী ?

উত্তর:- তিন আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl) এবং এক আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের (HNO3) মিশ্রণকে অ্যাকোয়া রিজিয়া বা অম্লরাজ বলে ।

 

প্রশ্ন:-  মিউরিয়াটিক অ্যাসিডের রাসায়নিক নাম ও সংকেত লেখো ।

উত্তর:-  মিউরিয়াটিক অ্যাসিডের রাসায়নিক নাম হল হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সংকেত হল HCl

 

প্রশ্ন:-  অয়েল অফ ভিট্রিয়ল -এর রাসায়নিক নাম ও সংকেত লেখো ।

উত্তর:-  অয়েল অফ ভিট্রিয়ল -এর রাসায়নিক নাম হল সালফিউরিক অ্যাসিড এবং এর সংকেত হল H2SO4

 

প্রশ্ন:-  অ্যাকোয়াফরটিস -এর রাসায়নিক নাম ও সংকেত লেখো ।

উত্তর:- অ্যাকোয়াফরটিস -এর রাসায়নিক নাম হল নাইট্রিক অ্যাসিড এবং এর সংকেত হল HNO3  ।

 

প্রশ্ন:-  দুটি বায়ু দূষক গ্যাসের নাম লেখো ?

উত্তর:-  দুটি বায়ু দূষক গ্যাসের নাম  হল  (i) সালফার ডাই-অক্সাইড (SO2) ও (ii) নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO2) ।

 

প্রশ্ন:- গোল্ড, প্লাটিনাম প্রভৃতি বরধাতু কিসে দ্রবীভূত হয় ?

উত্তর:- গোল্ড, প্লাটিনাম প্রভৃতি বরধাতু অম্লরাজে দ্রবীভূত হয় ।

 

প্রশ্ন:- একটি জারক অ্যাসিডের নাম কী ?

উত্তর:- একটি জারক অ্যাসিডের নাম হল নাইট্রিক অ্যাসিড

 

প্রশ্ন:- একটি অজারক অ্যাসিডের নাম কী  ?

উত্তর:- একটি অজারক অ্যাসিডের নাম হল হাইড্রোক্লোরিক অ্যাসিড

 

প্রশ্ন:-  AgNO3 দ্রবণ দ্বারা কোন অ্যাসিড শনাক্ত করা যায় ?

উত্তর:- AgNO3 দ্রবণ দ্বারা হাইড্রোক্লোরিক অ্যাসিড শনাক্ত করা যায় ।

 

প্রশ্ন:-  কোন দুটি ধাতু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে ?

উত্তর:- ম্যাগনেসিয়াম ও ম্যাঙ্গানিজ ধাতু দুটি শীতল ও অতিলঘু নাইট্রিক অ্যাসিডের (HNO3) সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে ।

 

প্রশ্ন:-  নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকের নাম কী ?

উত্তর:- নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটক —প্লাটিনিয়াম তারজালি বা প্লাটিনিয়াম রেডিয়াম (Pt-Rh) তারজালি ।

 

প্রশ্ন:-  বায়ুমন্ডলে কোন কোন গ্যাসের উপস্থিতি অম্লবৃষ্টির জন্য দায়ী ?

উত্তর:-  বায়ুমন্ডলে নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO2) এবং সালফার ডাই-অক্সাইড (SO2) গ্যাসের উপস্থিতি অম্লবৃষ্টির জন্য দায়ী ।

 

প্রশ্ন:-  কোন অ্যাসিডের বিজারণ ক্ষমতা নেই ?

উত্তর:-  নাইট্রিক অ্যাসিডের (HNO3) বিজারণ ক্ষমতা নেই ।

 

প্রশ্ন:- কোন অ্যাসিড তীব্র জল শোষক ?

উত্তর:-  গাঢ় সালফিউরিক অ্যাসিড (H2SO4) তীব্র জল শোষক ।

 

প্রশ্ন:- এমন দুটি ধাতুর নাম করো যাদের নিষ্কাশনের সময় সালফার ডাই-অক্সাইড (SO2) গ্যাস বায়ুমন্ডলে মেশে ।

উত্তর:- জিঙ্কব্লেন্ড (ZnS) আকরিক থেকে দস্তা এবং গ্যালেনা (PbS) আকরিক থেকে সীসা নিষ্কাশনের সময় বায়ুদূষক সালফার ডাই-অক্সাইড (SO2) গ্যাস নির্গত হয়ে বায়ুমন্ডলে মেশে ।

 

প্রশ্ন:-  পেট্রোলিয়াম শোধনাগার থেকে নির্গত কী কী গ্যাস বায়ু দুষণ ঘটায়  ?

উত্তর:-  পেট্রোলিয়াম শোধনাগার থেকে সালফার ডাই-অক্সাইড (SO2) গ্যাস, কার্বন মনোক্সাইড (CO) এবং নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO2) ইত্যাদি গ্যাস নির্গত হয়ে বায়ু দুষণ ঘটায় ।

 

প্রশ্ন:- মোটরগাড়ির ইঞ্জিন থেকে নির্গত ধোঁয়া বায়ুতে নির্গত হবার আগে কীভাবে ওকে দুষণ মুক্ত করা যায় ?

উত্তর:-  মোটরগাড়ির ইঞ্জিন থেকে নির্গত ধোঁয়া বায়ুতে নির্গত হবার আগে তাকে অ্যালুমিনার (Al2O3) ওপর সূক্ষ্ম ভাবে প্লাটিনাম বা প্যালাডিয়াম অনুঘটকের ওপর দিয়ে সালফার ডাই-অক্সাইড (SO2) ইত্যাদি বায়ু দূষক গ্যাসগুলিকে দুষণ মুক্ত গ্যাসে পরিনত করা হয় ।

 

প্রশ্ন:- ধুমায়মান নাইট্রিক অ্যাসিড কী  ?

