কয়েকটি জারক ও বিজারক পদার্থ

Submitted by arpita pramanik on Sat, 02/16/2013 - 10:30

কয়েকটি জারক পদার্থ

 

  কঠিন   তরল   গ্যাসীয়
(i) ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড [MnO2] (i) নাইট্রিক অ্যাসিড [HNO3] (i) অক্সিজেন [O2]
(ii) পটাশিয়াম পারম্যাঙ্গানেট [KMnO4] (ii) গাঢ় সালফিউরিক অ্যাসিড [H2SO4] (ii) ওজোন [O3]
(iii) পটাশিয়াম ডাই-ক্রোমেট [K2Cr2O7] (iii) হাইড্রোজেন পারক্সাইড [H2O2] (iii) ফ্লুওরিন [F]  
(iv) রেড লেড [Pb3O4]   (iv) তরল ব্রোমিন [Br2] (iv) ক্লোরিন [Cl2]

কয়েকটি জারকের জারণ ক্ষমতার উদাহরণ

জারক পদার্থ জারণের উদাহরণ কোন পদার্থকে জারণ করে
O2 C + O2 = CO2 C -কে জারিত করে, C → CO2
HNO3 C + 4HNO3 = CO2 + 4NO2 + 2H2O C -কে জারিত করে, C → CO2
গাঢ় H2SO4 S + 2H2SO4 = 3SO2 + 2H2O S -কে জারিত করে,  S → SO2
H2O2 PbS + 4H2O2 = PbSO4 + 4H2O PbS -কে জারিত করে, PbS → PbSO4
Cl2 H2S + Cl2 = 2HCl + S ↓ H2S -কে জারিত করে, H2S → S

 

কয়েকটি বিজারক পদার্থ

  কঠিন   তরল   গ্যাসীয়
(i) কার্বন [C] (i) নাইট্রাস অ্যাসিড [HNO2] (i) হাইড্রোজেন [H2]
(ii) সোডিয়াম [Na] (ii) হাইড্রোব্রোমিন অ্যাসিড [HBr] (ii) হাইড্রোজেন সালফাইড [H2S]
(iii) অ্যালুমিনিয়াম [Al] (iii) হাইড্রোআয়োডিক অ্যাসিড [HI] (iii) অ্যামোনিয়া [NH3]
(iv) স্ট্যানাস ক্লোরাইড [SnCl2] (iv) হাইড্রোজেন পারক্সাইড [H2O2] (iv) সালফার ডাইঅক্সাইড [SO2]

কয়েকটি বিজারকের বিজারণ ক্ষমতার উদাহরণ :

বিজারক পদার্থ বিজারণের উদাহরণ কোন পদার্থকে বিজারিত করে
H2 CuO + H2 = Cu + H2O CuO -কে বিজারিত করে,  CuO → Cu
NH3 3CuO + 2NH3 = 3Cu + N2 + 3H2O CuO -কে বিজারিত করে,  CuO → Cu
C FeO + C = Fe + CO FeO -কে বিজারিত করে,  FeO → Fe
H2S H2S + Cl2 = 2HCl + S Cl2 -কে বিজারিত করে,   Cl2  → HCl
CO CuO + CO = Cu + CO2 CuO -কে বিজারিত করে,  CuO → Cu

একই পদার্থ কখনো জারক আবার কখনো বিজারক হতে পারে না :  কোনো একটি বিক্রিয়ায় একটি জারক দ্রব্য অপর একটি বিক্রিয়ায় বিজারক রূপে ব্যবহার করতে পারে ।

যেমন, SO2 -এর সঙ্গে Br2-এর বিক্রিয়ার সময় SO2,  Br2 -কে বিজারিত করে HBr -এ পরিণত করে । এই বিক্রিয়ায় SO2 বিজারক দ্রব্য ।

আবার H2S -এর সঙ্গে SO2 -এর বিক্রিয়ায় SO2,   H2S -কে জারিত করে সালফারে পরিণত করে । এখানে SO2 জারক রূপে কাজ করে ।

হাইড্রোজেন পারঅক্সাইডের জারণ ক্রিয়া :-  H2O2, সালফিউরাস অ্যাসিডকে জারিত করে সালফিউরিক অ্যাসিডে পরিণত করে । 

হাইড্রোজেন পারঅক্সাইডের বিজারণ ক্রিয়া :-  ক্লোরিনকে H2O2 বিজারিত করে HCl -এ পরিণত করে ।

অনুরূপে নাইট্রাস অ্যাসিড [HNO2], আয়োডিন [I2] প্রভৃতির জারণ এবং বিজারণ ক্ষমতা আছে ।

*****

Related Items

জারণ ও বিজারণ একসঙ্গে ঘটে

রাসায়নিক বিক্রিয়ায় জারণ ও বিজারণ প্রক্রিয়া একই সঙ্গে ঘটে । অর্থাৎ, জারণ ও বিজারণ ক্রিয়া পরস্পরের পরিপূরক । কোনো বিক্রিয়ায় জারণ-ক্রিয়া ঘটলেই বিজারণ ক্রিয়াও ঘটবে । এই রকম রাসায়নিক বিক্রিয়াকে রেডক্স বিক্রিয়া বলা হয় । ...

জারণ বিজারণের ইলেক্ট্রনীয় মতবাদ

জারণ ও বিজারণ রসায়নে একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া । সাধারণত কোনো মৌলে বা যৌগে অক্সিজেনের সংযুক্তি বা কোনো যৌগ থেকে হাইড্রোজেনের বিযুক্তিকে জারণ এবং কোনো মৌলে বা যৌগে হাইড্রোজেনের সংযুক্তি বা কোনো যৌগ থেকে অক্সিজেনের বিযুক্তিকে বিজারণ বলা হয় । ...

সমযোজী যৌগগুলির বৈশিষ্ট্য

সাধারণ তাপমাত্রায় বেশির ভাগ সমযোজী যৌগ সাধারণত তরল কিংবা গ্যাসীয় অবস্থায় থাকে কিন্তু বেশি আণবিক গুরুত্ববিশিষ্ট সমযোজী মৌল বা যৌগগুলি কঠিন বা তরল হয় । সমযোজী যৌগে সমযোজী বন্ধন দৃঢ় প্রকৃতির, তার ফলে অণুগুলি স্থায়ী হয় । ...

ইলেক্ট্রনীয় যোজ্যতা বা তড়িৎ-যোজ্যতা

সাধারণ অবস্থায় পরমাণুর মধ্যে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান হওয়ার জন্য পরমাণু নিস্তড়িৎ হয় । সাধারণ নিয়মে পরমাণুর সংযোগ হওয়ার সময় ধাতুর পরমাণু ইলেকট্রন বর্জন এবং অধাতুর পরমাণু ইলেকট্রন গ্রহণ করে । ফলে কোনো পরমাণু ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়নে পরিণত হয় ...

সমযোজ্যতা (Covalent)

সমযোজ্যতা: অনেকক্ষেত্রে দুটি পরমাণু সংযোগের সময় প্রত্যেক পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষ থেকে একটি করে ইলেকট্রন এসে ইলেকট্রন জোড় সৃষ্টি করে । এই রকম এক বা একাধিক ইলেকট্রন জোড় উভয় পরমাণুর মধ্যে সাধারণভাবে থেকে যৌগ গঠন করে । এই ধরনের যৌগ তৈরি হওয়ার ...