Submitted by avimanyu pramanik on Thu, 07/29/2021 - 09:02

বালিয়াড়ি (Sand Dunes) : বায়ুপ্রবাহের সঞ্চয়কার্যের ফলে নানা রকম ভূমিরূপের সৃষ্টি হয়, বালিয়াড়ি হল তার মধ্যে অন্যতম একটি ভূমিরূপ । মরু অঞ্চলে বালির পাহাড়গুলিকে বালিয়াড়ি বলে । বায়ুপ্রবাহের ক্ষয়কার্যের ফলে শিলাধূলি ও বালির সৃষ্টি হয়, সেগুলি আবার কোথাও কোথাও জমা হয়ে নতুন ভূমিরূপ গঠন করে । বায়ুপ্রবাহের সঞ্চয়কার্যের ফলে কোনো বিস্তীর্ণ স্থান জুড়ে উঁচু ও দীর্ঘ বালির স্তূপ গঠিত হলে তাকে বালিয়াড়ি (Sand Dune) বলে । ভূবিজ্ঞানী ব্যাগনল্ড -এর মতে মরু অঞ্চলে বায়ুপ্রবাহের গতিপথে নির্দিষ্ট প্রতিবন্ধকতা বা অসমতল ভূপ্রকৃতির নির্ভরতা ছাড়াই যে চলমান বালির স্তুপ গড়ে ওঠে, তাকে বালিয়াড়ি বলে । তবে বিজ্ঞানীরা বর্তমানে স্থির বালির স্তুপকেও বালিয়াড়ি বলে থাকেন । মরুভূমি ছাড়া সমুদ্র উপকূলেও বালিয়াড়ি দেখা যায়, যেমন — দিঘা বালিয়াড়ি । তবে সমুদ্র উপকূলের বালিয়াড়ি সাধারনত আকারে ছোটো হয় । বাতাসের সঙ্গে সঙ্গে বালিয়াড়ি গতিশীল হয় । বালিয়াড়ি কখনো ভাঙ্গে আবার কখনো গড়ে, আবার আকৃতির পরিবর্তন ঘটায় । রাজস্থানের মরুভূমিতে এরূপ চলন্ত বালিয়াড়িকে ধ্রিয়ান বলা হয় ।

বিখ্যাত বিজ্ঞানী ব্যাগনল্ড বালিয়াড়িকে প্রধানত দুটি শ্রেণিতে ভাগ করেন । যথা— (i) তির্যক বালিয়াড়ি বা বার্খান (Crescent Dunes or Barchans), (ii) অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা সিফ বালিয়াড়ি (Longitudinal Dunes or Seif Dunes) 

(i) তির্যক বালিয়াড়ি বা বার্খান (Crescent Dunes or Barchans) : তুর্কি শব্দ বার্খান কথার অর্থ 'বালির পাহাড়' । মরু অঞ্চলে বায়ুপ্রবাহের গতিপথে আড়াআড়িভাবে যে আধখানা চাঁদের মতো বালিয়াড়ি গড়ে ওঠে তাকে বার্খান বা অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি বলে । বার্খান বালিয়াড়ির বায়ুমুখী সামনের দিকটি উত্তল এবং পিছনের দিকটি অবতল ঢালবিশিষ্ট হয় । বার্খানের দুটি বাহুর দু-প্রান্তে শিং -এর মতো শিরা অবস্থান করে । বার্খানগুলির উচ্চতা সাধারণত ১৫ - ২০ মি. এবং বিস্তার ৪০ - ৮০ মি. পর্যন্ত হয়ে থাকে । একাধিক বার্খান পরপর পাশাপাশি গঠিত হওয়ার ফলে যে আঁকাবাঁকা ও সারিবদ্ধ শৈলশিরার মতো বালিয়াড়িশ্রেণির সৃষ্টি হয় তাদের একত্রে অ্যাকলে বালিয়াড়ি বলা হয় । অনেকটা পিরামিডের মতো দেখতে তির্যক বালিয়াড়িগুলিকে রোর্ডস বালিয়াড়ি বলে । বিভিন্ন দিক থেকে বায়ু প্রবাহিত হলে বার্খানগুলি রোর্ডস বালিয়াড়িতে পরিণত হয় । পৃথিবীর সব উষ্ণ মরুভূমিতেই অসংখ্য বার্খান দেখা যায় ।

