Submitted by avimanyu pramanik on Thu, 06/24/2021 - 17:49

খরস্রোত (Rapids) : নদীর উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির মধ্যে অন্যতম হল খরস্রোত বা র‍্যাপিডস । পার্বত্য প্রবাহে নদীর গতিপথে কঠিন ও কোমল শিলা পরস্পর আড়াআড়িভাবে অবস্থান করলে কঠিন শিলা অপেক্ষা কোমল শিলা দ্রুত ক্ষয় হয় । এর ফলে ওই অংশে নদী কিছুদুর পর পর খাড়াভাবে সিঁড়ির মতো ধাপে ধাপে উপর থেকে নিচে নেমে আসে এবং অসম ঢালের সৃষ্টি করে । অসম ঢালের কারণে নদীর জলধারা যখন উঁচু থেকে ধাপে ধাপে নীচের দিকে প্রবল বেগে প্রবাহিত হয়, তখন তাকে খরস্রোত বা র‍্যাপিডস বলে । আফ্রিকার জাইরে নদীর লিভিংস্টোন জলপ্রপাত ৩২টি খরস্রোতে নীচে নেমে এসেছে । নীলনদের গতিপথে খার্টুন থেকে আসোয়ান পর্যন্ত ৬টি খরস্রোত দেখা যায় ।

অপেক্ষাকৃত ছোট বড়ো খরস্রোত পাশাপাশি অবস্থান করলে তাকে কাসকেড (Cascade) বলে । আয়ারল্যান্ডের টিয়ারস অফ দ্য গ্লেন কাসকেডের উদাহরণ ।

*****

Comments

Related Items

ভারতের জলসম্পদ (Water resources of India)

ভারতের জলসম্পদের পরিচয় (Water resources of India) : পৃথিবীর মোট উপলব্ধ জলের পরিমাণ ১৬০ কোটি ঘন কিলোমিটার । এই জলের ৯৭% সঞ্চিত রয়েছে সাগরে লবণাক্ত জলরূপে এবং ৩% স্বাদুজল, নদীনালা, ভৌমজল ও বরফরূপে অবস্থান করছে । পৃথিবীর মোট জলভাগ ক্ষেত্রের আয়তনের মাত্র

তেজী বা ভরা কোটালকে সর্বোচ্চ জোয়ার বলা হয় কেন ?

প্রশ্ন : তেজী বা ভরা কোটালকে সর্বোচ্চ জোয়ার বলা হয় কেন ?

ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য নিরূপণ কর ।

প্রশ্ন:- ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য নিরূপণ কর

সিজিগি কাকে বলে ? এবং অ্যাপোজি ও পেরিজি কাকে বলে ?

প্রশ্ন:-  সিজিগি কাকে বলে ? এবং অ্যাপোজি ও পেরিজি কাকে বলে ?

নিউফাউন্ডল্যান্ড ও জাপানের কাছে বছরের প্রায় সবসময় কুয়াশা জমে থাকে কেন ?

প্রশ্ন : নিউফাউন্ডল্যান্ড ও জাপানের কাছে বছরের প্রায় সবসময় কুয়াশা জমে থাকে কেন ?