ছোটো প্রশ্ন ও উত্তর : পদার্থ ও শক্তি (Matter and Energy)
1. পদার্থ এবং বস্তু কাকে বলে ?
2. পদার্থ এবং বস্তুর মধ্যে পার্থক্য কি ?
3. অভিকর্ষ কাকে বলে ?
4. অভিকর্ষজ ত্বরণ বলতে কী বোঝো ? CGS এককে অভিকর্ষজ ত্বরণের মান কত ?
5. অভিকর্ষ বল এবং অভিকর্ষজ ত্বরণের মধ্যে সম্পর্ক কি ?
6. বস্তুর ভর এবং বস্তুর ওজন কাকে বলে ?
7. বস্তুর ভর এবং বস্তুর ওজনের মধ্যে পার্থক্য কি ?
8. ভর ও ওজনের মধ্যে কোনটি বস্তুর অধিকতর মৌলিক ধর্ম ?
9. একটি বস্তুর ভর 40 গ্রাম এবং ওজন 40 গ্রাম - এরূপ বলা কি যুক্তিসংগত ?
11. বস্তুর ভর এবং ওজন কাকে বলে ? ভর এবং ওজনের মধ্যে পার্থক্য লেখ ?
12. কোন বস্তুর ভর ও ভারের সংজ্ঞা লেখো।
13. সাধারণত কোন কোন যন্ত্র দ্বারা বস্তুর ভর ও ভার মাপা হয় ?
14. একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে পর্বত শৃঙ্গে নিয়ে যাওয়া হল । ওই বস্তুটির ভর ও ওজনের কি পার্থক্য লক্ষ্য করা যাবে ?
15. সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে কোন বস্তুর ওজন মাপা হয় না ভর মাপা হয় ?
16. পৃথিবীতে কোন বস্তুর যা ওজন ওই বস্তুকে চাঁদে নিয়ে গেলে সেই ওজন কি রূপ পরিবর্তিত হবে ? ওর ভরেরই বা কি পরিবর্তন হবে ?
17. স্প্রিং তুলার সাহায্যে কোন বস্তুর ওজন নির্ণয় করা হয় কেন ?
18. 'একই বস্তুর ওজন পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন হয়' স্প্রিং তুলার সাহায্যে কিভাবে ইহা প্রমাণ করা যায় ?
19. ভর ও ওজন কোনটি কোন ধরনের তুলাদণ্ডে নির্ণয় করবে ?
20. দার্জিলিং -এ এক পেটি চা স্প্রিং তুলায় ওজন করে কলকাতায় পাঠানো হলো । কলকাতাতেও স্প্রিং তুলার ওজন করা হলো । ওজন কি একই থাকবে ? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও ।
21. নির্দিষ্ট জায়গায় কোন বস্তুর ভর এবং ওজনের মধ্যে সম্পর্ক কি ? পৃথিবীর বিভিন্ন স্থানে বস্তুর ওজন বিভিন্ন হয় কেন ?
22. কোন বস্তুর ওজন শূন্য হতে পারে কি ?
*****