বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - উত্তর ঔপনিবেশিক ভারত (১৯৪৭-১৯৬৪)

Submitted by avimanyu pramanik on Mon, 03/29/2021 - 09:21

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - উত্তর ঔপনিবেশিক ভারত:-

মাধ্যমিকের নমুনা প্রশ্ন:-

১. ভারতের রাজনীতিতে 'লৌহ মানব' বলে পরিচিত ছিলেন—        [মাধ্যমিক-২০১৭]

    (ক) মহাত্মা গান্ধি      (খ) সর্দার বল্লভভাই প্যাটেল      (গ) মহম্মদ আলি জিন্নাহ     (ঘ) রাজেন্দ্রপ্রসাদ

২. 'Train to Pakistan' গ্রন্থটি লিখেছিলেন—       [মাধ্যমিক-২০১৭]

    (ক) জওহরলাল নেহরু     (খ) ভি পি মেনন      (গ) খুশবন্ত সিং      (ঘ) সলমন রুশদি

৩. স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় —      [মাধ্যমিক-২০১৮]

     (ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে      (খ) ১৯৫০ খ্রিস্টাব্দে      (গ) ১৯৫৩ খ্রিস্টাব্দে      (ঘ) ১৯৫৫ খ্রিস্টাব্দে

৪. গোয়া ভারতভুক্ত হয় —        [মাধ্যমিক-২০১৮]

    (ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে      (খ) ১৯৫৬ খ্রিস্টাব্দে       (গ) ১৯৬১ খ্রিস্টাব্দে      (ঘ) ১৯৭১ খ্রিস্টাব্দে

৫. যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় —     [মাধ্যমিক-২০১৯]

    (ক) কাশ্মীর       (খ) হায়দ্রাবাদ        (গ) জুনাগড়        (ঘ) জয়পুর

৬. ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় —      [মাধ্যমিক-২০১৯]

     (ক) ১৯৫৩ খ্রিঃ       (খ) ১৯৫৬ খ্রিঃ        (গ) ১৯৬০ খ্রিঃ      (ঘ) ১৯৬৫ খ্রিঃ

*************************************************************************

মাধ্যমিকের সম্ভাব্য প্রশ্ন:-

১. 'মন্ত্রী মিশন' বা 'ক্যাবিনেট মিশন' কত খ্রিস্টাব্দে ভারতে আসে ?

    (ক) ১৯৩৫ খ্রিস্টাব্দে     (খ) ১৯৪২ খ্রিস্টাব্দে     (গ) ১৯৪৬ খ্রিস্টাব্দে      (ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দে 

২. ব্রিটিশ পার্লামেন্টে 'ভারতীয় স্বাধীনতা আইন' কত খ্রিস্টাব্দে পাস হয় ?

    (ক) ৪র্থ জুলাই, ১৯৪৭ খ্রি.    (খ) ১৮ই জুলাই, ১৯৪৭ খ্রি.    (গ) ১৪ই আগস্ট, ১৯৪৭ খ্রি.     (ঘ) ১৫ই আগস্ট, ১৯৪৭ খ্রি. 

৩. ভারতের স্বাধীনতা ঘোষণার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন কে ?

     (ক) ম্যাকডোনাল্ড      (খ) ক্লিমেন্ট এটলি       (গ) নেভিল চেম্বারলেন      (ঘ) লর্ড মাউন্টব্যাটেন

৪. ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৮ই জুলাই ভারতীয় স্বাধীনতা আইনে কে স্বাক্ষর করেন ?

    (ক) চতুর্থ জর্জ      (খ) পঞ্চম জর্জ      (গ) ষষ্ঠ জর্জ      (ঘ) সপ্তম জর্জ

৫. পাতিয়ালা ও পূর্ব পাঞ্জাব নিয়ে গড়ে ওঠে —

    (ক) পেপসু     (খ) পিপসু     (গ) বিপাশা     (ঘ) পারল

৬. হায়দ্রাবাদের শাসক কে ছিলেন ?

       (ক) লায়েক আলি      (খ) নিজাম      (গ) হরি সিং       (ঘ) শেখ আবদুল্লা

৭. ভারতের স্বাধীনতা লাভের সময় হায়দ্রাবাদের নিজাম কে ছিলেন ?

    (ক) ওসমান আলি খান      (খ) হায়দর আলি      (গ) টিপু      (ঘ) দ্বিতীয় বাজীরাও    

৮. রাজাকাররা কোন অঞ্চলে অত্যাচার চালাত ?

