Submitted by avimanyu pramanik on Mon, 04/23/2012 - 21:56

ইটালির আবিসিনিয়া দখল :

সাম্রাজ্যবাদী লক্ষ্য পূরণে মুসোলিনীর প্রথম প্রয়াস হল আবিসিনিয়া দখল করা । ইটালিতে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমানোর জন্য প্রয়োজনীয় স্থান অনুসন্ধান, খাদ্য সংস্থান, শিল্পের জন্য কাঁচামাল সংগ্রহ ও উৎপাদিত দ্রব্য সামগ্রী বিপণনের উপযুক্ত বাজার ইত্যাদির জন্য ইথিউপিয়ার রাজধানী আদ্দিস আবাবা বা আবিসিনিয়া দখল করার জন্য ইটালি সচেষ্ট ছিল । এর আগে ইটালি লিবিয়া, সোমালিল্যান্ড ও ইরিত্রিয়া জয় করে মুসোলিনী তাঁর আধিপত্য বিস্তার করেছিল । সোমালিল্যান্ড ও ইরিত্রিয়ার মধ্যবর্তী আবিসিনিয়া দখল করতে পারলে মুসোলিনীর পূর্ব আফ্রিকায় আধিপত্য বিস্তারের বাসনা চরিতার্থ হবে । এই অভিপ্রায়ে ১৯৩৫ খ্রিস্টাব্দের ৩রা অক্টোবর ইটালীয় বাহিনী ইথিউপিয়ার রাজধানী আদ্দিস আবাবা বা আবিসিনিয়া আক্রমণ করে । ইটালীয় আক্রমণ প্রতিরোধে ব্যর্থ আবিসিনীয় সম্রাট হেইলে সেলাসি দেশ ত্যাগ করেন । জাতিসংঘ এক্ষেত্রে নিরব দর্শকের ভূমিকা পালন করে । ১৯৩৬ খ্রিস্টাব্দে ইটালি আবিসিনিয়া দখল করে পূর্ব আফ্রিকায় আধিপত্য বিস্তারের বাসনা চরিতার্থ করে ।

*****

Related Items

ডাম্বারটন ওক কনফারেন্স

১৯৪২ খ্রিস্টাব্দের ১লা জানুয়ারি অনুষ্ঠিত ওয়াশিংটন সম্মেলনের পর বিশ্বশান্তি প্রতিষ্ঠার প্রয়াসকে আরও ত্বরান্বিত করতে ১৯৪৩ খ্রিস্টাব্দের ৩০ অক্টোবর মস্কো সম্মেলনে আবার আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া এবং চিন আরও একটি ঘোষণাপত্র জারি করে । এতে বলা হয় যে তারা যথা শীঘ্র সম্ভব ...

ওয়াশিংটন সম্মেলন

১৯৪২ খ্রিস্টাব্দের ১লা জানুয়ারি আমেরিকা যুক্তরাষ্ট্র, সোভিয়েত রাশিয়া, গ্রেট ব্রিটেন এবং চিন সহ বিশ্বের ২৬টি শান্তিকামী দেশের প্রতিনিধিরা আটলান্টিক সনদের মূল নীতিগুলি গ্রহণ করে বিশ্বশান্তি ও সহযোগিতার উদ্দেশ্যে 'সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্রে' স্বাক্ষর করেন ...

আটলান্টিক সনদ (Atlantic charter)

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়েই বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার চিন্তাভাবনা শুরু হয়েছিল । ১৯৪১ খ্রিস্টাব্দ থেকে ১৯৪৫ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়সীমাকে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার প্রস্তুতিপর্ব হিসেবে গণ্য করা যায় । এই সময়কার আন্তর্জাতিক ঘটনাপুঞ্জের নানা ...

দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে শান্তির প্রয়াস

১৯১৮ খ্রিস্টাব্দের ১১ নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ২০ বছর পর পৃথিবী আবার একটি ভয়ংকর বিশ্বযুদ্ধের মখোমুখি হয় । দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ অপেক্ষা আরও ভয়াবহ ও ব্যাপক আকারে সংঘটিত হয়েছিল । প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির ওপর মিত্রপক্ষের অসম্মানজনক ...

ভারতের সংসদীয় গণতন্ত্রের মূল্যায়ন

ভারতীয় সংসদীয় গণতন্ত্র নানা সময় নানা পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন হয়েছে । একাধিক দল ভেঙ্গে উপদল, আঞ্চলিক দল তৈরি হয়েছে । কেন্দ্রে ও রাজ্যগুলিতে প্রতিষ্ঠিত হয়েছে কোয়ালিশন সরকার । মাঝে মাঝে কেন্দ্রীয় ও রাজ্য রাজনীতির মার প্যাঁচে গণতন্ত্র কলুষিত হয়েছে । ...