বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - ভারতের জলবায়ু

Submitted by avimanyu pramanik on Thu, 12/23/2021 - 19:07

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - ভারতের জলবায়ু

১. উত্তর-পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায়, তা হল—            [মাধ্যমিক-২০১৭]

    (ক) কালবৈশাখী       (খ) আঁধি       (গ) পশ্চিমি ঝঞ্ঝা       (ঘ) লু

২. শরৎকালে বঙ্গোপসাগরের উপকূলে সৃষ্ট ঝড়কে বলে—

    (ক) বরদৈছিলা        (খ) আশ্বিনের ঝড়        (গ) কালবৈশাখী       (ঘ) আম্রবৃষ্টি

৩. ভারতে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব পড়ে—

     (ক) শীত ঋতুতে        (খ) গ্রীষ্ম ঋতুতে        (গ) শরৎ ঋতুতে        (ঘ) বর্ষা ঋতুতে

৪. শীতকালে ভারতে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব দেখা যায়—

    (ক) কর্ণাটকে       (খ) অন্ধ্রপ্রদেশে       (গ) রাজস্থানে      (ঘ) জম্মু ও কাশ্মীরে

৫. কালবৈশাখীর মত গ্রীষ্মকালে দক্ষিণ ভারতে যে ঝড়-বৃষ্টি হয় তাকে বলে—

    (ক) নরওয়েস্টার        (খ) বরদৈছিলা       (গ) আম্রবৃষ্টি      (ঘ) সাইক্লোন

৬. ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হল—

     (ক) ঋতু পরিবর্তন       (খ) অত্যধিক উষ্ণতা        (গ) অত্যধিক বৃষ্টিপাত        (ঘ) অত্যধিক শীতলতা

৭. সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে যে শহরে তা হল—

    (ক) দিল্লি       (খ) মুম্বাই       (গ) নাগপুর       (ঘ) চন্ডিগড়

৮. পশ্চিমি ঝঞ্ঝা উদ্ভূত হয়—

     (ক) লোহিত সাগরে       (খ) ভূমধ্যসাগরে        (গ) পারস্য উপসাগরে       (ঘ) আরব সাগরে

৯. গ্রীষ্মকালে দুপুরের সময় উত্তর ভারতের প্রবাহিত উষ্ণ ও শুষ্ক বায়ু হল—

     (ক) আঁধি        (খ) কালবৈশাখী        (গ) লু        (ঘ) বরদৈছিলা

১০. ভারতের শুষ্কতম অঞ্চল—

      (ক) বিকানীর      (খ) যোধপুর       (গ) জয়পুর        (ঘ) জয়সলমির

১১. আশ্বিনের ঝড় দেখা যায়—

      (ক) মৌসুমি বায়ুর আগমনকালে       (খ) শীতকালে       (গ) মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনকালে      (ঘ) গ্রীষ্মকালে

১২. উত্তর পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টি হয় কোন বায়ুর প্রভাবে ?

      (ক) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু       (খ) উত্তর-পূর্ব মৌসুমি বায়ু       (গ) ভূমধ্যসাগরীয় পশ্চিমা বায়ু      (ঘ) জেট বায়ুপ্রবাহ

১৩. আম্রবৃষ্টি সংঘটিত হয়—

       (ক) শীতকালে      (খ) বর্ষাকালে       (গ) শরৎকালে        (ঘ) গ্রীষ্মকালে

১৪. মৌসুমী বায়ুর বিস্ফোরণ হয়—

      (ক) বর্ষাকালে       (খ) গ্রীষ্মের শুরুতে       (গ) শীতকালে       (ঘ) শরতের শেষে 

১৫. 'মৌসিনরাম' অঞ্চলটি কোন পাহাড়ের প্রতিবাদ ঢালে অবস্থিত ?

