ছোট প্রশ্ন ও উত্তর : জারণ ও বিজারণ

Submitted by arpita pramanik on Mon, 11/12/2012 - 12:23

ছোট প্রশ্ন ও উত্তর : জারণ ও বিজারণ (Oxidation and Reduction)

প্রশ্ন:-  একটি জারক গ্যাসের নাম কী ?

উত্তর:-  একটি জারক গ্যাসের নাম হল অক্সিজেন (O2) ।

 

প্রশ্ন:-  একটি বিজারক গ্যাসের নাম কী ?

উত্তর:-  একটি বিজারক গ্যাসের নাম হল হাইড্রোজেন (H2) ।

 

প্রশ্ন:-  জারক এবং বিজারক দুই হিসেবে কাজ করে এমন দুটি পদার্থের নাম কী ?

উত্তর:-  জারক এবং বিজারক উভয় রূপে কাজ সালফার ডাই-অক্সাইড (SO2) এবং হাইড্রোজেন পারক্সাইড (H2O2) ।

 

প্রশ্ন:-  জারণ ও বিজারণে আয়নের যোজ্যতার কী পরিবর্তন ঘটে ?

উত্তর:-  জারণ ক্রিয়ায় আয়নের যোজ্যতা বাড়ে এবং  বিজারণ ক্রিয়ায় আয়নের যোজ্যতা কমে

 

প্রশ্ন:-  একটি তরল জারক পদার্থের নাম কী ?

উত্তর:-  একটি তরল জারক পদার্থের নাম হল ব্রোমিন (Br2)  ।

 

প্রশ্ন:- একটি তরল বিজারক পদার্থের নাম কী ?

উত্তর:-  একটি তরল বিজারক পদার্থের নাম হল হাইড্রোব্রোমিক অ্যাসিড (HBr) ।

 

প্রশ্ন:-  A + B+  → A+ + B  —এই বিক্রিয়ায় কোনটি জারক এবং কোনটি বিজারক ?

উত্তর:- A + B+  → A+ + B  —এই বিক্রিয়ায় B জারক এবং A বিজারক পদার্থ ।

 

প্রশ্ন:-  অক্সিজেন নেই এমন একটি জারক পদার্থের নাম কী ? 

উত্তর:-  অক্সিজেন নেই এমন একটি জারক পদার্থের নাম হল ক্লোরিন (Cl2) ।

 

প্রশ্ন:-  হাইড্রোজেন নেই এমন একটি বিজারক পদার্থের নাম কী ?

উত্তর:-  হাইড্রোজেন নেই এমন একটি বিজারক পদার্থের নাম হল সোডিয়াম (Na) ।

 

প্রশ্ন:-  Fe+2 → Fe+3 একটি জারণ না বিজারণ বিক্রিয়া ?

উত্তর:-  এখানে  Fe+2 - e → Fe+3 অর্থাৎ এটি একটি জারণ প্রক্রিয়া ।

 

প্রশ্ন:-  H2S + Cl2 = 2HCl + S —বিক্রিয়াটিতে কোনটি জারিত এবং কোনটি বিজরিত হয়েছে ?

উত্তর:-  H2S + Cl2 = 2HCl + S —বিক্রিয়াটিতে H2S জারিত এবং Cl2 বিজরিত হয়েছে ।

 

প্রশ্ন:-  দুটি জারক দ্রব্যের নাম লেখো  ?

উত্তর:-  দুটি জারক দ্রব্যের নাম হল নাইট্রিক অ্যাসিড (HNO3) এবং ব্রোমিন (Br2) ।

 

প্রশ্ন:-  দুটি বিজারক দ্রব্যের নাম লেখো ?

উত্তর:-  দুটি বিজারক দ্রব্যের নাম হল কার্বন (C) এবং হাইড্রোজেন (H2) ।

 

প্রশ্ন:-  HI এবং HNO3 অ্যাসিড দুটির মধ্যে কোনটি জারক এবং কোনটি বিজারক ?