     (ক) দিল্লি অঞ্চলে      (খ) বোম্বাই অঞ্চলে      (গ) কলকাতা অঞ্চলে      (ঘ) হায়দরাবাদ অঞ্চলে

৯. জে এন চৌধুরীর নেতৃত্বে 'অপারেশন বিজয়' কোথায় শুরু হয়েছিল ?

    (ক) গোয়ায়      (খ) কাশ্মীরে       (গ) হায়দরাবাদে      (ঘ) জুনাগড়ে

১০. জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে 'অপারেশন পোলো' কোথায় শুরু হয়েছিল ?

      (ক) গোয়ায়      (খ) কাশ্মীরে      (গ) জুনাগড়ে      (ঘ) হায়দরাবাদে

১১. হায়দ্রাবাদের নিজাম 'ভারতভুক্তির দলিল' -এ কবে স্বাক্ষর করেন ?

      (ক) ১৫ই আগস্ট, ১৯৪৭ খ্রি.     (খ) ১৮ই সেপ্টেম্বর, ১৯৪৮ খ্রি.    (গ) ১৮ই সেপ্টেম্বর, ১৯৪৮ খ্রি.    (ঘ) ১৮ই সেপ্টেম্বর, ১৯৫০ খ্রি.

১২. আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদের ভারতভুক্তির কথা ঘোষণা করা হয় কত খ্রিস্টাব্দে ?

      (ক) ১৩ই সেপ্টেম্বর, ১৯৪৮ খ্রি.     (খ) ১৫ই সেপ্টেম্বর, ১৯৪৭ খ্রি.    (গ) ১৮ই ডিসেম্বর, ১৯৫২ খ্রি.    (ঘ) ২৬শে জানুয়ারি, ১৯৫০ খ্রি. 

১৩. ভারতের বৃহত্তম দেশীয় রাজ্য ছিল কোনটি ?

      (ক) গোয়া       (খ) হায়দরাবাদ       (গ) মহীশূর      (ঘ) কাশ্মীর

১৪. মহারাজা হরি সিং কোথাকার শাসক ছিলেন ?

      (ক) হায়দ্রাবাদ       (খ) ত্রিপুরা        (গ) জুনাগড়      (খ) কাশ্মীর

১৫. কাশ্মীর ভারতভুক্ত হয় কত খ্রিস্টাব্দে ?

      (ক) ২২শে অক্টোবর, ১৯৪৭ খ্রি.   (খ) ২৪শে অক্টোবর, ১৯৪৭ খ্রি.   (গ) ২৫শে অক্টোবর, ১৯৪৭ খ্রি.   (ঘ) ২৬শে অক্টোবর, ১৯৪৭ খ্রি.

১৬. ১৯৪৭ খ্রিস্টাব্দে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির সময় কাশ্মীরের রাজা ছিলেন কে ?

       (ক) শেখ আবদুল্লা      (খ) হরি সিং       (গ) গুলাব সিং       (ঘ) ফারুক আবদুল্লা

১৭. কাশ্মীরের রাজা হরি সিং ভারতভুক্তির দলিলে কত খ্রিস্টাব্দে স্বাক্ষর করেন ?

      (ক) ২৬শে অক্টোবর, ১৯৪৭ খ্রি.   (খ) ২৬শে জানুয়ারি, ১৯৪৮ খ্রি.   (গ) ১লা জানুয়ারি, ১৯৪৯ খ্রি.   (ঘ) ২৯শে জানুয়ারি, ১৯৫০ খ্রি.

১৮. উদ্বাস্তু সমস্যার সমাধানের জন্য কোন চুক্তি হয় ?

       (ক) গান্ধি-আরউইন চুক্তি     (খ) পুনা চুক্তি      (গ) নেহরু-লিয়াকৎ চুক্তি       (ঘ) পঞ্চশীল চুক্তি

১৯. নেহরু-লিয়াকৎ চুক্তি স্বাক্ষরিত হলে মন্ত্রীসভা থেকে কে পদত্যাগ করেন ?

      (ক) জওহরলাল নেহরু      (খ) শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়      (গ) পট্টি শ্রীরামালু    (ঘ) ফজল আলি

২০. 'দিল্লি চুক্তি' বা 'নেহরু-লিয়াকৎ চুক্তি' কবে স্বাক্ষরিত হয় ?

