বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - ভারতের জলবায়ু

Submitted by avimanyu pramanik on Thu, 12/23/2021 - 19:07

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - ভারতের জলবায়ু

১. উত্তর-পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায়, তা হল—            [মাধ্যমিক-২০১৭]

    (ক) কালবৈশাখী       (খ) আঁধি       (গ) পশ্চিমি ঝঞ্ঝা       (ঘ) লু

২. শরৎকালে বঙ্গোপসাগরের উপকূলে সৃষ্ট ঝড়কে বলে—

    (ক) বরদৈছিলা        (খ) আশ্বিনের ঝড়        (গ) কালবৈশাখী       (ঘ) আম্রবৃষ্টি

৩. ভারতে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব পড়ে—

     (ক) শীত ঋতুতে        (খ) গ্রীষ্ম ঋতুতে        (গ) শরৎ ঋতুতে        (ঘ) বর্ষা ঋতুতে

৪. শীতকালে ভারতে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব দেখা যায়—

    (ক) কর্ণাটকে       (খ) অন্ধ্রপ্রদেশে       (গ) রাজস্থানে      (ঘ) জম্মু ও কাশ্মীরে

৫. কালবৈশাখীর মত গ্রীষ্মকালে দক্ষিণ ভারতে যে ঝড়-বৃষ্টি হয় তাকে বলে—

    (ক) নরওয়েস্টার        (খ) বরদৈছিলা       (গ) আম্রবৃষ্টি      (ঘ) সাইক্লোন

৬. ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হল—

     (ক) ঋতু পরিবর্তন       (খ) অত্যধিক উষ্ণতা        (গ) অত্যধিক বৃষ্টিপাত        (ঘ) অত্যধিক শীতলতা

৭. সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে যে শহরে তা হল—

    (ক) দিল্লি       (খ) মুম্বাই       (গ) নাগপুর       (ঘ) চন্ডিগড়

৮. পশ্চিমি ঝঞ্ঝা উদ্ভূত হয়—

     (ক) লোহিত সাগরে       (খ) ভূমধ্যসাগরে        (গ) পারস্য উপসাগরে       (ঘ) আরব সাগরে

৯. গ্রীষ্মকালে দুপুরের সময় উত্তর ভারতের প্রবাহিত উষ্ণ ও শুষ্ক বায়ু হল—

     (ক) আঁধি        (খ) কালবৈশাখী        (গ) লু        (ঘ) বরদৈছিলা

১০. ভারতের শুষ্কতম অঞ্চল—

      (ক) বিকানীর      (খ) যোধপুর       (গ) জয়পুর        (ঘ) জয়সলমির

১১. আশ্বিনের ঝড় দেখা যায়—

      (ক) মৌসুমি বায়ুর আগমনকালে       (খ) শীতকালে       (গ) মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনকালে      (ঘ) গ্রীষ্মকালে

১২. উত্তর পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টি হয় কোন বায়ুর প্রভাবে ?

      (ক) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু       (খ) উত্তর-পূর্ব মৌসুমি বায়ু       (গ) ভূমধ্যসাগরীয় পশ্চিমা বায়ু      (ঘ) জেট বায়ুপ্রবাহ

১৩. আম্রবৃষ্টি সংঘটিত হয়—

       (ক) শীতকালে      (খ) বর্ষাকালে       (গ) শরৎকালে        (ঘ) গ্রীষ্মকালে

১৪. মৌসুমী বায়ুর বিস্ফোরণ হয়—

      (ক) বর্ষাকালে       (খ) গ্রীষ্মের শুরুতে       (গ) শীতকালে       (ঘ) শরতের শেষে 

১৫. 'মৌসিনরাম' অঞ্চলটি কোন পাহাড়ের প্রতিবাদ ঢালে অবস্থিত ?

