ছোট প্রশ্ন ও উত্তর : জারণ ও বিজারণ

Submitted by arpita pramanik on Mon, 11/12/2012 - 12:23

ছোট প্রশ্ন ও উত্তর : জারণ ও বিজারণ (Oxidation and Reduction)

প্রশ্ন:-  একটি জারক গ্যাসের নাম কী ?

উত্তর:-  একটি জারক গ্যাসের নাম হল অক্সিজেন (O2) ।

 

প্রশ্ন:-  একটি বিজারক গ্যাসের নাম কী ?

উত্তর:-  একটি বিজারক গ্যাসের নাম হল হাইড্রোজেন (H2) ।

 

প্রশ্ন:-  জারক এবং বিজারক দুই হিসেবে কাজ করে এমন দুটি পদার্থের নাম কী ?

উত্তর:-  জারক এবং বিজারক উভয় রূপে কাজ সালফার ডাই-অক্সাইড (SO2) এবং হাইড্রোজেন পারক্সাইড (H2O2) ।

 

প্রশ্ন:-  জারণ ও বিজারণে আয়নের যোজ্যতার কী পরিবর্তন ঘটে ?

উত্তর:-  জারণ ক্রিয়ায় আয়নের যোজ্যতা বাড়ে এবং  বিজারণ ক্রিয়ায় আয়নের যোজ্যতা কমে

 

প্রশ্ন:-  একটি তরল জারক পদার্থের নাম কী ?

উত্তর:-  একটি তরল জারক পদার্থের নাম হল ব্রোমিন (Br2)  ।

 

প্রশ্ন:- একটি তরল বিজারক পদার্থের নাম কী ?

উত্তর:-  একটি তরল বিজারক পদার্থের নাম হল হাইড্রোব্রোমিক অ্যাসিড (HBr) ।

 

প্রশ্ন:-  A + B+  → A+ + B  —এই বিক্রিয়ায় কোনটি জারক এবং কোনটি বিজারক ?

উত্তর:- A + B+  → A+ + B  —এই বিক্রিয়ায় B জারক এবং A বিজারক পদার্থ ।

 

প্রশ্ন:-  অক্সিজেন নেই এমন একটি জারক পদার্থের নাম কী ? 

উত্তর:-  অক্সিজেন নেই এমন একটি জারক পদার্থের নাম হল ক্লোরিন (Cl2) ।

 

প্রশ্ন:-  হাইড্রোজেন নেই এমন একটি বিজারক পদার্থের নাম কী ?

উত্তর:-  হাইড্রোজেন নেই এমন একটি বিজারক পদার্থের নাম হল সোডিয়াম (Na) ।

 

প্রশ্ন:-  Fe+2 → Fe+3 একটি জারণ না বিজারণ বিক্রিয়া ?

উত্তর:-  এখানে  Fe+2 - e → Fe+3 অর্থাৎ এটি একটি জারণ প্রক্রিয়া ।

 

প্রশ্ন:-  H2S + Cl2 = 2HCl + S —বিক্রিয়াটিতে কোনটি জারিত এবং কোনটি বিজরিত হয়েছে ?

উত্তর:-  H2S + Cl2 = 2HCl + S —বিক্রিয়াটিতে H2S জারিত এবং Cl2 বিজরিত হয়েছে ।

 

প্রশ্ন:-  দুটি জারক দ্রব্যের নাম লেখো  ?

উত্তর:-  দুটি জারক দ্রব্যের নাম হল নাইট্রিক অ্যাসিড (HNO3) এবং ব্রোমিন (Br2) ।

 

প্রশ্ন:-  দুটি বিজারক দ্রব্যের নাম লেখো ?

উত্তর:-  দুটি বিজারক দ্রব্যের নাম হল কার্বন (C) এবং হাইড্রোজেন (H2) ।

 

প্রশ্ন:-  HI এবং HNO3 অ্যাসিড দুটির মধ্যে কোনটি জারক এবং কোনটি বিজারক ?

উত্তর:-  HI এবং HNO3 অ্যাসিড দুটির মধ্যে HNO3 জারক এবং HI বিজারক পদার্থ ।

 

প্রশ্ন:-  একটি কঠিন বিজারক অধাতুর নাম লেখো ।

উত্তর:-  একটি কঠিন বিজারক অধাতুর নাম হল কার্বন (C) ।

 

প্রশ্ন:- জারক দ্রব্য হিসাবে ব্যবহৃত হতে পারে এমন একটি অনুঘটকের নাম কি ?

