পৃথিবীব্যাপী জলবায়ুর পরিবর্তন ও গঙ্গা-পদ্মা-মেঘনার বদ্বীপ অঞ্চলের ওপর এর প্রভাব

Submitted by avimanyu pramanik on Sat, 07/24/2021 - 11:07

পৃথিবীর জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তনশীল । বিজ্ঞানীদের মতে আধুনিক কৃষিকাজ, শিল্প ও নগরায়ণের ফলে উদ্ভুত গ্রীন হাউজ গ্যাসের প্রভাবে ও বিশ্ব উষ্ণায়ণের প্রভাবে পৃথিবীর জলবায়ু দ্রুত পরিবর্তিত হচ্ছে । বিগত ৩০০ বছরে পৃথিবীর জলবায়ু পরিবর্তনের বৈচিত্র্য বিশেষভাবে পরলক্ষিত হয় । যেমন—

(i) ১৯০৫ - ২০০৫ সাল পর্যন্ত পৃথিবীর গড় উষ্ণতা প্রায় ১.১°C বৃদ্ধি পেয়েছে এবং এই ধারা একই রকম থাকলে ২১০০ শতাব্দীতে গড় উষ্ণতা ২°C - ৩.৫°C বৃদ্ধি পাবে ।

(ii) এই উষ্ণতা বৃদ্ধির জন্য সমুদ্র জলতলের উচ্চতা প্রায় ১০-১৫ মি. পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং তার ফলে নদী মোহানা ও মহাসাগরের ১৫ মি. উচ্চতাসম্পন্ন দ্বীপগুলি সমুদ্রজলে নিমজ্জিত হবে ।

(iii) সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধিতে ঘূর্ণবাত, বজ্রপাত ও বৃষ্টিপাতের প্রকোপ বাড়বে ।

(iv) গড় উষ্ণতা বৃদ্ধি ফলে সামুদ্রিক ও স্থলজ বাস্তুতন্ত্রের পরিবর্তন ঘটবে ।

♦ গঙ্গা-পদ্মা-মেঘনার বদ্বীপ অঞ্চলের ওপর পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব : গঙ্গা-পদ্মা-মেঘনার বদ্বীপ অঞ্চলের দক্ষিণ অংশ সুন্দরবন নামে পরিচিত । নদনদী বাহিত পলি, কাদা, বালি, নুড়ি প্রভৃতি সঞ্চিত হয়ে বঙ্গোপসাগরীয় উপকূলে এই তিন নদীর মোহানায় পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চলের সৃষ্টি হয়েছে । অসংখ্য দ্বীপের সমন্বয়ে গঠিত এই অঞ্চলে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি গড়ে উঠেছে । প্রায় ৯,৬৩০ বর্গ কিমি. এলাকা জুড়ে বিস্তৃত এই খাঁড়ি অঞ্চলের অর্ধেকেরও বেশি এলাকায় জনবসতি গড়ে উঠেছে এবং বর্তমানে প্রায় ৪,২৬৭ বর্গ কিমি. জুড়ে অবস্থান করছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যাঞ্চল সুন্দরবন । জলবায়ু পরিবর্তনের প্রভাবে—

(i) এই অঞ্চলের পরিবেশ ও প্রাণী প্রজাতি বিপন্ন ।

(ii) বিশ্ব উষ্ণায়ণের ফলে সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধিতে এখানকার দ্বীপগুলির আয়তন কমে গেছে ।

(iii) বেশ কিছু দ্বীপ জলের তলায় নিমজ্জিত হয়ে গেছে ।

(iv) ১৯৮০ - ২০১২ সাল পর্যন্ত কেবলমাত্র সুন্দরবন অঞ্চলে গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ০.৫৩°C ।

(v) সমুদ্র জলতল বৃদ্ধিতে উপকূলের ম্যানগ্রোভ অরণ্য জলে নিমজ্জিত হচ্ছে ।

(vi) উচ্চ জোয়ারের জলতল বৃদ্ধি পাওয়ায় উপকূলের লোনা জলের ক্ষেত্র ক্রমশ বেড়ে চলেছে ।