      (ক) ১৮ই এপ্রিল, ১৯৪৭ খ্রি.    (খ) ১৮ই এপ্রিল, ১৯৪৮ খ্রি.     (গ) ১৮ই এপ্রিল, ১৯৫০ খ্রি.    (ঘ) ১৮ই এপ্রিল, ১৯৫০ খ্রি.

২১. 'ছেড়ে আসা গ্রাম' উপন্যাসের রচয়িতা কে ?

      (ক) অন্নদাশঙ্কর রায়      (খ) দক্ষিণারঞ্জন বসু       (গ) সুনীল গঙ্গোপাধ্যায়       (ঘ) কালীপ্রসাদ মুখোপাধ্যায়

২২. 'উদ্বাস্তু' বইটির লেখক কে ?

     (ক) নীরধ সি চৌধুরী      (খ) বুদ্ধদেব বসু       (গ) হিরণ্ময় বন্দোপাধ্যায়      (ঘ) খুশবন্ত সিং

২৩. 'অটোবায়োগ্রাফি অব অ্যান আননোন ইন্ডিয়ান' গ্রন্থটি কে লিখেছেন ?

      (ক) নীরধ সি চৌধুরী      (খ) বুদ্ধদেব বসু       (গ) হিরণ্ময় বন্দোপাধ্যায়      (ঘ) খুশবন্ত সিং

২৪. 'মাই ডেজ উইথ গান্ধি' গ্রন্থটির রচয়িতা কে ?

      (ক) বুদ্ধদেব বসু       (খ) হিরণ্ময় বন্দোপাধ্যায়      (গ) খুশবন্ত সিং     (ঘ) এন কে বোস

২৫. 'গান্ধি'স এমিসারী' বইটির লেখক কে ?

      (ক) নীরধ সি চৌধুরী      (খ) বুদ্ধদেব বসু       (গ) সুধীর ঘোষ      (ঘ) খুশবন্ত সিং

২৬. 'মেমোরিস গে চ্যারিয়ট' গ্রন্থটির রচয়িতা কে ?

       (ক) নীরধ সি চৌধুরী      (খ) জি ডি খোসলা     (গ) সুধীর ঘোষ      (ঘ) খুশবন্ত সিং

২৭. 'পাথওয়ে টু পাকিস্তান' গ্রন্থটির লেখক কে ?

      (ক) খুশবন্ত সিং       (খ) চৌধুরী খালিকুজ্জমান       (গ) প্রফুল্ল চক্রবর্তী      (ঘ) চৌধুরী মহম্মদ আলি

২৮. 'ফ্রম মেমোরি' গ্রন্থটির রচয়িতা কে ?

       (ক) খুশবন্ত সিং       (খ) চৌধুরী খালিকুজ্জমান       (গ) ফিরোজ খান নুন      (ঘ) চৌধুরী মহম্মদ আলি

২৯. 'দ্য ইমারজেন্সি অব পাকিস্তান' গ্রন্থটির লেখক কে ?

      (ক) চৌধুরী মহম্মদ আলি     (খ) চৌধুরী খালিকুজ্জমান       (গ) ফিরোজ খান নুন      (ঘ) ওয়ালি খান

৩০. 'ফ্যাক্টস আর ফ্যাক্টস : দ্য আনটোল্ড স্টোরি অব ইন্ডিয়ান'স পার্টিশান' গ্রন্থটির রচয়িতা কে ?

       (ক) খুশবন্ত সিং       (খ) চৌধুরী খালিকুজ্জমান       (গ) ওয়ালি খান      (ঘ) চৌধুরী মহম্মদ আলি

৩১. 'হোয়াইল মেমোরি সামস' গ্রন্থটির লেখক কে ?

       (ক) ফ্রান্সিস টাকার      (খ) চৌধুরী খালিকুজ্জমান       (গ) ফিরোজ খান নুন      (ঘ) চৌধুরী মহম্মদ আলি   

৩২. 'দ্য প্রিন্সলি ইণ্ডিয়া আই নিউ' গ্রন্থটি কে রচনা করেছেন ?

      (ক) ফ্রান্সিস টাকার      (খ) চৌধুরী খালিকুজ্জমান       (গ) ফিরোজ খান নুন      (ঘ) কনরাড কনফিল্ড  

৩৩. 'ওয়াভেল : দ্য ভাইসরয়'স জার্নাল' গ্রন্থটির রচয়িতা কে ?

