আলো : লেন্স ও বিচ্ছুরণ (Light : Lens and Dispersion) :
লেন্স (Lens) দুটি নির্দিষ্ট জ্যামিতিক তল দ্বারা বেষ্টিত সমসত্ব এবং স্বচ্ছ প্রাতিসারক মাধ্যমের অংশ বিশেষকে লেন্স বলে । তল দুটির উভয়েই গোলীয় (spherical) বা একটি গোলীয় এবং অপরটি সমতল হতে পারে । লেন্স দুই প্রকারের আছে ; যথা: (১) উত্তল লেন্স বা অভিসারী লেন্স (Convex lens or Converging lens) এবং (২) অবতল লেন্স বা অপসারি লেন্স (Concave lens or diverging lens) ।
(১) উত্তল লেন্স বা অভিসারী লেন্স (Convex lens or Converging lens) যে লেন্সের মধ্যস্থল মোটা এবং প্রান্তের দিকটা অপেক্ষাকৃত সরু তাকে উত্তল বা অভিসারী লেন্স বলে ।
(২) অবতল লেন্স বা অপসারি লেন্স (Concave lens or diverging lens) যে লেন্সের মধ্যস্থল সরু এবং প্রান্তের দিকটা মোটা তাকে অবতল বা অপসারি লেন্স বলে ।
বিভিন্ন প্রকারের লেন্স (Different Types of Lenses)
[1] উভোত্তল [Double Convex]
[2] সমতলোত্তল [Plano Convex]
[3] অবতলোত্তল [Concavo Convex]
[4] উভাবতল [Double Concave]
[5] সমতলাবতল [Plano Concave]
[6] উত্তলাবতল [Convexo Concave]
লেন্স কর্তৃক আলোর প্রতিসরণ এবং ফোকাসিং ক্রিয়া [Refraction of light by lens and focusing action]
কয়েকটি সংজ্ঞা [Some Definitions]
[i] বক্রতা কেন্দ্র [Centre of curvature]
[ii] বক্রতা ব্যাসার্ধ [Radius of of curvature]
[iii] প্রধান অক্ষ [Principal axis]
[iv] পাতলা লেন্স [Thin lens]
[v] উন্মেষ [Aperture]
[vi] আলোককেন্দ্র [Optical Centre]
[vii] মুখ্য ফোকাস ও ফোকাস দুরত্ব [Principal focus and focal length]
[viii] ফোকাস তল [Focal plane]
[ix] গৌণ ফোকাস [Secondary focus]
উত্তল লেন্স দ্বারা সৃষ্ট সদ্ ও অসদ প্রতিবিম্ব গঠন [Formation of real and virtual images by a convex lens]
রৈখিক বিবর্ধন [Linear magnification]
বিবর্ধক কাচরূপে উত্তল লেন্স [Convex lens as a magnifying glass]
লেন্স চিনবার সহজ উপায়
আলোর বিচ্ছুরণ [Dispersion of light]
[i] প্রিজম
[ii] প্রতিসারক তল
[iii] প্রান্তরেখা
[iv] প্রধান ছেদ
[v] প্রতিসারক কোণ
[vi] ভূমি
সাদা আলোর বিচ্ছুরণ [Dispersion of white light]
শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন ?
রামধনু [Rainbow]
বর্ণালি [Spectrum]
শুদ্ধ বর্ণালি [Pure Spectrum]
অশুদ্ধ বর্ণালি [Impure Spectrum]
*****