Submitted by avimanyu pramanik on Sun, 06/20/2021 - 20:07

'V' -আকৃতির উপত্যকা (V-shaped Valley):- উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদীর ক্ষয়কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপের সৃষ্টি হয়, 'V' -আকৃতির উপত্যকা হল তাদের মধ্যে অন্যতম একটি ভূমিরূপ । পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল খুব বেশি থাকায় নদীর স্রোতের বেগ প্রচন্ড হয় । নদীর জলস্রোতের সঙ্গে বাহিত প্রস্তরখন্ড, নুড়ি প্রভৃতি নদীর তলদেশে অবঘর্ষ ক্ষয়ের মাধ্যমে নদী উপত্যকাকে গভীর ও সংকীর্ণ করে তোলে । তখন নদী উপত্যকার দু'ধার খাড়া দেওয়ালের আকার ধারণ করে । এই গভীর ও সংকীর্ণ নদী উপত্যকা ইংরেজি 'V' অক্ষরের মতো দেখতে হয় বলে একে 'V' -আকৃতির উপত্যকা বলে । কখনো কখনো এই সমস্ত নদী উপত্যকার তলদেশের সঙ্গে পার্শ্ববর্তী পর্বতের চূড়ার মধ্যে উচ্চতার পার্থক্য প্রায় কয়েক হাজার মিটার হয় । ভারতের শতদ্রু, ব্রহ্মপুত্র, চিনের ইয়াংসি, জার্মানির রাইন প্রভৃতি নদী উচ্চগতিতে 'V' -আকৃতি উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ।

নদীর উচ্চগতিতে V -আকৃতির উপত্যকা সৃষ্টি হওয়ার কারণ

(i) ভূমির ঢাল:- পার্বত্য অঞ্চলের ভূমির ঢাল বেশি বলে নদীস্রোত প্রবল বেগে নীচের দিকে নামে । প্রবল স্রোতের সঙ্গে বাহিত শিলাখণ্ডের সঙ্গে নদীগর্ভের ঘর্ষণ ও সংঘর্ষে নদী উপত্যকায় পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয় । এভাবে নদী উপত্যকা ক্রমশ সংকীর্ণ ও গভীর হতে থাকে ।

(ii) বৃষ্টিবহুলতা ও আবহবিকার:- বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে প্রথমে নদী উপত্যকার দুই পার্শ্বদেশ কিছুটা সংকীর্ণ থাকলেও রাসায়নিক আবহবিকার ও পুঞ্জিত ক্ষয়ের প্রভাবে পার্শ্বক্ষয়ের দ্বারা নদী উপত্যকার উপরিভাগ ক্রমশ প্রশস্ত হয়ে 'V' -আকৃতির উপত্যকা গঠন করে ।

(iii) ভূমিধস:- পার্বত্য নদী উপত্যকার দুই পাশ থেকে নদীতে ধস নামে ও কিছু উপনদীও এসে নদীখাতে মিলিত হয় । এর ফলে নদীখাত কিছুটা প্রশস্থ হয়ে 'V' -আকৃতির উপত্যকা সৃষ্টি করে ।

****

Comments

Related Items

উষ্ণতা হ্রাসের গড় (Lapse rate) কাকে বলে ? উষ্ণমণ্ডল সৃষ্টির কারণ কি ?

প্রশ্ন : উষ্ণতা হ্রাসের গড় (Lapse rate) কাকে বলেউষ্ণমণ্ডল সৃষ্টির কারণ কি ?

দিনের বিভিন্ন সময়ে পৃথিবীতে তাপের তারতম্য হয় কেন ?

প্রশ্ন : দিনের বিভিন্ন সময়ে পৃথিবীতে তাপের তারতম্য হয় কেন ?

উত্তর : সকালে এবং বিকালে কোনো স্থান থেকে সূর্য অনেক দূরে থাকে বলে সূর্যরশ্মি

(১) পৃথিবীপৃষ্ঠের সেই স্থানে তুলনামূলক ভাবে বেশি তির্যকভাবে পড়ে,

(২) বেশি পরিমাণ বায়ুস্তর ভেদ করে আসে এবং

পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়ের সীমা পরিবর্তনের কারণ ও প্রভাব কী কী ?

প্রশ্ন :- পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়ের সীমা পরিবর্তনের কারণ ও প্রভাব কী কী ?

অ্যালবেডো (Albedo) কাকে বলে ?

প্রশ্ন : অ্যালবেডো (Albedo) কাকে বলে ?

বায়ুমণ্ডলের ওজোন স্তরে ছিদ্র হলে কী ঘটতে পারে ?

প্রশ্ন:- বায়ুমণ্ডলের ওজোন স্তরে ছিদ্র হলে কী ঘটতে পারে ?