পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটে কেন ?

Submitted by avimanyu pramanik on Sun, 07/22/2012 - 20:06

প্রশ্ন : পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটে কেন ?

(১) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু যখন আরব সাগরের ওপর দিয়ে প্রবাহিত হয় তখন প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে বায়ু জলীয়বাষ্প পূর্ণ হয় ।

(২) জলীয়বাষ্প পূর্ণ ওই বায়ু ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় পশ্চিমঘাট পর্বতে বাধা পেয়ে ওই পর্বতের গা বেয়ে ওপরে উঠে এবং সেখানে বায়ুচাপ কম হওয়ায় প্রসারিত ও শীতল হয়ে পড়ে ।

(৩) এর ফলে ওই বায়ুতে থাকা জলীয়বাষ্প ঘনীভূত হয়ে পশ্চিমঘাট পর্বতের বায়ুমুখী ঢাল বা প্রতিবাত ঢালে অর্থাৎ পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটায় ।

*****

Related Items

উৎপত্তি অনুসারে মাটির শ্রেণিবিভাগ কর ।

প্রশ্ন:- উৎপত্তি অনুসারে মাটির শ্রেণিবিভাগ কর ।

উৎপত্তি অনুসারে মাটি দু’ধরনের হয়, যেমন- (১) স্থানীয় মাটি ও (২) অপসৃত মাটি ।

মাটি কাকে বলে এবং মাটির উৎপত্তি কীভাবে হয় ?

প্রশ্ন:- মাটি কাকে বলে এবং মাটির উৎপত্তি কীভাবে হয় ?

শিলায় মরিচা পড়ে কেন ও শিলার জারণ কীভাবে ঘটে এবং শিলার আবহবিকার কীভাবে ঘটে ?

প্রশ্ন:- শিলায় মরিচা পড়ে কেনশিলার জারণ কীভাবে ঘটে এবং শিলার আবহবিকার কীভাবে ঘটে ?

ক্ষয়ীভবন ও নগ্নীভবন বলতে কী বোঝায় ?

প্রশ্ন:-  ক্ষয়ীভবন নগ্নীভবন বলতে কী বোঝায় ?

যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য নির্ণয় কর ।

প্রশ্ন:- যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য নির্ণয় কর ।

উত্তরঃ যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য:-