ছোট প্রশ্ন ও উত্তর : তড়িৎ-বিশ্লেষণ

Submitted by arpita pramanik on Tue, 11/13/2012 - 09:13

ছোট প্রশ্ন ও উত্তর : তড়িৎ বিশ্লেষণ (Electrolysis) :

প্রশ্ন:-  নীচের কোনগুলি তড়িৎ বিশ্লেষ্য  ?

         পেট্রোল, কস্টিক সোডার জলীয় দ্রবণ,  গ্লুকোজের জলীয় দ্রবণ, গ্রাফাইট, গলিত সোডিয়াম ক্লোরাইড ।

উত্তর:-  কস্টিক সোডার জলীয় দ্রবণ, গলিত সোডিয়াম ক্লোরাইড —হল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ।

 

প্রশ্ন:- তড়িৎ -এর পরিবাহী এমন দুটি অধাতুর নাম কী ?

উত্তর:- তড়িৎ -এর পরিবাহী এমন দুটি অধাতুর নাম হল গ্রাফাইট এবং গ্যাস কার্বন

 

প্রশ্ন:-  দুটি তড়িৎ-পরিবাহী পদার্থের নাম কী ?

উত্তর:-  দুটি তড়িৎ-পরিবাহী পদার্থের নাম হল তামা অ্যালুমিনিয়াম

 

প্রশ্ন:-  দুটি তড়িৎ-অপরিবাহী পদার্থের নাম কী ?

উত্তর:-  দুটি তড়িৎ-অপরিবাহী পদার্থের নাম হল রবারশুকনো কাঠ

 

প্রশ্ন:-  দুটি তড়িৎ-বিশ্লেষ্য পদার্থের নাম কী  ?

উত্তর:- দুটি তড়িৎ-বিশ্লেষ্য পদার্থের নাম হল গলিত সোডিয়াম ক্লোরাইডসামান্য অ্যাসিড মিশ্রিত জল

 

প্রশ্ন:-  দুটি তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থের নাম কী ?

উত্তর:-  দুটি তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থের নাম গ্লিসারিনচিনির জলীয় দ্রবণ

 

প্রশ্ন:- স্বর্ণ, পারদ, খাদ্যলবণ —এদের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ?

উত্তর:-  স্বর্ণ, পারদ, খাদ্যলবণ —এদের মধ্যে খাদ্যলবণ হল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ।

 

প্রশ্ন:-  লোহা, কাঠ, রবার, লবণ, তামা, ক্যালসিয়াম ক্লোরাইড —এদের মধ্যে কোনটি তড়িৎ পরিবাহী ?

উত্তর:-  লোহা, কাঠ, রবার, লবণ, তামা, ক্যালসিয়াম ক্লোরাইড —এদের মধ্যে লোহাতামা হল তড়িৎ পরিবাহী ।

 

প্রশ্ন:-  লোহা, কাঠ, রবার, লবণ, তামা, ক্যালসিয়াম ক্লোরাইড —এদের মধ্যে কোনটি তড়িৎ অপরিবাহী ?

উত্তর:- লোহা, কাঠ, রবার, লবণ, তামা, ক্যালসিয়াম ক্লোরাইড —এদের মধ্যে রবার কাঠ হল তড়িৎ অপরিবাহী ।

 

প্রশ্ন:-  লোহা, কাঠ, রবার, লবণ, তামা, ক্যালসিয়াম ক্লোরাইড —এদের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য  ?

উত্তর:-  লোহা, কাঠ, রবার, লবণ, তামা, ক্যালসিয়াম ক্লোরাইড —এদের মধ্যে লবণক্যালসিয়াম ক্লোরাইড হল তড়িৎ বিশ্লেষ্য ।

 

প্রশ্ন:-  কাচ, রুপা,  অ্যাসিডযুক্ত জল, পলিথিন —এই পদার্থগুলির মধ্যে তড়িৎ পরিবাহীগুলিকে চিহ্নিত করো  এবং ওই পরিবাহীগুলির মধ্যে তড়িতাধানের বাহকগুলির নাম লেখো ।

উত্তর:-  কাচ, রুপা,  অ্যাসিডযুক্ত জল, পলিথিন —এই পদার্থগুলির মধ্যে রুপাঅ্যাসিডযুক্ত জল হল তড়িৎ পরিবাহী । রুপায় যুক্ত ইলেকট্রন এবং অ্যাসিডযুক্ত জলে আয়ন (H+ ও OH-) তড়িতাধানের বাহক হিসেবে কাজ করে ।

 

প্রশ্ন:-  CL এবং CL- -এর পার্থক্য কী ?