উত্তর:-  গাঢ় নাইট্রিক অ্যাসিডের মধ্যে বেশি পরিমাণে নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO2) দ্রবীভূত থেকে বাদামি রঙের যে তরল উৎপন্ন করে, তাকে ধুমায়মান নাইট্রিক অ্যাসিড বলে ।

 

প্রশ্ন:- বাথরুম পরিষ্কার করার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয় ?

উত্তর:-  বাথরুম পরিষ্কার করার জন্য মিউরিয়াটিক অ্যাসিড (HCl) ব্যবহার করা হয় ।

 

প্রশ্ন:-  স্বর্ণকারের কারখানা থেকে নির্গত একটি পদার্থের নাম করো যা জল দুষণ ঘটায় ।

উত্তর:- স্বর্ণকারের কারখানা থেকে নির্গত কিউপ্রিক নাইট্রেট [Cu(CO3)2] বা সিলভার নাইট্রেট (AgNO3) জল দুষণ ঘটায় ।

 

প্রশ্ন:-  দুটি হাইড্রাসিডের নাম কী ?

উত্তর:-  দুটি হাইড্রাসিড হল (i) হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl) ও (ii) হাইড্রোব্রোমিন অ্যাসিড (HBr) ।

 

প্রশ্ন:-  সালফান কী ?

উত্তর:-  100%  সালফিউরিক অ্যাসিডের মধ্যে 100% মুক্ত সালফারট্রাই-অক্সাইড শোষিত হয়ে 100% ওলিয়াম উৎপন্ন করে । তরলীকৃত 100% ওলিয়ামকে সালফান বলে ।

 

প্রশ্ন:-  তামা নিষ্কাশন কারখানার কাছাকাছি বায়ুতে কোন বায়ু দূষক গ্যাসের পরিমাণ অস্বাভাবিক বেড়ে যায় ?

উত্তর:- তামা নিষ্কাশন কারখানার কাছাকাছি বায়ুতে সালফার ডাই-অক্সাইডের (SO2) -এর পরিমাণ অস্বাভাবিক বেড়ে যায় ।

 

প্রশ্ন:- কী ভাবে পরিবর্তিত করবে ?  SO2 → SO3 .

উত্তর :-  SO2 কে অতিরিক্ত পরিমাণ ধুলিকণা মুক্ত বায়ুর সাথে মিশিয়ে 450oC উষ্ণতায় প্লাটিনাম চুর্ণাবৃত অ্যাসবেস্টস বা ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড অনুঘটকের উপর দিয়ে পাঠালে সালফার ডাই-অক্সাইড (SO2) বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে সালফার ট্রাই-অক্সাইড (SO3) গ্যাস উৎপন্ন করে ।

[tex] 2S{O_2} + {O_2} \rightleftharpoons 2S{O_3} + 45000 [/tex] ক্যালরি  ।

*****

Related Items

জৈব যৌগের গঠনগত সমাবয়বতা

একই আণবিক সংকেত বিশিষ্ট একাধিক যৌগে বিভিন্ন কার্যকরী মূলকের উপস্থিতির জন্য যে সমাবয়বতার সৃষ্টি হয়, তাকে কার্যকরী মূলক ঘটিত সমাবয়বতা বলে । এই দুটি যৌগে উপাদান হিসাবে C, H এবং O -এর ওজনের অনুপাত একই কিন্তু এরা ভিন্ন প্রকৃতির যৌগ । একটি হল অ্যালকোহল ...

জৈব যৌগগুলির প্রাথমিক শ্রেণিবিভাগ

কার্যকরী মূলকের ওপর ভিত্তি করে জৈব যৌগগুলিকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা যায় । যথা - হাইড্রোকার্বন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড যৌগ । নীচে জৈব যৌগের কয়েকটি শ্রেণি এবং প্রতিটি শ্রেণির প্রথম তিনটি সদস্যের নাম ও গঠন দেওয়া হল ...

জৈব যৌগের কার্যকরী মূলক বা পরিচায়ক শ্রেণি

অসংখ্য জৈব যৌগকে, ওদের রাসায়নিক ধর্মের ওপর ভিত্তি করে কতকগুলি শ্রেণিতে ভাগ করা হয়েছে । দেখা যায় যে, এই রকম প্রতিটি শ্রেণিতে যৌগগুলির মধ্যে একটি বিশেষ মূলক বর্তমান থাকে । এই মুলকের উপস্থিতির জন্য ওই শ্রেণির সমস্ত যৌগের রাসায়নিক ধর্ম প্রায় একই রকম হয় ...

জৈব যৌগের বন্ধন প্রকৃতি

কর্বনের পারমাণবিক সংখ্যা 6, কার্বনের ইলেকট্রন বিন্যাস থেকে জানা যায় কার্বনের প্রথম কক্ষে 2টি এবং বাইরের কক্ষে 4টি ইলেকট্রন আছে । কার্বন পরমাণু বাইরের কক্ষের 4টি ইলেকট্রন, অন্য পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রনের সঙ্গে চারটি ইলেকট্রন জোড় গঠন করে সমযোজ্যতা দ্বারা জৈব ...

জীবজ অণু (Biomolecules)

সজীব কোশে সংশ্লেষিত ক্ষুদ্র অণু ও বৃহদ অণুকে একত্রে জীবজ অণু বলা হয় । প্রায় সমস্ত জীবজ অণুই কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লীয়িক অ্যাসিড, লিপিড এই চারটি শ্রেণির কোনো একটির অন্তর্ভুক্ত । এগুলি কোশের জীবজ পলিমার । কার্বোহাইড্রেট সরল সুগারের ...