উত্তর:- জারক দ্রব্য হিসাবে ব্যবহৃত হতে পারে এমন একটি অনুঘটকের নাম হল ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইড (MnO2) ।

 

প্রশ্ন:-  CO এবং CO2 মধ্যে কোনটি জারক এবং কোনটি বিজারক ?

উত্তর:-  CO এবং CO2 মধ্যে CO2 জারক এবং CO বিজারক  ।

 

প্রশ্ন:-  একটি পরমাণুর জারণের ফলে কি উত্পন্ন হয় ?

উত্তর:- একটি পরমাণুর জারণের (এক বা একাধিক ইলেকট্রন বর্জনের ) ফলে উত্পন্ন হয়, ক্যাটায়ন

যথা:  Na – e → Na+ (জারণ ) ।

 

প্রশ্ন:-  একটি পরমাণুর বিজারণের ফলে কি উত্পন্ন হয় ?

উত্তর:- একটি পরমাণুর বিজারণের (এক বা একাধিক ইলেকট্রন গ্রহনের ) ফলে উত্পন্ন হয়,  অ্যানায়ন

যথা:  Cl + e → Cl-  (বিজারণ) ।

*****

Related Items

চুম্বকের ওপর তড়িৎপ্রবাহের ক্রিয়া

কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ পাঠালে তার চারপাশে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় । ওই তারের কাছে একটি চুম্বক শলাকা থাকলে শলাকাটি বিক্ষিপ্ত হয় । একে চুম্বকের ওপর তড়িৎপ্রবাহের ক্রিয়া বলে । 1820 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ওরস্টেড সর্বপ্রথম চুম্বকের ...

বাড়িতে বিদ্যুৎ-লাইন ব্যবস্থা

কোনো কারণে বাড়িতে বিদ্যুৎ লাইনে নিরাপদ সীমার অতিরিক্ত তড়িৎপ্রবাহ চালু হলে আগুন লেগে বিপদ ঘটতে পারে । বাড়িতে তড়িৎ বর্তনীর লাইনে নিরাপত্তার জন্য কম গলনাঙ্ক বিশিষ্ট কোনোও সংকর ধাতুর তৈরি এবং বেশি রোধের যে সরু তার শ্রেণি সমবায়ে লাইন তারের সঙ্গে সংযুক্ত করা ...

তড়িৎ-ক্ষমতা এবং শক্তি

কার্য করবার হারকে ক্ষমতা বলে । তড়িৎ-ক্ষমতা বলতে তড়িৎপ্রবাহের কার্য করবার হার-কে বোঝায় । বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতা ওয়াট [watt] নামক এককে প্রকাশ করা হয় । যে বৈদ্যুতিক যন্ত্র এক সেকেন্ডে [second] এক জুল [joule] কার্য করতে পারে, তার ক্ষমতাকে 1 ওয়াট [watt] বলা হয় । ...

তড়িৎপ্রবাহের তাপীয় ফল ও তার প্রয়োগ

1841 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জেমস প্রেসকট জুল সর্বপ্রথম পরিবাহীতে তড়িৎপ্রবাহের ফলে তাপের সৃষ্টি সম্পর্কে তিনটি সূত্র প্রকাশ করেন, এই সূত্রগুলিকে জুলের সূত্র বলা হয় । কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ পাঠালে পরিবাহী উত্তপ্ত হয়ে ওঠে— একেই তড়িৎপ্রবাহের তাপীয় ফল বলে ...

রোধের সমবায় এবং তুল্যাঙ্ক রোধ

ব্যবহারিক ক্ষেত্রে একাধিক রোধকে একত্রে যুক্ত করে মোট রোধের মান বাড়ানো বা কমানোর প্রয়োজন হয় । একে রোধের সমবায় বলা হয় । কোনো তড়িৎ-বর্তনীর দুই প্রান্তে একাধিক রোধ যুক্ত থাকলে বর্তনীতে যে প্রবাহ হয়, রোধগুলির পরিবর্তে ওই দুই প্রান্তের সঙ্গে একটি মাত্র রোধ যোগ ...