       (ক) ফ্রান্সিস টাকার      (খ) পেণ্ডেরেল মুন       (গ) ফিরোজ খান নুন      (ঘ) কনরাড কনফিল্ড

৩৪. 'এ ট্রেন টু পাকিস্তান' গ্রন্থটির লেখক কে ?

       (ক) নীরধ সি চৌধুরী      (খ) জি ডি খোসলা     (গ) পেণ্ডেরেল মুন     (ঘ) খুশবন্ত সিং 

৩৫. 'দ্যা মার্জিনাল ম্যান' বা 'প্রান্তিক মানব' গ্রন্থটি কে লিখেছিলেন ?

       (ক) প্রফুল্ল রায়      (খ) প্রফুল্ল চক্রবর্তী     (গ) হিরণ্ময় বন্দোপাধ্যায়      (ঘ) অতীন বন্দ্যোপাধ্যায়

৩৬. 'প্রান্তিক মানব' গ্রন্থে ফুটে উঠেছে —— কথা ।

       (ক) উদবাস্তু জীবনের       (খ) সশস্ত্র বিপ্লবের       (গ) জাতীয় কংগ্রেসের       (ঘ) দেশীয় রাজাদের

৩৭. 'একটি জীবন' গ্রন্থটির রচয়িতা কে ?

      (ক) প্রফুল্ল চক্রবর্তী      (খ) মৃণাল সেন      (গ) সুনীল গঙ্গোপাধ্যায়       (ঘ) বুদ্ধদেব বসু

৩৮. 'এপার গঙ্গা ওপার গঙ্গা' গ্রন্থটি কে লিখেছেন ?

       (ক) প্রফুল্ল চক্রবর্তী      (খ) জ্যোতির্ময়ী দেবী       (গ) সুনীল গঙ্গোপাধ্যায়       (ঘ) বুদ্ধদেব বসু

৩৯. 'কোলকাতা-নোয়াখালি-বিহার' গ্রন্থটির রচয়িতা কে ?

       (ক) বিভূতিভূষণ মুখোপাধ্যায়      (খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়     (গ) মানিক বন্দ্যোপাধ্যায়ের     (ঘ) অতীন বন্দ্যোপাধ্যায়

৪০. 'গড় শ্রীখণ্ড' গ্রন্থটি কে রচনা করেছেন ?

      (ক) প্রফুল্ল চক্রবর্তী      (খ) অমিয়ভূষণ মজুমদার      (গ) সুনীল গঙ্গোপাধ্যায়       (ঘ) অতীন বন্দ্যোপাধ্যায়

৪১. 'গণনায়ক' গ্রন্থটির রচয়িতা কে ?

      (ক) তারাশঙ্কর বন্দোপাধ্যায়      (খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়     (গ) সতীনাথ ভাদুড়ী     (ঘ) অতীন বন্দ্যোপাধ্যায়

৪২. 'নীলকন্ঠ পাখির খোঁজে' গ্রন্থটির লেখক কে ?

      (ক) প্রফুল্ল চক্রবর্তী      (খ) মৃণাল সেন      (গ) সুনীল গঙ্গোপাধ্যায়       (ঘ) অতীন বন্দ্যোপাধ্যায়

৪৩. 'বিপাশা' গ্রন্থটির লেখক কে ?

       (ক) তারাশঙ্কর বন্দোপাধ্যায়      (খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়     (গ) মানিক বন্দ্যোপাধ্যায়ের     (ঘ) অতীন বন্দ্যোপাধ্যায়

৪৪. 'খোয়াবনামা' গ্রন্থটির রচয়িতা কে ?

      (ক) ওয়ালি খান       (খ) চৌধুরী খালিকুজ্জমান       (গ) আখতারুজ্জমান ইলিয়াস      (ঘ) চৌধুরী মহম্মদ আলি

৪৫. 'কেয়াপাতার নৌকো' গ্রন্থটির রচয়িতা কে ?

      (ক) শঙ্খ ঘোষ      (খ) সতীনাথ ভাদুড়ী      (গ) বুদ্ধদেব বসু      (ঘ) প্রফুল্ল রায়

৪৬. 'সুপুরিবনের সারি' গ্রন্থটির রচয়িতা কে ?

