জলদ্বারা কীভাবে আবহবিকার সংঘটিত হয় ?

Submitted by avimanyu pramanik on Mon, 12/27/2021 - 17:59

প্রশ্ন:- জলদ্বারা কীভাবে আবহবিকার সংঘটিত হয় ?

(১) বৃষ্টিবহুল অঞ্চলে জল বছরের পর বছর ধরে আঘাত করে করে শিলাখন্ডগুলিকে দুর্বল করে ফেলে এবং এতে শিলাখন্ডগুলি ক্রমশ চূর্ণবিচূর্ণ হয়ে যায়;

(২) বৃষ্টির জল নরম পাললিক শিলা এবং শিলাস্তরকে আর্দ্র করে তোলে । পরে সূর্যের উত্তাপে এই জল বাষ্পে পরিণত হয় এবং শিলাগুলি আবার শুষ্ক হয়ে যায় । শিলাস্তরের অভ্যন্তর ভাগে এইভাবে ক্রমাগত এবং বারংবার আর্দ্র ও শুষ্ক হওয়ার ফলে ছোটো ছোটো শিলাখন্ডের (Flake) সৃষ্টি হয়, যা শিলাস্তরের বিচূর্ণীভবনে সাহায্য করে;

(৩) শিলাস্তরে বৃষ্টির জল ঢুকে শিলাস্তরকে আর্দ্র করে তুললে এবং আর্দ্রতা বৃদ্ধির জন্য শিলার মধ্যে অবস্থিত খনিজ পদার্থগুলির আয়তন বৃদ্ধি পায় । এই আয়তন বৃদ্ধির ফলে কোনোরকম রাসায়নিক পরিবর্তন ছাড়াই শিলাস্তরে ফাটল ধরে এবং কালক্রমে শিলাস্তরটি খন্ড বিখন্ড হয়ে যায়;

(৪) নদীর জল যখন দ্রুতগতিতে শিলাস্তরের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন নদীর জলপ্রবাহের মধ্যবর্তী বায়ুর চাপের ফলে নদীপ্রবাহের নিম্নবর্তী শিলাস্তর ভেঙে চুর্ণবিচুর্ণ হয়ে যায় ।

*****

Comments

Related Items

নদীর বহন কাজ কী কী প্রক্রিয়ায় সংঘটিত হয় এবং নদীর অবঘর্ষ ক্ষয় ও ঘর্ষণ ক্ষয়ের মধ্যে পার্থক্য কী ?

প্রশ্ন : নদীর বহন কাজ কী কী প্রক্রিয়ায় সংঘটিত হয় এবং নদীর অবঘর্ষ ক্ষয় ও ঘর্ষণ ক্ষয়ের মধ্যে পার্থক্য কী ?

বায়ুর কাজ কোথায় বেশি দেখা যায় ? বায়ু কোন কোন প্রক্রিয়ায় ক্ষয়সাধন এবং বহন করে ?

প্রশ্ন:- বায়ুর কাজ কোথায় বেশি দেখা যায় ? বায়ু কোন কোন প্রক্রিয়ায় ক্ষয়সাধন এবং বহন করে ?

প্রধানত মরুভূমি অঞ্চলেই বায়ুর ক্ষয়কাজ সবচেয়ে বেশি হয় । এর কারণ হল—

রেগোলিথ (Regolith) কী ?

প্রশ্ন:-  রেগোলিথ (Regolith) কী ?

জলবায়ুর সঙ্গে আবহবিকারের সম্পর্ক কী এবং আবহবিকারের ফলাফল কী কী ?

প্রশ্ন:- জলবায়ুর সঙ্গে আবহবিকারের সম্পর্ক কী এবং আবহবিকারের ফলাফল কী কী ?

উত্তর:- আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়াগুলি কম বেশি প্রায় সর্বত্র কাজ করলেও কোনো বিশেষ ধরনের আবহবিকার বিশেষ কোনো জলবায়ু অঞ্চলেই বেশি কাজ করে, যেমন—

উৎপত্তি অনুসারে মাটির শ্রেণিবিভাগ কর ।

প্রশ্ন:- উৎপত্তি অনুসারে মাটির শ্রেণিবিভাগ কর ।

উৎপত্তি অনুসারে মাটি দু’ধরনের হয়, যেমন- (১) স্থানীয় মাটি ও (২) অপসৃত মাটি ।