দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বিভিন্ন স্রোতের বর্ণনা দাও ।

Submitted by avimanyu pramanik on Sun, 01/02/2022 - 22:28

প্রশ্ন : দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বিভিন্ন স্রোতের বর্ণনা দাও

আটলান্টিক মহাসাগর হল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর । এর আকৃতি অনেকটা ইংরেজি ‘S’ অক্ষরের মতো । আটলান্টিক মহাসাগরের পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ, পশ্চিমে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশ, উত্তরে সুমেরু মহাসাগর এবং দক্ষিণে কুমেরু মহাসাগর অবস্থিত ।

দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বিভিন্ন স্রোত :

(১) দক্ষিণ নিরক্ষীয় স্রোত (উষ্ণ) : উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ুর প্রভাবে আটলান্টিক মহাসাগরে উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোত নামে দুটি উষ্ণ স্রোতের সৃষ্টি হয় । এই স্রোত দুটি মোটামুটি পশ্চিমমুখী ।

(২) ব্রাজিল স্রোত (উষ্ণ) : বেঙ্গুয়েলা স্রোত ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মিলিত শাখা পশ্চিমমুখী হয়ে দক্ষিণ আমেরিকার সেন্টরক অন্তরীপে প্রতিহত হয়ে দক্ষিণ ও উত্তর এই দুটি শাখায় ভাগ হয়ে যায়, যেমন—

(i) দক্ষিণ শাখাটি ব্রাজিল স্রোত নামে ব্রাজিলের পূর্ব উপকূল বরাবর অগ্রসর হয়ে কুমেরু স্রোতের সঙ্গে পুনরায় মিলিত হয় আর

(ii) উত্তর শাখাটি উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিশে যায় ।

(৩) কুমেরু স্রোত ও (৪) ফকল্যান্ড স্রোত (শীতল) : কুমেরু নিকটবর্তী দক্ষিণ সাগর থেকে আসা অতি শীতল কুমেরু স্রোতটি দক্ষিণ আটলান্টিক মহাসাগরে প্রবেশ করে এবং উওর দিকে প্রবাহিত হয়ে দুটি শাখায় বিভক্ত হয়ে যায়, যেমন—

(i) অপ্রধান শাখাটি ফকল্যান্ড স্রোত নামে দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্ব উপকূল বরাবর উত্তর দিকে প্রবাহিত হয় এবং 

(ii) প্রধান শাখাটি কুমেরু স্রোত নামে পূর্ব দিকে প্রবাহিত হয় ।

(৫) বেঙ্গুয়েলা স্রোত : কুমেরু স্রোতের প্রধান শাখাটি আফ্রিকার পশ্চিম উপকূলে বাধা পেয়ে ওই উপকূল বরাবর উত্তর দিকে প্রবাহিত হয় এবং অবশেষে উষ্ণ দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিশে যায় ।

*****

Comments

Related Items

ভূপৃষ্ঠের বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক কী

প্রশ্ন : ভূপৃষ্ঠের বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক কী ?

আবহাওয়া ও জলবায়ুর উপাদান হিসেবে উষ্ণতার গুরুত্ব কী ?

প্রশ্ন : আবহাওয়া ও জলবায়ুর উপাদান হিসেবে উষ্ণতার গুরুত্ব কী ?

মৌসুমি বায়ু পৃথিবীর কোন কোন অঞ্চলে প্রবাহিত হয় এবং স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য কী ?

প্রশ্ন : মৌসুমি বায়ু পৃথিবীর কোন কোন অঞ্চলে প্রবাহিত হয় ? স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য কী ?

ক্রান্তীয় অঞ্চলে আয়নবায়ুর গতিপথে পৃথিবীর বড়ো বড়ো উষ্ণ মরুভূমিগুলি অবস্থিত— কারণ কি ?

প্রশ্ন :- ক্রান্তীয় অঞ্চলে আয়নবায়ুর গতিপথে পৃথিবীর বড়ো বড়ো উষ্ণ মরুভূমিগুলি অবস্থিত— কারণ কি ? 

জলবায়ু বা আবহাওয়ার উপাদান হিসাবে বায়ুচাপের গুরুত্ব কী এবং বায়ুতে জলীয় বাষ্পের তারতম্যের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কী ?

প্রশ্ন : জলবায়ু বা আবহাওয়ার উপাদান হিসাবে বায়ুচাপের গুরুত্ব কী এবং বায়ুতে জলীয় বাষ্পের তারতম্যের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কী ?