      (ক) সুনীল গঙ্গোপাধ্যায়       (খ) শঙ্খ ঘোষ     (গ) মানিক বন্দ্যোপাধ্যায়ের     (ঘ) অতীন বন্দ্যোপাধ্যায়

৪৭. দেশভাগের স্মৃতি নিয়ে ভীষ্ম সাহানির বিখ্যাত উপন্যাসটির নাম কি ?

      (ক) আসবিন্দায়ার      (খ) গোদান      (গ) ট্রেন টু পাকিস্তান     (ঘ) তমস

৪৮. 'আগুন পাখি'  উপন্যাসটি কে রচনা করেছেন ?

      (ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়     (খ) দক্ষিণারঞ্জন বসু     (গ) হাসান আজিজুল হক     (ঘ) মহাশ্বেতা দেবী

৪৯. 'জাগরী' উপন্যাসের লেখক কে ?

       (ক) কাজী নজরুল ইসলাম     (খ) রেণুকা রায়      (গ) সতীনাথ ভাদুড়ী      (ঘ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

৫০. 'পাকিস্তান অর পার্টিশন অফ ইন্ডিয়া' গ্রন্থটি কে লিখেছেন ?

      (ক) সাদাত হাসান মান্টো      (খ) ডঃ বি আর আম্বেদকর      (গ) সলমন রুশদি      (ঘ) খুশবন্ত সিং

৫১. 'টোবা টেক সিং' গ্রন্থটি রচনা করেন কে ?

       (ক) কুলবন্ত সিং      (খ) খুশবন্ত সিং      (গ) মুন্সি প্রেমচাঁদ      (ঘ) সাদাত হাসান মান্টো

৫২. 'বিষাদবৃক্ষ' গ্রন্থটির রচয়িতা কে ?

       (ক) সুনন্দা শিকদার      (খ) হাসান আজিজুল হক       (গ) মিহির সেনগুপ্ত       (ঘ) খুশবন্ত সিং

৫৩. 'দা ডিসকভারি অফ ইন্ডিয়া' গ্রন্থটি কে রচনা করেন ?

       (ক) সুভাষচন্দ্র বসু       (খ) জওহরলাল নেহরু      (গ) বালগঙ্গাধর তিলক      (ঘ) বল্লভভাই প্যাটেল

৫৪. 'Midnight's Children' গ্রন্থের লেখক কে ?

      (ক) মুন্সি প্রেমচাঁদ      (খ) খুশবন্ত সিং     (গ) সলমন রুশদি     (ঘ) আর কে নারায়ণ

৫৫. 'অশনি সংকেত' চলচ্চিত্রটির পরিচালক ছিলেন কে ?

      (ক) সত্যজিৎ রায়      (খ) ঋত্বিক ঘটক      (গ) গৌতম ঘোষ      (ঘ) মৃণাল সেন

৫৬. ভারত সরকার 'ভাষাভিত্তিক প্রদেশ কমিশন' কত খ্রিস্টাব্দে গঠন করে ?

      (ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে      (খ) ১৯৪৮ খ্রিস্টাব্দে       (গ) ১৯৪৯ খ্রিস্টাব্দে      (ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দে

৫৭. 'ভাষাভিত্তিক প্রদেশ কমিশন' কার নেতৃত্বে গঠিত হয় ?

      (ক) সর্দার বল্লভভাই প্যাটেল     (খ) জওহরলাল নেহরু      (গ) এস কে দার     (ঘ) পট্টভি সিতারামাইয়া

৫৮. 'জে ভি পি' কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয় ?

      (ক) ১৯৪৯ খ্রিস্টাব্দে      (খ) ১৯৫০ খ্রিস্টাব্দে       (গ) ১৯৫১ খ্রিস্টাব্দে      (ঘ) ১৯৫৩ খ্রিস্টাব্দে

৫৯. স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য গঠিত হয় কোনটি ?

       (ক) পশ্চিমবঙ্গ      (খ) গুজরাট      (গ) অন্ধ্রপ্রদেশ      (ঘ) হায়দরাবাদ

৬০. 'রাজ্য পুনর্গঠন কমিশন' কত খ্রিস্টাব্দে গঠিত হয় ?

       (ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে     (খ) ১৯৪৮ খ্রিস্টাব্দে     (গ) ১৯৪৯ খ্রিস্টাব্দে     (ঘ) ১৯৫৩ খ্রিস্টাব্দে

৬১. রাজ্য পুনর্গঠন আইন কত খ্রিস্টাব্দে পাস হয় ?

       (ক) ১৯৫৩ খ্রিস্টাব্দে     (খ) ১৯৫৬ খ্রিস্টাব্দে      (গ) ১৯৬৩ খ্রিস্টাব্দে      (ঘ) ১৯৬৫ খ্রিস্টাব্দে

৬২. 'মহারাষ্ট্র' রাজ্য কত খ্রিস্টাব্দে গঠিত হয় ?

       (ক) ১লা মে, ১৯৫৩ খ্রি.    (খ) ১লা মে, ১৯৫৬ খ্রি.     (গ) ১লা মে, ১৯৬০ খ্রি.     (ঘ) ১লা মে, ১৯৬৩ খ্রি. 

৬৩. 'গুজরাট' রাজ্য কত খ্রিস্টাব্দে গঠিত হয় ?

      (ক) ১লা মে, ১৯৪৮ খ্রি.      (খ) ১লা মে, ১৯৫৩ খ্রি.    (গ) ১লা মে, ১৯৫৬ খ্রি.     (ঘ) ১লা মে, ১৯৬০ খ্রি.

৬৪. রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন কে ?

       (ক) জওহরলাল নেহরু      (খ) কে এম পানিক্কর       (গ) এস কে দার       (ঘ) ফজল আলি

৬৫. জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয় কত খ্রিস্টাব্দে ?

       (ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে      (খ) ১৯৪৮ খ্রিস্টাব্দে      (গ) ১৯৪৯ খ্রিস্টাব্দে      (ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দে

৬৬. জুনাগড় রাজ্যটি কোথায় অবস্থিত ছিল ?

      (ক) ওড়িশায়       (খ) রাজস্থানে       (গ) কাথিয়াবাড় উপদ্বীপে      (ঘ) মালাবার উপকূলে

৬৭. ব্রিটিশ শাসনাধীন ভারতে দেশীয় রাজ্যের সংখ্যা কত ছিল ?

      (ক) ৫৬২      (খ) ৫৯১       (গ) ৬০১      (ঘ) ৬১১

৬৮. ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন কে ?

      (ক) ডঃ রাজেন্দ্রপ্রসাদ       (খ) সর্বপল্লী রাধাকৃষ্ণাণ       (গ) জওহরলাল নেহরু      (ঘ) চক্রবর্তী রাজাগোপালাচারী

৬৯. স্বাধীনতা লাভের সময় ভারতে ফরাসি উপনিবেশ ছিল কোনটি ?

      (ক) গোয়া      (খ) পণ্ডিচেরি      (গ) দমন       (ঘ) দিউ

৭০. উদ্বাস্তুদের সরকারি সাহায্য দানের বিষয়টি কি নামে পরিচিত ?

      (ক) ডোল      (খ) টোল      (গ) ঢোল       (ঘ) খোল

৭১. ভারতের স্বাধীনতা লাভের পর উদ্বাস্তু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল—

      (ক) বিহারকে      (খ) অসমকে     (গ) অন্ধপ্রদেশকে      (ঘ) বাংলাকে

৭২. ভারতের শেষ গভর্নর জেনারেল কে ?

      (ক) উইলিয়াম বেন্টিঙ্ক    (খ) লর্ড মাউন্টব্যাটেন    (গ) সর্দার বল্লভভাই প্যাটেল    (ঘ) চক্রবর্তী রাজাগোপালাচারী

৭৩. ১৯৫০ খ্রিস্টাব্দে ভারতের সংবিধানে স্বীকৃত ভাষা ছিল কয়টি ?

       (ক) ৩টি       (খ) ৯টি       (গ) ১৪টি       (ঘ) ১৫টি

৭৪. নাগাল্যান্ড রাজ্যটি কত খ্রিস্টাব্দে গঠিত হয় ?

       (ক) ১৯৬০ খ্রিস্টাব্দে      (খ) ১৯৬১ খ্রিস্টাব্দে       (গ) ১৯৬৩ খ্রিস্টাব্দে      (ঘ) ১৯৬৪ খ্রিস্টাব্দে

৭৫. ভারতের রাষ্ট্রভাষা কোনটি ?

      (ক) বাংলা      (খ) হিন্দি       (গ) ইংরেজি       (ঘ) হিন্দি ইংরেজি

৭৬. দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কে ?

       (ক) জওহরলাল নেহরু      (খ) মেহেরচাঁদ মহাজন      (গ) শ্রীরামালু       (ঘ) সর্দার বল্লভভাই প্যাটেল

৭৭. কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে ভারতে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন করা হয় ?

       (ক) রাজ্য পুনর্গঠন কমিশন      (খ) ভাষাভিত্তিক প্রদেশ কমিশন      (গ) জে ভি পি কমিটি      (ঘ) দেশীয় রাজ্য কমিটি

৭৮. বর্তমান সংবিধানে স্বীকৃত আঞ্চলিক ভাষাগুলির সংখ্যা কত ?

       (ক) ২০টি      (খ) ২২টি       (গ) ২৪টি        (ঘ) ২৫টি

৭৯. ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারতে স্বরাষ্ট্র দপ্তরের সচিব ছিলেন কে ?

       (ক) ভি পি মেনন      (খ) সর্দার বল্লভভাই প্যাটেল     (গ) জে এন চৌধুরী     (ঘ) এস কে দার

৮০. সরকারি ভাষা বিল (Official Language Bill) উত্থাপন করা হয়েছিল কত খ্রিস্টাব্দে ?

       (ক) ১৯৬০ খ্রিস্টাব্দে     (খ) ১৯৬২ খ্রিস্টাব্দে     (গ) ১৯৬৩ খ্রিস্টাব্দে      (ঘ) ১৯৬৪ খ্রিস্টাব্দে

৮১. রাজাকার নামে সশস্ত্র বাহিনী গঠিত হয় কোথায় ?

       (ক) বাংলায়     (খ) হায়দরাবাদে      (গ) পাঞ্জাবে      (ঘ) কাশ্মীরে

৮২. অবিভক্ত বোম্বাই -এর মুখ্যমন্ত্রী কে ছিলেন ?

       (ক) মোরারজী দেশাই      (খ) ফারুক আবদুল্লা      (গ) সর্দার বল্লভভাই প্যাটেল      (ঘ) সি ভি দেশমুখ 

৮৩. স্বাধীন ভারতের প্রথম ভারতীয় সেনাপতি ছিলেন কে ?

       (ক) ভি পি মেনন      (খ) ক্যাপ্টেন রশিদ আলি      (গ) জেনারেল জয়ন্তনাথ চৌধুরী      (ঘ) জি এস ধীলন

৮৪. স্থিতাবস্থার চুক্তি কার সঙ্গে সম্পাদিত হয় ?

      (ক) ভূপাল      (খ) জুনাগড়       (গ) হায়দরাবাদ       (ঘ) কাশ্মীর

৮৫. ভারতের সংবিধানের রূপকার ছিলেন কে ?

      (ক) গান্ধিজি      (খ) বি আর আম্বেদকর     (গ) জওহরলাল নেহরু      (ঘ) বল্লভভাই প্যাটেল

৮৬. মেহেরচাঁদ মহাজন কে ছিলেন ?

      (ক) কাশ্মীরের মুখ্যমন্ত্রী      (খ) জুনাগড়ের মুখ্যমন্ত্রী     (গ) কাশ্মীরের প্রধানমন্ত্রী     (ঘ) নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী

৮৭. সবচেয়ে কনিষ্ঠ রাজ্য কোনটি ?

       (ক) ছত্রিশগড়       (খ) তেলেঙ্গানা       (গ) গোয়া      (ঘ) ঝাড়খণ্ড

৮৮. ১৯৫৬ খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠনের ফলে মোট কয়টি দেশীয় রাজ্য অঙ্গরাজ্যের মর্যাদা পায় ?

      (ক) ১০টি        (খ) ১২টি       (গ) ১৪টি       (ঘ) ১৬টি

৮৯. দেশীয় রাজ্য দপ্তর গঠিত হয় কত খ্রিস্টাব্দে ?

       (ক) ১৯৪২ খ্রিস্টাব্দে      (খ) ১৯৪৭ খ্রিস্টাব্দে      (গ) ১৯৪৯ খ্রিস্টাব্দে       (ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দে

৯০. সুনীতিকুমার চট্টোপাধ্যায় কোন কমিশনের সদস্য ছিলেন ?

       (ক) জে ভি পি কমিটি     (খ) রাজ্য পুনর্গঠন কমিশন      (গ) ভাষা সমিতি প্রদেশ কমিশন      (ঘ) সরকারি ভাষা কমিশন

৯১. ১৯৬৪ খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের সরকারি ভাষা ছিল কোনটি ?

