রচনাধর্মী প্রশ্নোত্তর - হারিয়ে যাওয়া কালি কলম

Submitted by avimanyu pramanik on Fri, 07/17/2020 - 11:28

মাধ্যমিকের নমুনা প্রশ্ন :-

১. 'ফাউন্টেন পেন' বাংলায় কী নামে পরিচিত ? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো      [মাধ্যমিক-২০১৭]

২  "আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে ।" — কোন জিনিস আজ অবলুপ্তির পথে ? এই অবলুপ্তির কারণ কী ? এ বিষয়ে লেখকের মতামত কী ?      [মাধ্যমিক-২০১৮]

৩. "আমরা কালিও তৈরি করতাম নিজেরাই ।" — কারা কালি তৈরি করতেন ? তাঁরা কীভাবে কালি তৈরি করতেন ?      [মাধ্যমিক-২০১৯]

*******

মাধ্যমিকের সম্ভাব্য প্রশ্ন :-

১. "আমরা কালিও তৈরি করতাম নিজেরাই।"— প্রবন্ধ অনুসরণে কালি তৈরি পর্বের বর্ণনাটি নিজের ভাষায় লেখ ।

২. "সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান"— প্রবন্ধ অনুসরণে মন্তব্যটির বিশ্লেষণ কর ।

******

Comments

Related Items

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - প্রলয়োল্লাস

১. 'প্রলয়োল্লাস' কবিতাটির কবির নাম কী ? (ক) সৈয়দ আলাওল (খ) জয়্ গোস্বামী (গ) কাজী নজরুল ইসলাম (ঘ) শঙ্খ ঘোষ ।

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - অস্ত্রের বিরুদ্ধে গান

১. জয় গোস্বামীর লেখা একটি কবিতা হল — (ক) 'অসুখী একজন' (খ) 'আফ্রিকা' (গ) 'অভিষেক' (ঘ) 'অস্ত্রের বিরুদ্ধে গান' ।

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - অদল বদল

১. হোলির দিন ছেলেরা অমৃত আর ইসাবকে একরকম পোশাকে দেখে কী করতে বলেছিল ? — [মাধ্যমিক-২০১৭] (ক) ছবি আঁকতে (খ) হোলি খেলতে (গ) কুস্তি লড়তে (ঘ) ফুটবল খেলতে ।

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - পথের দাবী

১. 'দয়ার সাগর ! পরকে সেজে দি, নিজে খাইনে ।'— বক্তা হলেন - [মাধ্যমিক - ২০১৮] (ক) জগদীশবাবু (খ) নিমাইবাবু (গ) অপূর্ব (ঘ) গিরীশ মহাপাত্র

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বহুরূপী

১. বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয় — [মাধ্যমিক - ২০১৭] (ক) আট টাকা দশ আনা (খ) আট টাকা আট আনা (গ) দশ টাকা চার আনা (ঘ) দশ টাকা দশ আনা ।