Submitted by avimanyu pramanik on Mon, 04/23/2012 - 21:56

ইটালির আবিসিনিয়া দখল :

সাম্রাজ্যবাদী লক্ষ্য পূরণে মুসোলিনীর প্রথম প্রয়াস হল আবিসিনিয়া দখল করা । ইটালিতে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমানোর জন্য প্রয়োজনীয় স্থান অনুসন্ধান, খাদ্য সংস্থান, শিল্পের জন্য কাঁচামাল সংগ্রহ ও উৎপাদিত দ্রব্য সামগ্রী বিপণনের উপযুক্ত বাজার ইত্যাদির জন্য ইথিউপিয়ার রাজধানী আদ্দিস আবাবা বা আবিসিনিয়া দখল করার জন্য ইটালি সচেষ্ট ছিল । এর আগে ইটালি লিবিয়া, সোমালিল্যান্ড ও ইরিত্রিয়া জয় করে মুসোলিনী তাঁর আধিপত্য বিস্তার করেছিল । সোমালিল্যান্ড ও ইরিত্রিয়ার মধ্যবর্তী আবিসিনিয়া দখল করতে পারলে মুসোলিনীর পূর্ব আফ্রিকায় আধিপত্য বিস্তারের বাসনা চরিতার্থ হবে । এই অভিপ্রায়ে ১৯৩৫ খ্রিস্টাব্দের ৩রা অক্টোবর ইটালীয় বাহিনী ইথিউপিয়ার রাজধানী আদ্দিস আবাবা বা আবিসিনিয়া আক্রমণ করে । ইটালীয় আক্রমণ প্রতিরোধে ব্যর্থ আবিসিনীয় সম্রাট হেইলে সেলাসি দেশ ত্যাগ করেন । জাতিসংঘ এক্ষেত্রে নিরব দর্শকের ভূমিকা পালন করে । ১৯৩৬ খ্রিস্টাব্দে ইটালি আবিসিনিয়া দখল করে পূর্ব আফ্রিকায় আধিপত্য বিস্তারের বাসনা চরিতার্থ করে ।

*****

Related Items

ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া

সুমাত্রা, জাভা, বোর্ণিও, সিলিবিস, মলাক্কা, বলিদ্বীপ প্রভৃতি প্রায় একশোটি দ্বীপ নিয়ে ইন্দোনেশিয়া গঠিত । ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা । ব্রিটিশ ও পোর্তুগিজদের বিতাড়িত করে ডাচরা এখানে উপনিবেশ গড়ে তুলেছিল । ওলন্দাজদের ঔপনিবেশিক অত্যাচার, শাসন ও শোষণের বিরুদ্ধে ...

ইন্দোচিন ও ব্রহ্মদেশ

ভিয়েতনাম, কাম্বোডিয়া, লাওস, আন্নাম ও টংকিনকে নিয়ে গঠিত ইন্দোচিনে ফরাসিদের উপনিবেশ গড়ে উঠেছিল । ১৯৩০ খ্রিস্টাব্দে হো-চি-মিন -এর নেতৃত্বে এখানে সাম্যবাদী আন্দোলন শুরু হয় । এই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় ইন্দোচিন কমিউনিস্ট পার্টি । দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ইন্দোচিন ...

এশিয়া ও আফ্রিকায় জাতীয় মুক্তি আন্দোলন

ভারতের পূর্বদিকে, চিনের দক্ষিণে এবং অস্ট্রেলিয়া মহাদেশের উত্তরে যে ভুখন্ড তাই সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়া নামে পরিচিত । ইউরোপীয় দেশগুলি প্রাকৃতিক সম্পদের লোভে এবং বাণিজ্যের উদ্দেশ্যে এই দ্বীপগুলিতে এসে উপনীত হয় এবং নিজ নিজ উপনিবেশ গড়ে তোলে । ...

ঠান্ডা লড়াই এর সূচনা

অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক প্রভাব বিস্তারের প্রশ্নে উদ্ভুত প্রতিযোগিতা থেকে সশস্ত্র সংঘর্ষের পরিবর্তে দুটি বিবদমান রাষ্ট্র বা রাষ্ট্রগোষ্ঠীর মধ্যে যে কূটনৈতিক তত্পরতা, মানসিক টানাপোড়েন ও স্নায়ুর লড়াই চলে তাকেই ঠান্ডা যুদ্ধ বলে । ১৯৪৭ খ্রিস্টাব্দে প্রখ্যাত ..

সানফ্রান্সিসকো সম্মেলন ও সম্মিলিত জাতিপুঞ্জের উৎপত্তি

১৯৪৫ খ্রিস্টাব্দের ২৫ এবং ২৬শে জুন সম্মিলিত জাতিপুঞ্জের রূপরেখাকে চূড়ান্ত রূপ দিতে আমেরিকার সানফ্রান্সিসকো শহরে এক আন্তর্জাতিক সম্মেলন বসে । এই সম্মেলনে বিশ্বের ৫১টি দেশের প্রতিনিধিবৃন্দ সম্মিলিতভাবে সম্মিলিত জাতিপুঞ্জের গঠন ও কার্যাবলী সংক্রান্ত একটি দলিলে ...