উত্তর:-  HI এবং HNO3 অ্যাসিড দুটির মধ্যে HNO3 জারক এবং HI বিজারক পদার্থ ।

 

প্রশ্ন:-  একটি কঠিন বিজারক অধাতুর নাম লেখো ।

উত্তর:-  একটি কঠিন বিজারক অধাতুর নাম হল কার্বন (C) ।

 

প্রশ্ন:- জারক দ্রব্য হিসাবে ব্যবহৃত হতে পারে এমন একটি অনুঘটকের নাম কি ?

উত্তর:- জারক দ্রব্য হিসাবে ব্যবহৃত হতে পারে এমন একটি অনুঘটকের নাম হল ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইড (MnO2) ।

 

প্রশ্ন:-  CO এবং CO2 মধ্যে কোনটি জারক এবং কোনটি বিজারক ?

উত্তর:-  CO এবং CO2 মধ্যে CO2 জারক এবং CO বিজারক  ।

 

প্রশ্ন:-  একটি পরমাণুর জারণের ফলে কি উত্পন্ন হয় ?

উত্তর:- একটি পরমাণুর জারণের (এক বা একাধিক ইলেকট্রন বর্জনের ) ফলে উত্পন্ন হয়, ক্যাটায়ন

যথা:  Na – e → Na+ (জারণ ) ।

 

প্রশ্ন:-  একটি পরমাণুর বিজারণের ফলে কি উত্পন্ন হয় ?

উত্তর:- একটি পরমাণুর বিজারণের (এক বা একাধিক ইলেকট্রন গ্রহনের ) ফলে উত্পন্ন হয়,  অ্যানায়ন

যথা:  Cl + e → Cl-  (বিজারণ) ।

*****

Related Items

রোধাঙ্ক (Resistivity)

একই প্রস্থচ্ছে এবং একই দৈর্ঘ্যবিশিষ্ট বিভিন্ন তারের রোধ তারের উপাদানের ওপর নির্ভর করে । যেমন, একই প্রস্থচ্ছেদ এবং একই দৈর্ঘ্যবিশিষ্ট তামার ও রুপোর তারের রোধ কম । কোনো পদার্থের একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদবিশিষ্ট তারের রোধকে রোধাঙ্ক বলে । আবার একক প্রস্থচ্ছেদ ...

বিভিন্ন রাশির ব্যবহারিক এবং SI একক

তড়িৎ পরিমাণের ব্যবহারিক এবং SI একক ‘কুলম্ব’ [coulomb] । যে পরিমাণ তড়িৎ সিলভার নাইট্রেট দ্রবণে পাঠালে রাসায়নিক ক্রিয়ার ফলে ক্যাথোডে 0.001118 গ্রাম সিলভার জমা হয়, সেই পরিমাণ তড়িৎকে 1 কুলম্ব [coulomb] ধরা হয় । এর প্রতীক C ।

ওহমের সূত্র (Ohm’s Law)

ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা পাই, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব-প্রভেদ এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহমাত্রার অনুপাতকে ওই পরিবাহীর রোধ বলে । যেসব পরিবাহী ওহম-সূত্র মেনে চলে তাদের ওহমীয় পরিবাহী বলে । যেমন— তামা, অ্যালুমিনিয়াম, লোহা প্রভৃতি বেশির ...

তড়িচ্চালক বল ও বিভব-প্রভেদ

যে বাহ্যিক কারণ স্থির বস্তুকে গতিশীল করতে পারে বলবিজ্ঞানে তাকে বল বলা হয় । এর সঙ্গে সঙ্গতি রেখে তড়িৎ-কোশের তড়িতাধান চালনা করার ক্ষমতাকে বলা হয় তার 'তড়িচ্চালক বল' । যার প্রভাবে বা যে কারণে তড়িৎ-বর্তনীর কোনো অংশে রাসায়নিক কিংবা অন্য কোনো রকম ...

তড়িৎ-বিভব এবং বিভব-প্রভেদ

কোনো তড়িৎগ্রস্থ বস্তুর তড়িৎ-বিভব বলতে ওই বস্তুর এমন এক তড়িৎ-অবস্থা বোঝায়, যার দ্বারা বোঝা যায় ওই বস্তু অন্য কোনো বস্তুকে তড়িৎ দেবে কিংবা অন্য কোনো বস্তু থেকে তড়িৎ নেবে । অসীম দুরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে ...