জলবায়ু বা আবহাওয়ার উপাদান হিসাবে বায়ুচাপের গুরুত্ব কী এবং বায়ুতে জলীয় বাষ্পের তারতম্যের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কী ?

Submitted by avimanyu pramanik on Fri, 12/31/2021 - 12:01

প্রশ্ন : জলবায়ু বা আবহাওয়ার উপাদান হিসাবে বায়ুচাপের গুরুত্ব কী এবং বায়ুতে জলীয় বাষ্পের তারতম্যের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কী ?

উচ্চতার সঙ্গে বায়ুচাপের পরিবর্তন জলবায়ুর ওপর প্রভাব বিস্তার করে । আবহাওয়ার উপাদান হিসাবে বায়ুচাপের যথেষ্ঠ গুরুত্ব আছে ।

(১) বায়ুচাপের পার্থক্যই হল বায়ুপ্রবাহের মূল কারণ । কোনো স্থানের তাপমাত্রা এবং বৃষ্টিপাত সেই স্থানের  বায়ুপ্রবাহের ওপর নির্ভর করে ।

(২) বায়ু জলভাগের ওপর দিয়ে কোনো স্থানে প্রবাহিত হয়ে আসলে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ে । আবার বায়ু স্থলভাগের ওপর দিয়ে প্রবাহিত হয়ে আসলে তা শুষ্ক হয় এবং তার দ্বারা বৃষ্টিপাত হয় না । অপর দিকে 

(৩) শীতল অঞ্চল থেকে আসা শীতল বায়ু কোনো স্থানের উষ্ণতা কমিয়ে দেয়, আর উষ্ণ অঞ্চল থেকে আসা উষ্ণ বায়ু হঠাৎ কোনো স্থানের উষ্ণতা বাড়িয়ে দেয় । সুতরাং কোনো স্থানের আবহাওয়া কীরকম হবে তা নির্ধারণে বায়ুচাপের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

বায়ুতে জলীয় বাষ্পের তারতম্যের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কী ?

জলীয়বাষ্প বিশুদ্ধ বায়ুর তুলনায় হালকা হওয়ায় জলীয় বাষ্পপূর্ণ বায়ুও হালকা হয়, ফলে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ুর চাপও হয় কম । তুলনায় শুকনো বায়ু ভারী হওয়ায় শুকনো বায়ুর চাপ বেশি । এইজন্য বর্ষাকালে বায়ুরচাপ কম এবং শীতকালে বায়ুচাপ বেশি হয় ।

******

Comments

Related Items

তাপমন্ডল (Temperature Belt of the World)

তাপমন্ডল (Temperature Belt of the World) : ভূপৃষ্ঠের সর্বত্র তাপমাত্রা সমান নয় । বছরের গড় তাপমাত্রা নিম্ন অক্ষাংশে সবচেয়ে বেশি, মাঝামাঝি অঞ্চলে মাঝামাঝি ধরনের এবং মেরু অঞ্চলে সবচেয়ে কম । অক্ষাংশ অনুসারে বায়ুর উষ্ণতার তারতম্যের ভিত্তিতে পৃথিবীকে প্রধান

বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ

বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ (Cause of Variation of Atmospheric Temperature) : ভূপৃষ্ঠের সর্বত্র বায়ুর উষ্ণতা সমান হয় না । নানা কারণে ভূপৃষ্ঠের বায়ুর উষ্ণতার তারতম্য ঘটে থাকে । যথা — (i) অক্ষাংশ, (ii) উচ্চতা, (iii) স্থলভাগ ও জলভাগের বন্টন, (iv) বায়ূ প্

বায়ুর উষ্ণতার পরিমাপ (Measurement of Heat)

বায়ুর উষ্ণতার পরিমাপ (Measurement of Heat) : কোনো স্থানের বায়ু কতটা উষ্ণ বা শীতল তা থার্মোমিটারের সাহায্যে পরিমাপ করা হয় । সাধারণ থার্মোমিটারে দিনের সর্বোচ্চ বা সর্বনিম্ন উষ্ণতা পরিমাপের ক্ষেত্রে নানা রকম অসুবিধা রয়েছে । সেজন্য বিশে

বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি

বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি (The Processes involving in Air Temperature) : সূর্য পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার প্রধান উৎস । সূর্যরশ্মির তাপীয় ফলের মাধ্যমে বা ইনসোলেশনের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডল কয়েকটি পর্যায়ক্রমিক পদ্ধতিতে উত্তপ্ত হয়ে ওঠে । এই

বায়ুর উষ্ণতা (Air Temperature)

বায়ুর উষ্ণতা (Air Temperature) : বায়ুর উষ্ণতা বলতে বায়ুর তাপমাত্রাকে বোঝায় । বায়ুর উষ্ণ এবং শীতল অবস্থার তুলনামূলক পরিমাপকেই বায়ুর উষ্ণতা বলা হয় । সূর্যকিরণ হল বায়ুমণ্ডলের উষ্ণতার প্রধান উৎস । সূর্যের তাপ গ্রহণ বা তার প্রতিফলন ঘটিয়ে বায়ু উষ্ণ বা শ