জোয়ার ভাটার সময়ের ব্যবধান

Submitted by avimanyu pramanik on Fri, 10/22/2021 - 10:56

জোয়ার ভাটার সময়ের ব্যবধান : পৃথিবীর আবর্তন গতি ও পৃথিবীকে কেন্দ্র করে চাঁদের পরিক্রমণ গতির ওপর জোয়ার ভাটার উৎপত্তি নির্ভর করে । ভূপৃষ্ঠের যে স্থানে যখন মুখ্য জোয়ার হয়, তার প্রতিপাদস্থানে তখন গৌণ জোয়ার হয় । আবর্তন গতির ফলে পৃথিবীর যে স্থানে যখন মুখ্য জোয়ার হয়, তার ঠিক ১২ ঘন্টা পরে সেই স্থানের প্রতিপাদস্থানটি চাঁদের সামনে উপস্থিত হওয়ার কথা । কিন্তু এই সময়কালে চাঁদও তার গতিপথে একই দিকে কিছুটা এগিয়ে যাওয়ার ফলে ১২ ঘন্টার কিছু সময় পরে সেই প্রতিপাদস্থানটি চাঁদের সামনে উপস্থিত হয় । তখন সেখানে চাঁদের আকর্ষণে মুখ্য জোয়ার এবং একই সঙ্গে তার প্রতিপাদস্থানে গৌণ জোয়ার হয় । এইভাবে পৃথিবীর প্রতিটি স্থানে দিনে দু-বার অর্থাৎ একবার মুখ্য জোয়ার ও একবার গৌণ জোয়ার এবং অনুরূপভাবে দু-বার ভাটা সংঘটিত হয় । তবে চাঁদের পরিক্রমণ গতির কারণে পৃথিবীর কোনো একটি স্থানে একবার মুখ্য জোয়ার ও তার পরবর্তী মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান হয় ২৪ ঘন্টা ৫২ মিনিট । চন্দ্র যদি স্থির থাকত, তাহলে পৃথিবীর প্রতিটি স্থান 24 ঘন্টা অন্তর একবার চন্দ্রের সামনে আসত এবং সেখানে মুখ্য জোয়ার হত । কিন্তু চন্দ্রও নিজের কক্ষে অবস্থান করে পশ্চিম থেকে পূর্বে 27 দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে । পৃথিবী গোলক বলে তার পরিধির কৌণিক পরিমাণ 360° । এই 360° প্রদক্ষিণ করতে চন্দ্রের 27 দিন সময় লাগে । সুতরাং পৃথিবীর একবার আবর্তনের সময়ে (অর্থাৎ 24 ঘন্টায়) চন্দ্র নিজের কক্ষপথের প্রায় (360° ÷ 27 = 13.3°) 13° পথ এগিয়ে যায় । এই পথ যেতে পৃথিবীর আরও (13° x 4 = 52) 52 মিনিট সময় লাগে । সেইজন্য পৃথিবীর কোনো জায়গায় একটি মুখ্য জোয়ারের পর পরবর্তী মুখ্য জোয়ার ঠিক 24 ঘন্টা পরে না এসে 24 ঘন্টা 52 মিনিট পরে আসে ।

এই হিসাবে পৃথিবীর প্রতিটি স্থানে দিনে—

(i) একটি মুখ্য জোয়ার ও একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হয় ১২ ঘন্টা ২৬ মিনিট । এবং

(ii) প্রতিটি স্থানে জোয়ারের ৬ ঘন্টা ১৩ মিনিট পরে ভাটা হয় ।

****

Comments

Related Items

উষ্ণতা হ্রাসের গড় (Lapse rate) কাকে বলে ? উষ্ণমণ্ডল সৃষ্টির কারণ কি ?

প্রশ্ন : উষ্ণতা হ্রাসের গড় (Lapse rate) কাকে বলেউষ্ণমণ্ডল সৃষ্টির কারণ কি ?

দিনের বিভিন্ন সময়ে পৃথিবীতে তাপের তারতম্য হয় কেন ?

প্রশ্ন : দিনের বিভিন্ন সময়ে পৃথিবীতে তাপের তারতম্য হয় কেন ?

উত্তর : সকালে এবং বিকালে কোনো স্থান থেকে সূর্য অনেক দূরে থাকে বলে সূর্যরশ্মি

(১) পৃথিবীপৃষ্ঠের সেই স্থানে তুলনামূলক ভাবে বেশি তির্যকভাবে পড়ে,

(২) বেশি পরিমাণ বায়ুস্তর ভেদ করে আসে এবং

পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়ের সীমা পরিবর্তনের কারণ ও প্রভাব কী কী ?

প্রশ্ন :- পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়ের সীমা পরিবর্তনের কারণ ও প্রভাব কী কী ?

অ্যালবেডো (Albedo) কাকে বলে ?

প্রশ্ন : অ্যালবেডো (Albedo) কাকে বলে ?

বায়ুমণ্ডলের ওজোন স্তরে ছিদ্র হলে কী ঘটতে পারে ?

প্রশ্ন:- বায়ুমণ্ডলের ওজোন স্তরে ছিদ্র হলে কী ঘটতে পারে ?