(ii) অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা সিফ বালিয়াড়ি (Longitudinal Dunes or Seif Dunes) : মরু অঞ্চলে বায়ুপ্রবাহের গতি পথের সঙ্গে সমান্তরালে গড়ে ওঠা বালিয়াড়িকে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বলে । অনুদৈর্ঘ্য বালিয়াড়িগুলির মধ্যে যেগুলি খুব দীর্ঘ কিন্তু সংকীর্ণ তাদেরকে সিফ বালিয়াড়ি বলে । এই বালিয়াড়ি দেখতে অনেকটা খোলা তরবারির মতো । এর সংকীর্ণ শৈলশিরার মতো শীর্ষদেশ ছুরির ফলার মতো হয়ে থাকে । বিজ্ঞানী ব্যাগনল্ড -এর মতে, বার্খানের এক বাহুর দিকে বায়ুর গতিবেগ বেশি হলে তা ক্রমশ অগ্রসর হয়ে সিফ বালিয়াড়ি গঠিত হয় । সাধারণত সিফ বালিয়াড়ির উচ্চতা ১০ - ৩৫ মি. হলেও বিস্তার তার উচ্চতার থেকে প্রায় ছ-গুণ বেশি হয় । তবে ইরান মরুভূমিতে প্রায় ২১০ মি. উঁচু সিফ বালিয়াড়ি দেখা যায় । দুটি সিফ বালিয়াড়ির মধ্যবর্তী ফাঁক বা করিডোরগুলিকে সাহারায় 'গাসি' বলে । থর, সাহারা, কালাহারি প্রভৃতি মরুভূমিতে সিফ বালিয়াড়ি দেখা যায় ।

********

Comments

Related Items

ভাগীরথী-হুগলী নদীর ওপর বর্জ্যের প্রভাব (Effects of waste disposal on Bhagirathi-Hooghly river)

ভাগীরথী-হুগলী নদীর ওপর বর্জ্যের প্রভাব (Effects of waste disposal on Bhagirathi-Hooghly river) : প্রায় 2500 কিমি দীর্ঘ গঙ্গা নদী ভারতের জীবন রেখা । গঙ্গা নদীর পার্শ্ববর্তী কলকারখানার বর্জ্য, পৌরসভার বর্জ্য, কৃষি ক্ষেত্রের কীটনাশক বাহিত জল ইত্যাদি এই নদ

বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা (Role of Students in Waste Management)

বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা (Role of students in waste management) : সুন্দর ও স্বচ্ছ মন এবং সুস্থশিক্ষা পারিপার্শ্বিক পরিবেশের ওপর নির্ভরশীল । পারিপার্শ্বিক পরিবেশ সুন্দর না থাকলে, সুন্দর স্বচ্ছ মন ও সুস্থশিক্ষা সম্ভব নয় । তাই বর্জ্য ব্যবস্

বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা (Need for Waste Management)

বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা (Need for waste management) : ভূপৃষ্ঠস্থ জলের কলুষিতকরণ, মৃত্তিকা সংক্রমণ, দূষণ, লিশেট ইত্যাদির মাধ্যমে বর্জ্য পরিবেশকে প্রভাবিত করে থাকে । বর্জ্যপদার্থ কঠিন বা তরলরূপে জলাশয়ে এসে পড়লে তা জলের রাসায়নিক গঠনের পরিবর্তন

বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি (Method of Waste Management)

বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি (Method of waste management) : বর্জ্যপদার্থ সংগ্রহ, বর্জ্যের পরিবহন, আবর্জনার বিলিব্যবস্থা, নর্দমার জল ও অন্যান্য বর্জ্যের নিকাশ প্রভৃতি হল বর্জ্য ব্যবস্থাপনার অন্যতম দিক । বর্জ্য ব্যবস্থাপনার প্রধান পদ্ধতিগুলি হল— (১) বর্জ্য

বর্জ্য ব্যবস্থাপনা (Waste Management)

বর্জ্য ব্যবস্থাপনা (Waste Management) : যে কার্যকরী পরিচালন পদ্ধতির মাধ্যমে বর্জ্য পদার্থের সংগ্রহ, অপসারণ, পরিবহণ, শোধন, ক্ষতিকর প্রভাব হ্রাস ও পুনরায় বর্জ্য পদার্থকে ব্যবহারের উপযোগী করে তোলা হয়, তাকে বর্জ্য ব্যবস্থাপনা বলা হয় । অন্যভাবে বলা যায়, বর্জ