উত্তর:-   (i)  CL হল নিস্তড়িৎ ক্লোরিন পরমাণু । CL- হল ক্লোরিন আয়ন, যা একটা অ্যানায়ন এবং এটি নেগেটিভ তড়িৎ-গ্রস্ত কণা ।

           (ii)  CL প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকতে পারে না । কিন্তু CL-  দ্রবণে মুক্ত অবস্থায় থাকতে পারে ।

          (iii)  CL  অপেক্ষা CL-  অধিকতর সুস্থিত ।

 

প্রশ্ন:-  গ্লুকোজ, সাধারণ লবন, পটাসিয়াম হাইড্রক্সাইড এবং ইথিলিন —এই পদার্থ গুলির মধ্যে কোনগুলি তড়িৎ বিশ্লেষ্য ?

উত্তর:-  সাধারণ লবন এবং পটাসিয়াম হাইড্রক্সাইড হল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ।

 

প্রশ্ন:-  তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি,  কোন শক্তিতে রূপান্তরিত হয় ?

উত্তর:- তড়িৎ বিশ্লেষণে তড়িৎশক্তিরাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় ।

 

প্রশ্ন:-  তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে ?

উত্তর:-  গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে যে তড়িৎ বিশ্লেষ্যের বেশি সংখ্যক অণু আয়নে বিয়োজিত হয়, তাকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে ।  যেমন : হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড,  সোডিয়াম হাইড্রক্সাইড ইত্যাদি ।

 

প্রশ্ন:-  মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে ?

উত্তর:-  গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে যে তড়িৎ বিশ্লেষ্যের খুব কম সংখ্যক অণু আয়নে বিয়োজিত হয়, তাকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে ।  যেমন : কার্বনিক অ্যাসিড (H2CO3), অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ইত্যাদি ।  

 

প্রশ্ন:-  নীচের তালিকা থেকে তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য চিহ্নিত করো ।

         কেরোসিন, গলিত পটাসিয়াম ক্লোরাইড, চিনির জলীয় দ্রবণ, খাদ্য লবণের জলীয় দ্রবণ ।

উত্তর:- (i) গলিত পটাসিয়াম ক্লোরাইড এবং খাদ্য লবণের জলীয় দ্রবণ হল তড়িৎ বিশ্লেষ্য ।

          (ii) কেরোসিন এবং চিনির জলীয় দ্রবণ হল তড়িৎ অবিশ্লেষ্য ।

 

প্রশ্ন:- H+ এবং Cu++ আয়ন দুটির মধ্যে কে আগে ক্যাথোডে মুক্ত হবে ?

উত্তর:- তড়িৎ রাসায়নিক শ্রেণিতে Cu++ আয়নটির স্থান H+ আয়নের নীচে । তাই Cu++ আয়নটি  H+ আয়নের আগে ক্যাথোডে মুক্ত হবে  ।

 

প্রশ্ন:-  একযোজী, দ্বিযোজী এবং ত্রিযোজী মৌল বা মুলকের আধানে কত একক তড়িৎ বর্তমান ?

উত্তর:-  একযোজী, দ্বিযোজী এবং ত্রিযোজী মৌল বা মুলকের আধানে যথাক্রমে এক একক, দুই একক এবং তিন একক তড়িৎ বর্তমান থাকে ।

 

প্রশ্ন:- অ্যানোড মাড কী ?

