খন্ডবিখন্ডিকরণ বা প্রস্তরখন্ড বিশরণ অথবা, পিন্ড বিশরণ কাকে বলে ?

Submitted by avimanyu pramanik on Mon, 12/27/2021 - 09:06

প্রশ্ন-  খন্ডবিখন্ডিকরণ বা প্রস্তরখন্ড বিশরণ অথবা, পিন্ড বিশরণ কাকে বলে ?

পিন্ডবিশরণ বা খন্ডবিখন্ডিকরণ (Block Disintegration) :- উষ্ণতার পার্থক্যে যান্ত্রিক আবহবিকারের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হল পিন্ডবিশরণ বা খন্ডবিখন্ডিকরণ ।

(১) শিলা তাপের সুপরিবাহী নয় । এই জন্য মরু অঞ্চলের গাছপালাহীন উন্মুক্ত প্রান্তরে দিনের বেলা সূর্যের উত্তাপে শিলার বাইরের অংশ যতটা উষ্ণ হয়, ভিতরের অংশ ততটা উষ্ণ হয় না । আবার,

(২) রাত্রিবেলা শিলার ওপরের অংশ যত তাড়াতাড়ি ঠান্ডা হয়, ভিতরের অংশ তত তাড়াতাড়ি ঠান্ডা হয় না, ফলে দিনে বা রাত্রে শিলার ভিতরের ও বাইরের অংশের উষ্ণতার মধ্যে যথেষ্ট পার্থক্য ঘটে ।

(৩) উষ্ণতার এই তারতম্যের ফলে শিলাস্তরে ক্রমাগত প্রসারণ ও সংকোচন হয় । পর্যায়ক্রমে উত্তাপে প্রসারিত ও ঠান্ডায় সংকুচিত হতে হতে শিলার সন্ধি স্থলগুলি আলগা হয়ে যায় এবং শিলাগাত্রে ফাটলের সৃষ্টি হয় । ফাটলগুলি সাধারণত উন্মুক্ত প্রান্তরের সঙ্গে সমান্তরাল ও লম্বভাবে অবস্থান করে ।

(৪) সমান্তরাল ফাটল ও উলম্ব ফাটলগুলি পরস্পরকে স্পর্শ করলে শিলাস্তর বর্গক্ষেত্র কিংবা আয়তক্ষেত্রের মতো ছোটো ছোটো পিন্ডাকার অংশে বিভক্ত হয় এবং কালক্রমে এরা পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে ভগ্নস্তূপে পরিণত হয় । ভেঙে যাওয়া শিলার আকৃতি অনেকটা বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের মতো হয় বলে আবহবিকারের এই বিশেষ প্রক্রিয়াটিকে প্রস্তরখন্ড বিশরণ বা চৌকাকার বিচূর্ণীভবন অথবা পিন্ডবিশরণ বলে ।

*****

Comments

Related Items

জলবায়ু বা আবহাওয়ার উপাদান হিসাবে বায়ুচাপের গুরুত্ব কী এবং বায়ুতে জলীয় বাষ্পের তারতম্যের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কী ?

প্রশ্ন : জলবায়ু বা আবহাওয়ার উপাদান হিসাবে বায়ুচাপের গুরুত্ব কী এবং বায়ুতে জলীয় বাষ্পের তারতম্যের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কী ?

নিরক্ষীয় অঞ্চলে বায়ুর পরিচলন গতির কারণ কী ?

প্রশ্ন : নিরক্ষীয় অঞ্চলে বায়ুর পরিচলন গতির কারণ কী ?

আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কি ?

প্রশ্ন : আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কি ?

আবহাওয়া

জলবায়ু

বায়ুর উষ্ণতার তারতম্যের সঙ্গে এবং উচ্চতা হ্রাসবৃদ্ধির সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কী ?

প্রশ্ন : বায়ুর উষ্ণতার তারতম্যের সঙ্গে এবং উচ্চতা হ্রাসবৃদ্ধির সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কী ?

বায়ুর উষ্ণতার তারতম্যের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক :

বায়ুপ্রবাহের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কী ? বায়ুচাপ বলয়ের সঙ্গে মেরুবায়ুর সম্পর্ক কী ?

প্রশ্ন :- বায়ুপ্রবাহের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক এবং বায়ুচাপ বলয়ের সঙ্গে মেরুবায়ুর সম্পর্ক কী  ?

বায়ুপ্রবাহের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক :-