বায়ুপ্রবাহের অপসারণ বা বহন কার্যের ফলে গঠিত ভূমিরূপ

Submitted by avimanyu pramanik on Wed, 07/28/2021 - 17:46

বায়ুপ্রবাহের অপসারণ বা বহন কার্যের ফলে গঠিত ভূমিরূপ (Landform produced by Wind Transportation):-  বায়ুপ্রবাহ (i) ভাসমান প্রক্রিয়া, (ii) লম্ফদান প্রক্রিয়া ও (iii) গড়ানে প্রক্রিয়া দ্বারা অপসারণ বা বহনকার্য করে থাকে ।

(i) ভাসমান প্রক্রিয়া :- সুক্ষ্ম বালুকণা হালকা বলে প্রবহমান বায়ুতে ভাসমান অবস্থায় একস্থান থেকে অন্যস্থানে বহুদূরে উড়ে যায় ।

(ii) লম্ফদান প্রক্রিয়া :- কিছুটা বড়ো বা মাঝারি আয়তনের পাথর ভারী বলে বার বার ভূমিতে বাধাপ্রাপ্ত হয়ে লাফিয়ে লাফিয়ে বায়ুপ্রবাহের সঙ্গে এগিয়ে চলে ।

(iii) গড়ানে প্রক্রিয়া :- বড়ো আয়তনের পাথর ভারী বলে ভূমির ওপর দিয়ে প্রবলবেগে প্রবাহিত বায়ুর সঙ্গে গড়িয়ে গড়িয়ে এগিয়ে চলে ।

প্রবল বায়ুপ্রবাহে বালুকণাসমূহ ভাসতে ভাসতে বা ভূমির ওপর ঠোক্কর খেতে খেতে অথবা গড়াতে গড়াতে অপসারিত বা বাহিত হয়ে যে ভুমিরূপের সৃষ্টি করে তা হল— অবনমিত ভূমি (Deflation Basins) ।

****

Comments

Related Items

ভারতের প্রধান ঋতু — বর্ষাকাল

বর্ষাকাল (Rainy Season) : ভারতে জুন থেকে সেপ্টেম্বর মাস হল বর্ষাকাল ।

ভারতের প্রধান ঋতু — গ্রীষ্মকাল

গ্রীষ্মকাল (Summer) :

(১) এপ্রিল থেকে জুন মাসে ভারতের সর্বত্র বেশি তাপমাত্রা অনুভুত হয়, এই সময়টি তাই গ্রীষ্মকাল নামে পরিচিত ।

ভারতের বিভিন্ন জলবায়ু অঞ্চল

ভারতের বিভিন্ন জলবায়ু অঞ্চল : বিশাল ভারতের বৈচিত্র্যপূর্ণ ভুপ্রকৃতির জন্য ভারতের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা, বৃষ্টিপাত এবং স্বাভাবিক উদ্ভিদের তারতম্যের ওপর ভিত্তি করে আবহাওয়াবিদ কোপেন -এর মত অনুসরণ করে ভারতকে আটটি জলবায়ু অঞ্চলে ভাগ কর

দক্ষিণ ভারতের প্রধান নদনদী

দক্ষিণ ভারতের নদনদীগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, যথা— (১) পশ্চিম বাহিনী নদী ও (২) পূর্ব বাহিনী নদী । 

পশ্চিম বাহিনী নদীগুলি আরব সাগরে পতিত হয়েছে ও পূর্ব বাহিনী নদীগুলি বঙ্গোপসাগরে পতিত হয়েছে ।

উত্তর ভারতের প্রধান নদনদী

উত্তর ভারতের নদ ও নদীগুলির মধ্যে উল্লেখযোগ্য হল— (১) সিন্ধু নদ, (২) গঙ্গা নদী ও (৩) ব্রহ্মপুত্র নদ ।