উত্তর:-  তামার তড়িৎ বিশোধনে অবিশুদ্ধ কপার তড়িৎ অ্যানোডের চারদিক মসলিনের থলি দিয়ে ঘেরা থাকে । এই থলিতে অ্যানোডে থাকা গোল্ড, সিলভার, প্লাটিনাম প্রভৃতি দামি ধাতু কাদার আকারে জমা হয় ।  একে অ্যানোড মাড বলে ।

 

প্রশ্ন:-  অ্যানোড মাড থেকে কী ধাতু পাওয়া যায় ।

উত্তর:- অ্যানোড মাড থেকে  গোল্ড, সিলভার প্লাটিনাম প্রভৃতি ধাতু পাওয়া যায় ।

 

প্রশ্ন:- অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ব্যবহৃত ক্যাথোড ও অ্যানোডের উপাদান কী ?

উত্তর:-  অ্যালুমিনিয়াম নিষ্কাশনে লোহার ট্যাঙ্কের ভেতরের দেওয়ালে গ্যাসকার্বনের পুরু আস্তরণ থাকে । এটি ক্যাথোড হিসাবে কাজ করে । ট্যাঙ্কের উপর থেকে ঝোলানো কয়েকটি গ্রাফাইট দন্ডকে তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে আংশিক ডুবিয়ে রাখা হয় । এরা অ্যানোড রূপে কাজ করে ।

*****

Related Items

জৈব যৌগের গঠনগত সমাবয়বতা

একই আণবিক সংকেত বিশিষ্ট একাধিক যৌগে বিভিন্ন কার্যকরী মূলকের উপস্থিতির জন্য যে সমাবয়বতার সৃষ্টি হয়, তাকে কার্যকরী মূলক ঘটিত সমাবয়বতা বলে । এই দুটি যৌগে উপাদান হিসাবে C, H এবং O -এর ওজনের অনুপাত একই কিন্তু এরা ভিন্ন প্রকৃতির যৌগ । একটি হল অ্যালকোহল ...

জৈব যৌগগুলির প্রাথমিক শ্রেণিবিভাগ

কার্যকরী মূলকের ওপর ভিত্তি করে জৈব যৌগগুলিকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা যায় । যথা - হাইড্রোকার্বন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড যৌগ । নীচে জৈব যৌগের কয়েকটি শ্রেণি এবং প্রতিটি শ্রেণির প্রথম তিনটি সদস্যের নাম ও গঠন দেওয়া হল ...

জৈব যৌগের কার্যকরী মূলক বা পরিচায়ক শ্রেণি

অসংখ্য জৈব যৌগকে, ওদের রাসায়নিক ধর্মের ওপর ভিত্তি করে কতকগুলি শ্রেণিতে ভাগ করা হয়েছে । দেখা যায় যে, এই রকম প্রতিটি শ্রেণিতে যৌগগুলির মধ্যে একটি বিশেষ মূলক বর্তমান থাকে । এই মুলকের উপস্থিতির জন্য ওই শ্রেণির সমস্ত যৌগের রাসায়নিক ধর্ম প্রায় একই রকম হয় ...

জৈব যৌগের বন্ধন প্রকৃতি

কর্বনের পারমাণবিক সংখ্যা 6, কার্বনের ইলেকট্রন বিন্যাস থেকে জানা যায় কার্বনের প্রথম কক্ষে 2টি এবং বাইরের কক্ষে 4টি ইলেকট্রন আছে । কার্বন পরমাণু বাইরের কক্ষের 4টি ইলেকট্রন, অন্য পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রনের সঙ্গে চারটি ইলেকট্রন জোড় গঠন করে সমযোজ্যতা দ্বারা জৈব ...

জীবজ অণু (Biomolecules)

সজীব কোশে সংশ্লেষিত ক্ষুদ্র অণু ও বৃহদ অণুকে একত্রে জীবজ অণু বলা হয় । প্রায় সমস্ত জীবজ অণুই কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লীয়িক অ্যাসিড, লিপিড এই চারটি শ্রেণির কোনো একটির অন্তর্ভুক্ত । এগুলি কোশের জীবজ পলিমার । কার্বোহাইড্রেট সরল সুগারের ...