কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রক্সাইড

Submitted by arpita pramanik on Sun, 05/22/2011 - 12:32

কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রক্সাইড (NaOH) :

প্রকৃতি :-

(i) কস্টিক সোডা তীব্র ক্ষারধর্মী, অজৈব যৌগ, কেলাসাকার, জলাকর্ষী পদার্থ ।

(ii) কস্টিক সোডা CO2 শোষণ করে কার্বনেটে পরিণত হয় ।

(iii) কস্টিক সোডার জলীয় দ্রবণ পিচ্ছিল হয় ।

(iv) কস্টিক সোডার গলনাঙ্ক 318°C ।

(v) কস্টিক সোডা চামড়ায় ক্ষতের সৃষ্টি করে ।

ব্যবহার :-

(i) সোডিয়াম ধাতু উৎপাদনে কস্টিক সোডা ব্যবহৃত হয় ।

(ii) সাবান, কাগজ, রং, কৃত্রিম রেশম তৈরিতে কস্টিক সোডা ব্যবহৃত হয় ।

(iii) পেট্রোলিয়াম শোধনে কস্টিক সোডা ব্যবহৃত হয় ।

*****

Related Items

Class X Physical Science Study Reference (Old Syllabus)

ভৌত বিজ্ঞান, দশম শ্রেণির জন্য, পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর প্রকল্প, রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ, তাপ, আলো : লেন্স ও বিচ্ছুরণ, প্রবাহী তড়িৎবিজ্ঞান, আধুনিক পদার্থ বিজ্ঞান, তড়িৎ চুম্বকত্ব, পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, আয়নীয় যোজ্যতা, সমযোজ্যতা ...