Submitted by avimanyu pramanik on Sun, 01/02/2022 - 19:06

প্রশ্ন : বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ বলতে কী বোঝায় ?

বায়ুচাপকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়— (১) উচ্চচাপ ও (২) নিম্নচাপ । উচ্চচাপ বা নিম্নচাপ বলতে বায়ুর কোনো নির্দিষ্ট চাপ বোঝায় না, কারণ উচ্চচাপ বা নিম্নচাপের ধারণাটি তুলনামূলক ।
যখন ব্যারোমিটার যন্ত্রে বায়ুচাপ প্রায় ১,০১৩ মিলিবার বা তার বেশি তখন বায়ুমণ্ডলের সেই অবস্থাকে উচ্চচাপ বোঝায় । অন্যদিকে যখন ব্যারোমিটার যন্ত্রে বায়ুচাপ থাকে ৯৮৬ মিলিবার বা তার কম তখন বায়ুমণ্ডলের সেই অবস্থাকে নিম্নচাপ বোঝায় ।  উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু সর্বদা নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় ।

*****

Comments

Related Items

প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের স্রোতের সাদৃশ্য বর্ণনা কর ।

প্রশ্ন : প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের স্রোতের সাদৃশ্য বর্ণনা কর ।

দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বিভিন্ন স্রোতের বর্ণনা দাও ।

প্রশ্ন : দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বিভিন্ন স্রোতের বর্ণনা দাও

উত্তর প্রশান্ত মহাসাগরের প্রধান স্রোতসমূহের পরিচয় দাও ।

প্রশ্ন : উত্তর প্রশান্ত মহাসাগরের প্রধান স্রোতসমূহের পরিচয় দাও

নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত বেশি হওয়ার কারণ কী ?

প্রশ্ন : নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত বেশি হওয়ার কারণ কী ?

(১) নিরক্ষরেখার উভয় পাশে ৫ - ১০ উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে সূর্য প্রায় সারা বছর ধরে লম্বভাবে প্রখর কিরণ দেয় ।

আয়নবায়ু ও পশ্চিমাবায়ুর মধ্যে পার্থক্য উল্লেখ কর

প্রশ্ন : আয়নবায়ু ও পশ্চিমাবায়ুর মধ্যে পার্থক্য উল্লেখ কর :

 

আয়নবায়ু