(vii) সমুদ্র জলের উষ্ণতা বেড়ে যাওয়ার জন্য এই অঞ্চলে ঝড়ঝঞ্ঝা ও ঘূর্ণিঝড়ের তীব্রতা অনেক বৃদ্ধি পেয়েছে ।

(viii) জলতলের উচ্চতা বেড়ে যাওয়ায় জোয়ারের সময় নদীবাঁধ ভেঙ্গে বন্যার প্রকোপ বৃদ্ধি পেয়েছে । এর ফলে লবণাক্ত জল প্রবেশ করে উর্বর কৃষিজমি চাষের অযোগ্য হয়ে পড়ছে এবং জলঘটিত রোগ ব্যাধির প্রকোপ বৃদ্ধি পাছে ।  

*****

Comments

Related Items

সমুদ্রস্রোত সৃষ্টির কারণ (Causes of Ocean Currents)

সমুদ্রস্রোত সৃষ্টির কারণ (Causes of Ocean Currents) : সমুদ্রস্রোত বিভিন্ন কারণে সৃষ্টি হয়ে থাকে । এই কারণগুলি হল— (১) পৃথিবীর আবর্তন, (২) নিয়ত বায়ুপ্রবাহ, (৩) সমুদ্রজলের উষ্ণতা, (৪) সমুদ্রজলের ও লবণত্ব ও ঘনত্বের তারতম্য, (৫) বরফের গলন , (৬) উপকূলের আ

সমুদ্রস্রোত (Ocean Currents)

সমুদ্রস্রোত (Ocean Currents) : সমুদ্রের জলরাশি নিয়মিতভাবে, নির্দিষ্ট দিকে একস্থান থেকে অন্যস্থানে প্রবাহিত হয় । সমুদ্রজলের এই প্রবাহকে সমুদ্রস্রোত বলে । সমুদ্রস্রোত সাধারণত একমুখী হয় । বায়ুপ্রবাহ দ্বারা তাড়িত হয়ে সমুদ্রস্রোতের সৃষ্টি হয় বলে এর গতিব

বারিমন্ডল (Hydrosphere)

বারিমন্ডল (Hydrosphere) : সৃষ্টির প্রথম অবস্থায় পৃথিবী ছিল এক উত্তপ্ত জ্বলন্ত মণ্ডল । ধীরে ধীরে শীতল ও ঘনীভূত হয়ে তরল অবস্থায় আসে এবং অবিরাম তাপ বিকিরণ করে পৃথিবী ক্রমশ শীতল ও সংকুচিত হয় । আর সংকোচনের ফলে ভূপৃষ্ঠের গায়ে উঁচুনীচু আবরণের সৃষ্টি হয় । এই সম

পৃথিবীর জলবায়ু অঞ্চল (Major climatic regions of the world)

পৃথিবীর জলবায়ু অঞ্চল (Major climatic regions of the world) : পৃথিবীর যে সকল অঞ্চলে বছরের নির্দিষ্ট সময়ে মোটামুটি একই ধরনের বা সমধর্মী জলবায়ুগত বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, সেই সকল অঞ্চলকে এক-একটি জলবায়ু অঞ্চল বলা হয় । পৃথিবীর মুখ্য জলবায়ু অঞ্চলগুলি হল —

বিভিন্ন প্রকারের বৃষ্টিপাত (Types of Rainfall)

বিভিন্ন প্রকারের বৃষ্টিপাত (Types of Rainfall) : উৎপত্তির কারণ ও বৈশিষ্ট্যের পার্থক্য অনুসারে বৃষ্টিপাতকে সাধারণত তিন শ্রেণিতে ভাগ করা যায়, যথা:- (১) পরিচলন বৃষ্টিপাত, (২) শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত এবং (৩) ঘূর্ণবাত বৃষ্টিপাত ।