      (ক) গারো পাহাড়       (খ) খাসি পাহাড়        (গ) জয়ন্তিয়া পাহাড়       (ঘ) নকরেক পাহাড়

১৬. সিডার, হুদহুদ, নার্গিস প্রভৃতি হল—

       (ক) পশ্চিমি ঝঞ্ঝার উদাহরণ       (খ) এল নিনোর উদাহরণ       (গ) জেটবায়ুর উদাহরণ       (ঘ) ক্রান্তীয় ঘূর্ণবাতের উদাহরণ

১৭.  মৌসুমী জলবায়ু পরিলক্ষিত হয়—

       (ক) ১০° উত্তর ও ৩০° দক্ষিণ অক্ষাংশের মধ্যে

       (খ) ৩০° উত্তর ও ৪৫° দক্ষিণ অক্ষাংশের মধ্যে

       (গ) ৪০° উত্তর ও ৬০° দক্ষিণ অক্ষাংশের মধ্যে

       (ঘ) ৫০° উত্তর ও ৭০° দক্ষিণ অক্ষাংশের মধ্যে

১৮. বর্ষাকালে অর্থাৎ জুলাই-আগস্ট মাসে 'মৌসুমী অক্ষ' অবস্থান করে—

       (ক) হিমালয়ের পাদদেশে       (খ) কেরালা উপকূলে        (গ) মেঘালয় মালভূমিতে       (ঘ) ছোটোনাগপুর মালভূমিতে 

১৯. ভারতের চরমভাবাপন্ন একটি শহর হল—

      (ক) কটক      (খ) কলকাতা      (গ) মুম্বাই      (ঘ) অমৃতসর

*****

Comments

Related Items

ওয়াদি (Wadi)

ওয়াদি (Wadi) : বায়ুপ্রবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে মরুভূমি অঞ্চলে নানা রকম ভূমিরূপ গঠিত হয়, ওয়াদি হল এরূপ একটি ভূমিরূপ । মরুভূমি অঞ্চলে মাঝে মাঝে হঠাৎ করে অল্প সময়ের মধ্যে প্রবল বৃষ্টিপাত হয়ে থাকে । এরকম বৃষ্টিপাতে এখানে বন্যার সৃষ্টি হয় । বন্যা

বায়ুপ্রবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ

বায়ুপ্রবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ (Landform formed by combined action of wind and running water) : মরু ও মরুপ্রায় অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে নানা ধরনের ভূমিরূপের সৃষ্টি হয় । যেমন—

লোয়েস সমভূমি (Loess Plain)

লোয়েস সমভূমি (Loess Plain) : বায়ুপ্রবাহের বহন ও সঞ্চয়কাজের ফলে যে সমস্ত ভূমিরূপের সৃষ্টি হয়, লোয়েস সমভূমি হল তার মধ্যে অন্যতম একটি ভূমিরূপ । জার্মান শব্দ লোয়েস কথার অর্থ 'সূক্ষ্ম পলি' । মরু অঞ্চলে বায়ুতাড়িত হালকা হলুদ রঙের অতি সূক্ষ্ম

বালিয়াড়ি (Sand Dunes)

বালিয়াড়ি (Sand Dunes) : বায়ুপ্রবাহের সঞ্চয়কার্যের ফলে নানা রকম ভূমিরূপের সৃষ্টি হয়, বালিয়াড়ি হল তার মধ্যে অন্যতম একটি ভূমিরূপ । মরু অঞ্চলে বালির পাহাড়গুলিকে বালিয়াড়ি বলে । বায়ুপ্রবাহের ক্ষয়কার্যে

বায়ুর সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ

বায়ুর সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ (Landforms Produced by Wind Deposition) : বায়ুপ্রবাহ (i) থিতানো প্রক্রিয়া, (ii) উপলেপন প্রক্রিয়া ও (iii) অধিগ্রহণ প্রক্রিয়ায় সঞ্চয় বা অবক্ষেপণ (Deposition) কার্য করে থাকে । বায়ুবাহিত বালিকণা কোনো স্থানে থিতিয়ে