       (ক) বাংলা       (খ) হিন্দি      (গ) মারাঠি       (ঘ) গুজরাটি

৯২. উদবাস্তু বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন কে ?

       (ক) দেবব্রত দত্ত       (খ) ক্ষিতীশচন্দ্র নিয়োগী      (গ) নিকুঞ্জবিহারী মাইতি       (ঘ) রবীন্দ্রকুমার মিত্র

৯৩. দেশীয় রাজ্য দপ্তরের দায়িত্ব দেওয়া হয় কাকে ?

       (ক) জওহরলাল নেহরু      (খ) সর্দার বল্লভভাই প্যাটেল      (গ) গান্ধিজি      (ঘ) সুভাষচন্দ্র বসু

৯৪. স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন ?

        (ক) সর্দার বল্লভভাই প্যাটেল      (খ) ভি পি মেনন       (গ) সরোজিনী নাইডু      (ঘ) আবুল কালাম আজাদ

৯৫. সংবিধানের কোন অংশে ভাষা সম্পর্কিত আলোচনা রয়েছে ?

        (ক) পঞ্চদশ অংশে     (খ) ষোড়শ অংশে      (গ) সপ্তদশ অংশে    (ঘ) অষ্টাদশ অংশে

৯৬. পাঞ্জাবে শিখ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল কোন দল ?

        (ক) কংগ্রেস দল       (গ) মুসলিম লিগ      (গ) কমিউনিষ্ট পার্টি       (ঘ) আকালি দল

৯৭. ভারতের গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন কে ?

        (ক) গান্ধিজি      (খ) জওহরলাল নেহরু       (গ) ডঃ রাজেন্দ্রপ্রসাদ       (ঘ) চক্রবর্তী রাজাগোপালাচারী

৯৮. সিকিম কত খ্রিস্টাব্দে ভারতের সঙ্গে যুক্ত হয় ?

       (ক) ১৯৪৬ খ্রিস্টাব্দে      (খ) ১৯৫৩ খ্রিস্টাব্দে      (গ) ১৯৫৬ খ্রিস্টাব্দে      (ঘ) ১৯৭৫ খ্রিস্টাব্দে

*****

Comments

Related Items

অলিন্দ যুদ্ধ -র সংক্ষিপ্ত বিবরণ দাও ।

প্রশ্ন:-  অলিন্দ যুদ্ধ -র সংক্ষিপ্ত বিবরণ দাও ।

স্যার স্ট্যাফোর্ড ক্রীপ্‌স কী উদ্দেশ্যে ভারতে আসেন ? তাঁর প্রস্তাবগুলি কী ছিল ? তাঁর ব্যর্থতার কারণ কী ?

প্রশ্ন:-  স্যার স্ট্যাফোর্ড ক্রীপ্‌স কী উদ্দেশ্যে ভারতে আসেন ? তাঁর প্রস্তাবগুলি কী ছিল ? তাঁর ব্যর্থতার কারণ কী ?

স্যার স্ট্যাফোর্ড ক্রীপস -এর ভারতে আসার উদ্দেশ্য—

কীভাবে ভারতে কমিউনিস্ট পার্টি গঠিত হয় ? আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণি কী ভূমিকা গ্রহণ করে ?

প্রশ্ন:- কীভাবে ভারতে কমিউনিস্ট পার্টি গঠিত হয় ? আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণি কী ভূমিকা গ্রহণ করে ?

সুভাষচন্দ্রের বামপন্থী মানসিকতা সম্পর্কে আলোচনা কর । কোন পরিস্থিতিতে সুভাষচন্দ্র বাংলা কংগ্রেসের সভাপতি পদ থেকে বহিষ্কৃত হন ?

প্রশ্ন:- সুভাষচন্দ্রের বামপন্থী মানসিকতা সম্পর্কে আলোচনা কর । কোন পরিস্থিতিতে সুভাষচন্দ্র বাংলা কংগ্রেসের সভাপতি পদ থেকে বহিষ্কৃত হন ?

কংগ্রেসে সমাজতন্ত্রী দলের উদ্ভব কীভাবে হয় ? সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দেন কেন ?

প্রশ্ন:- কংগ্রেস সমাজতন্ত্রী দলের উদ্ভব কীভাবে হয় ? সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দেন কেন ?

কংগ্রেস সমাজতন্ত্রী দলের উদ্ভবের কারণগুলির মধ্যে নিম্নলিখিত কারণগুলি উল্লেখ করা যেতে পারে—