গ্যাসের আচরণ

Submitted by arpita pramanik on Sat, 05/29/2021 - 22:56

গ্যাসের আচরণ

 

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন :

1. চার্লসের সূত্রে ধ্রুবক হল --

A. গ্যাসের ভর    B. গ্যাসের চাপ          C. গ্যাসের আয়তন    D. A এবং B উভয়ই

2. বয়েলের সূত্রে ধ্রুবক হল --

A. গ্যাসের ভর       B. গ্যাসের উষ্ণতা     C. গ্যাসের চাপ        D. A এবং B উভয়ই

3. শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু ---

A. ভারী    B. হালকা   C. কখনো ভারী আবার কখনো হালকা        D.ভারীও নয় আবার হালকাও নয়

4. STP তে যে কোন গ্যাসের মোলার আয়তন ---

A. 22.4 L   B. 2.24 L     C. 22.2 L    D.  22.4 cm3

5. পরমশূন্য উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন হয় ---

A. 0           B. 273         C. 2.24 L    D. 22.4 L

6. গ্যাসের উষ্ণতা বাড়লে অনুগুলির গতিবেগ ---

A. বাড়বে       B. কমবে       C.  অপরিবর্তিত থাকবে         D. প্রথমে বাড়বে, পরে কমবে

7. নিচের কোনটি চাপের SI একক ?

A. Nm2      B. Nm-2     C. Nm       D. N

8. একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 ; নিচের কোনটি গ্যাসটির আণবিক ওজন ?

A. 8       B.   16       C. 32       D.  64

 

 

অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন (একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও)

 

1. চাপের SI একক এর নাম লেখ

2. ফারেনহাইট স্কেলে পরমশূন্য উষ্ণতার মান কত

3. 30 ডিগ্রি সেলসিয়াস এবং 300k এর মধ্যে কোন উষ্ণতায় বেশি

4. চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে কত ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায় কোন গ্যাসের আয়তন শূন্য হবে

5. চার্লসের সূত্রের ধ্রুবক কি কি

6. আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে

7. বয়েলের সূত্র অনুসারে পি বনাম ভি লেখচিত্রের প্রকৃতি কেমন হবে

8. ভি বনাম টি এবং ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কেমন হবে

9. পরম শূন্য কে পরম বলার কারণ কি

10. বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি লেখ

 

 

সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন (নিচের প্রশ্নগুলির 2-3 বাক্যে উত্তর দাও)

1. বয়েলের সূত্রটি বিবৃত করো

2. চার্লসের সূত্রটি বিবৃত করো

3. বয়েলের সূত্র অনুসারে pv বনাম  p লেখচিত্র অঙ্কন করো

4. -273°C উষ্ণতায় গ্যাসের আয়তন প্রকৃতপক্ষে শূন্য হয়ে যায় -- ব্যাখ্যা করো

5. সার্বজনীন গ্যাস ধ্রুবক R এর মাত্রা নির্ণয় করো

7. বাস্তব গ্যাস আদর্শ আচরণ থেকে কেন বিচ্যুত হয় ?

8. গ্যাসের ব্যাপন কাকে বলে ?

9. STP তে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন 52 m3  হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 cm Hg চাপে গ্যাসটির আয়তন কত হবে ?

10. 4 অ্যাটমস্ফিয়ার চাপে ও 300k উষ্ণতায় 8 g H2 গ্যাসের ( H = 1) আয়তন কত হবে ? ( R = 0.082 লিটার অ্যাটমস্ফিয়ার মোল-1 K-1 )

11. উষ্ণতার পরম স্কেল কি?

 

 

 

 

Comments

Related Items

জৈব যৌগগুলির প্রাথমিক শ্রেণিবিভাগ

কার্যকরী মূলকের ওপর ভিত্তি করে জৈব যৌগগুলিকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা যায় । যথা - হাইড্রোকার্বন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড যৌগ । নীচে জৈব যৌগের কয়েকটি শ্রেণি এবং প্রতিটি শ্রেণির প্রথম তিনটি সদস্যের নাম ও গঠন দেওয়া হল ...

জৈব যৌগের কার্যকরী মূলক বা পরিচায়ক শ্রেণি

অসংখ্য জৈব যৌগকে, ওদের রাসায়নিক ধর্মের ওপর ভিত্তি করে কতকগুলি শ্রেণিতে ভাগ করা হয়েছে । দেখা যায় যে, এই রকম প্রতিটি শ্রেণিতে যৌগগুলির মধ্যে একটি বিশেষ মূলক বর্তমান থাকে । এই মুলকের উপস্থিতির জন্য ওই শ্রেণির সমস্ত যৌগের রাসায়নিক ধর্ম প্রায় একই রকম হয় ...

জৈব যৌগের বন্ধন প্রকৃতি

কর্বনের পারমাণবিক সংখ্যা 6, কার্বনের ইলেকট্রন বিন্যাস থেকে জানা যায় কার্বনের প্রথম কক্ষে 2টি এবং বাইরের কক্ষে 4টি ইলেকট্রন আছে । কার্বন পরমাণু বাইরের কক্ষের 4টি ইলেকট্রন, অন্য পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রনের সঙ্গে চারটি ইলেকট্রন জোড় গঠন করে সমযোজ্যতা দ্বারা জৈব ...

জীবজ অণু (Biomolecules)

সজীব কোশে সংশ্লেষিত ক্ষুদ্র অণু ও বৃহদ অণুকে একত্রে জীবজ অণু বলা হয় । প্রায় সমস্ত জীবজ অণুই কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লীয়িক অ্যাসিড, লিপিড এই চারটি শ্রেণির কোনো একটির অন্তর্ভুক্ত । এগুলি কোশের জীবজ পলিমার । কার্বোহাইড্রেট সরল সুগারের ...

জীবনক্রিয়ায় জৈব যৌগের ভুমিকা

প্রাণী বা উদ্ভিদের দেহের বেশির ভাগ অংশ জৈব যৌগ দিয়ে গঠিত । তাই জীব জগতে জৈব যৌগের দান অতুলনীয় । জীবন ক্রিয়ার সঙ্গে জৈব যৌগ গভীর ভাবে জড়িত । জীবদেহের জীবনক্রিয়া অব্যাহত রাখার জন্য জৈব যৌগের ভূমিকা অপরিসীম । জীবজগতে প্রত্যেক জৈবিক ক্রিয়ার কারণ ...