      (ক) গারো পাহাড়       (খ) খাসি পাহাড়        (গ) জয়ন্তিয়া পাহাড়       (ঘ) নকরেক পাহাড়

১৬. সিডার, হুদহুদ, নার্গিস প্রভৃতি হল—

       (ক) পশ্চিমি ঝঞ্ঝার উদাহরণ       (খ) এল নিনোর উদাহরণ       (গ) জেটবায়ুর উদাহরণ       (ঘ) ক্রান্তীয় ঘূর্ণবাতের উদাহরণ

১৭.  মৌসুমী জলবায়ু পরিলক্ষিত হয়—

       (ক) ১০° উত্তর ও ৩০° দক্ষিণ অক্ষাংশের মধ্যে

       (খ) ৩০° উত্তর ও ৪৫° দক্ষিণ অক্ষাংশের মধ্যে

       (গ) ৪০° উত্তর ও ৬০° দক্ষিণ অক্ষাংশের মধ্যে

       (ঘ) ৫০° উত্তর ও ৭০° দক্ষিণ অক্ষাংশের মধ্যে

১৮. বর্ষাকালে অর্থাৎ জুলাই-আগস্ট মাসে 'মৌসুমী অক্ষ' অবস্থান করে—

       (ক) হিমালয়ের পাদদেশে       (খ) কেরালা উপকূলে        (গ) মেঘালয় মালভূমিতে       (ঘ) ছোটোনাগপুর মালভূমিতে 

১৯. ভারতের চরমভাবাপন্ন একটি শহর হল—

      (ক) কটক      (খ) কলকাতা      (গ) মুম্বাই      (ঘ) অমৃতসর

*****

Comments

Related Items

মরু অঞ্চল প্রসারণের কারণ (Causes of desertification)

মরু অঞ্চল প্রসারণের কারণ (Causes of desertification) : সাধারণত মরুভূমিসংলগ্ন অঞ্চলে ধুলোবালির ঝড়, তীব্র গতির বায়ুপ্রবাহ, অতিরিক্ত বাষ্পীভবন, কৃষিভূমি ও তৃণভূমিতে বালিয়াড়ি গড়ে ওঠা, খরা, ভূমিক্ষয় প্রভৃতির মাধ্যমে মরুকরণ ঘটে । মরুকরণের ফলে মরুভূমি অঞ্চলের

মরু অঞ্চলের প্রসারণ বা মরুকরণ (Expansion of desert)

মরু অঞ্চলের প্রসারণ বা মরুকরণ (Expansion of desert) : যে প্রক্রিয়ায় পৃথিবীর উষ্ণ মরুভূমির প্রান্তভাগে পার্শ্ববর্তী এলাকাসমূহে বা মরুসংলগ্ন অঞ্চলে অবস্থিত প্রায় শুষ্ক অঞ্চলগুলি মরুভূমিতে রূপান্তরিত হয়ে মরুভূমির আয়তন বৃদ্ধি হয়, সেই প্রক্রিয়াকে মরুকরণ বলে

প্লায়া (Playa)

প্লায়া (Playa) : মরু অঞ্চলে পর্বত পর্বতবেষ্টিত এলাকার মধ্যভাগে বায়ুপ্রবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ হল প্লায়া । মরু অঞ্চলে পর্বতবেষ্টিত এলাকার মধ্যভাগে গড়ে ওঠা লবণাক্ত জলের হ্রদকে প্লায়া বলে । মরুভূমির চারদিকে পর্বত বা উচ্চভূমি দ্

বাজাদা (Bajada)

বাজাদা (Bajada) : মরু অঞ্চলে পর্বতের পাদদেশে বায়ুপ্রবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে নানা রকম ভূমিরূপ গঠিত হয়, বাজাদা হল এরূপ একটি ভূমিরূপ । স্প্যানিশ শব্দ BAHADA থেকে ইংরেজিতে BAJADA শব্দটির উৎপত্তি, যার অর্থ হল একাধিক পলল শঙ্কুযুক্ত সমতল ভূমি । সাধারণ

পেডিমেন্ট (Pediment)

পেডিমেন্ট (Pediment) : বায়ুপ্রবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে মরুভূমি অঞ্চলে পর্বতের পাদদেশে নানা রকম ভূমিরূপ গঠিত হয়, পেডিমেন্ট হল এরূপ একটি ভূমিরূপ । পেডিমেন্ট কথার অর্থ পর্বতের পাদদেশীয় ভূভাগ । মরু অঞ্চলে পর্বতের পাদদেশে মরু-সমপ্রায়