পদার্থের অবস্থার পরিবর্তন

Submitted by arpita pramanik on Thu, 09/03/2020 - 17:52

পদার্থের অবস্থার পরিবর্তন (Change of State of Matter)

পদার্থ কঠিন, তরল ও গ্যাসীয় এই তিন অবস্থায় থাকতে পারে । তাপ প্রয়োগ করলে পদার্থের অবস্থার পরিবর্তন হয় । তাপ প্রয়োগে কঠিন পদার্থ প্রথমে তরল এবং পরে গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হয় আবার তাপ নিষ্কাশনে গ্যাসীয় পদার্থ প্রথমে তরল এবং পরে কঠিন অবস্থায় রূপান্তরিত হয় । যেমন বরফে তাপ দিলে বরফ গলে জলে পরিণত হয় আবার জলে তাপ প্রয়োগ করলে জল বাষ্পে পরিণত হয় । পদার্থের যেকোনো অবস্থার পরিবর্তনের সময় তাপ প্রয়োগ  বা তাপ নিষ্কাশন করতে হয় ।

কোন পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হওয়ার ঘটনাকে অবস্থার পরিবর্তন বা অবস্থান্তর  (Change of State) বলে ।

পদার্থের অবস্থান্তর দুই প্রকারের হয় ---

  1. উচ্চ অবস্থান্তর (Higher Change of State)
  2. নিম্ন অবস্থান্তর (Lower Change of State)

উচ্চ অবস্থান্তর (Higher Change of State):  যে অবস্থান্তরের সময় পদার্থের উপর তাপ প্রয়োগ করতে হয় সেই অবস্থান্তর কে উচ্চ অবস্থান্তর বলে । উচ্চ অবস্থান্তরের সময় কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরের ঘটনাকে গলন বলে ।  তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরের ঘটনাকে বাষ্পীভবন বলে ।

নিম্ন অবস্থান্তর (Lower Change of State): যে অবস্থান্তরের সময় পদার্থ থেকে তাপ নিষ্কাশন করতে হয় সেই অবস্থান্তর কে নিম্ন অবস্থান্তর বলে ।  নিম্ন অবস্থান্তরের সময় গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরের ঘটনাকে ঘনীভবন বলে ।  তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় রূপান্তরের ঘটনাকে কঠিনীভবন বলে ।

ব্যাতিক্রম (Exceptions):

কয়েকটি কঠিন পদার্থের ক্ষেত্রে অবস্থান্তর এর সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখা যায় যেমন ন্যাপথালিন, ,আয়োডিন, কর্পূর, নিশাদল প্রভৃতি কঠিন পদার্থের উপর তাপ প্রয়োগ করলে ওই গুলি তরলে পরিণত না হয়ে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিণত হয় আবার ঠান্ডা করলে ওই গুলি গ্যাসীয় অবস্থা থেকে সরাসরি কঠিন অবস্থায় আসে । পদার্থের এই ধরনের পরিবর্তনকে উর্ধ্বপাতন (Sublimation) বলে ।

আবার কয়লা, কাঠ, কাগজ প্রভৃতি কঠিন পদার্থের উপর তাপ প্রয়োগ করলে ওদের অবস্থার পরিবর্তন ঘটে না । ওইসব পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটে ফলে নতুন পদার্থ উৎপন্ন হয় ।

বর্তমানে বিজ্ঞানীরা পদার্থের আরেকটি চতুর্থ অবস্থা প্লাজমা (Plasma) অবস্থা কথা বলেন । সূর্য, নক্ষত্র তে উষ্ণতা অত্যন্ত বেশি হওয়ার জন্য পদার্থ আর গ্যাসীয় অবস্থায় থাকতে পারে না প্লাজমা (Plasma) অবস্থায় থাকে ।

গলন এবং কঠিনীভবন

পদার্থের গলনাঙ্ক এবং হিমাঙ্ক

গলন এবং কঠিনীভবন আয়তনের পরিবর্তন

গলনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে

দ্রবণের হিমাঙ্ক

পদার্থের গলনাঙ্ক এবং হিমাঙ্ক নির্ণয়

বাষ্প এবং গ্যাস

বাষ্পীভবন

স্ফুটনাঙ্ক নির্ণয়

বাষ্পায়ন এবং স্ফুটনের মধ্যে পার্থক্য

স্ফুটনাঙ্কের উপর বিভিন্ন বিষয়ের প্রভাব

স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাব

প্রেসার কুকার

ঘনীভবন

বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের ঘনীভবন

লীন তাপ

বাষ্পায়নে বস্তুর উষ্ণতা কমে যায় কেন

*****

Comments

Related Items

প্রেসার কুকার (Pressure Cooker)

প্রেসার কুকার যন্ত্রে জলীয় বাষ্পের চাপ বাড়িয়ে 100°C এর বেশি উষ্ণতায় জলকে ফোটানো হয় । ফলে বেশি উষ্ণতায় খাদ্যদ্রব্য অল্পসময়ের মধ্যে সুসিদ্ধ হয় । অ্যালুমিনিয়াম বা স্টিলের সংকর ধাতু দিয়ে তৈরি শক্ত একটি পাত্র প্রেসার কুকার তৈরীর জন্য ব্যবহার করা হয় যাতে 2 বায়ুমন্ডল চাপের

অ্যাসিড, ক্ষারক ও লবণ

সালফিউরিক অ্যাসিড (H2SO4), নাইট্রিক অ্যাসিড (HNO3), হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCL), সোডিয়াম হাইড্রক্সাইড (NaOH), পটাশিয়াম হাইড্রক্সাইড (KOH), ম্যাগনেসিয়াম সালফেট (MgSO4), সোডিয়াম ক্লোরাইড (NaCl)

দ্রবণ (Solution)

যে পদার্থ দ্রবীভূত হয় তাকে দ্রাব বলে এবং যার মধ্যে দ্রাব দ্রবীভূত হয় তাকে বলা হয় দ্রাবক । দ্রাব এবং দ্রাবক এর সমসত্ব মিশ্রণ হল দ্রবণ । দ্রবণের দুটি অংশে থাকে --- দ্রাব (Solute) এবং দ্রাবক (Solvent) । অর্থাৎ দ্রবণ = দ্রাব + দ্রাবক

শব্দ বিস্তারের জন্য মাধ্যমের প্রয়োজন হয়

শব্দের উৎস থেকে উৎপন্ন শব্দ বায়ু মাধ্যমের মধ্য দিয়ে আমাদের কানে এসে পৌঁছলে মস্তিষ্কে এক রকম অনুভূতি সৃষ্টি করে । তখন আমরা শব্দ শুনতে পাই । বায়ু মাধ্যম না থাকলে শব্দ আমাদের কানে পৌঁছতে পারত না । ফলে আমরা শব্দ শুনতে পেতাম না । কঠিন মাধ্যমের মধ্য দিয়ে শব্দের বিস্তার ...

পদার্থ ও শক্তি (Matter and Energy)

প্রকৃতিতে দুটি ভিন্ন বিষয় অস্তিত্ব আমরা বুঝতে পারি একটি জড় বা পদার্থ (matter) এবং অন্যটি হলো শক্তি (energy)। পদার্থের নির্দিষ্ট পরিমাণকে বস্তু বলে । যেমন প্লাস্টিক দিয়ে জলের বালতি, মগ তৈরি করা হয় সুতরাং জলের বালতি, মগ হলো বস্তু কিন্তু এগুলির উপাদান প্লাস্টিক হলো