Submitted by avimanyu pramanik on Sun, 06/20/2021 - 20:07

'V' -আকৃতির উপত্যকা (V-shaped Valley):- উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদীর ক্ষয়কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপের সৃষ্টি হয়, 'V' -আকৃতির উপত্যকা হল তাদের মধ্যে অন্যতম একটি ভূমিরূপ । পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল খুব বেশি থাকায় নদীর স্রোতের বেগ প্রচন্ড হয় । নদীর জলস্রোতের সঙ্গে বাহিত প্রস্তরখন্ড, নুড়ি প্রভৃতি নদীর তলদেশে অবঘর্ষ ক্ষয়ের মাধ্যমে নদী উপত্যকাকে গভীর ও সংকীর্ণ করে তোলে । তখন নদী উপত্যকার দু'ধার খাড়া দেওয়ালের আকার ধারণ করে । এই গভীর ও সংকীর্ণ নদী উপত্যকা ইংরেজি 'V' অক্ষরের মতো দেখতে হয় বলে একে 'V' -আকৃতির উপত্যকা বলে । কখনো কখনো এই সমস্ত নদী উপত্যকার তলদেশের সঙ্গে পার্শ্ববর্তী পর্বতের চূড়ার মধ্যে উচ্চতার পার্থক্য প্রায় কয়েক হাজার মিটার হয় । ভারতের শতদ্রু, ব্রহ্মপুত্র, চিনের ইয়াংসি, জার্মানির রাইন প্রভৃতি নদী উচ্চগতিতে 'V' -আকৃতি উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ।

নদীর উচ্চগতিতে V -আকৃতির উপত্যকা সৃষ্টি হওয়ার কারণ

(i) ভূমির ঢাল:- পার্বত্য অঞ্চলের ভূমির ঢাল বেশি বলে নদীস্রোত প্রবল বেগে নীচের দিকে নামে । প্রবল স্রোতের সঙ্গে বাহিত শিলাখণ্ডের সঙ্গে নদীগর্ভের ঘর্ষণ ও সংঘর্ষে নদী উপত্যকায় পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয় । এভাবে নদী উপত্যকা ক্রমশ সংকীর্ণ ও গভীর হতে থাকে ।

(ii) বৃষ্টিবহুলতা ও আবহবিকার:- বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে প্রথমে নদী উপত্যকার দুই পার্শ্বদেশ কিছুটা সংকীর্ণ থাকলেও রাসায়নিক আবহবিকার ও পুঞ্জিত ক্ষয়ের প্রভাবে পার্শ্বক্ষয়ের দ্বারা নদী উপত্যকার উপরিভাগ ক্রমশ প্রশস্ত হয়ে 'V' -আকৃতির উপত্যকা গঠন করে ।

(iii) ভূমিধস:- পার্বত্য নদী উপত্যকার দুই পাশ থেকে নদীতে ধস নামে ও কিছু উপনদীও এসে নদীখাতে মিলিত হয় । এর ফলে নদীখাত কিছুটা প্রশস্থ হয়ে 'V' -আকৃতির উপত্যকা সৃষ্টি করে ।

****

Comments

Related Items

মেঘমুক্ত রাত্রি থেকে মেঘাচ্ছন্ন রাত্রি বেশি উত্তপ্ত হয় কেন ?

প্রশ্ন : মেঘমুক্ত রাত্রি থেকে মেঘাচ্ছন্ন রাত্রি বেশি উত্তপ্ত হয় কেন ?

থর মরুভূমিতে শীত ও গ্রীষ্মের পার্থক্য খুব বেশি কেন ?

প্রশ্ন : থর মরুভূমিতে শীত ও গ্রীষ্মের পার্থক্য খুব বেশি কেন ?

নিম্নলিখিত কারণগুলির জন্য মরুভূমি অঞ্চলে শীত ও গ্রীষ্মের উষ্ণতার পার্থক্য বেশি হয়—

ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুর চাপ ক্রমশ কমে কেন ?

প্রশ্ন : ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুর চাপ ক্রমশ কমে কেন ?

ভূ-পৃষ্ঠ থেকে ওপরের দিকে বায়ুর চাপ ক্রমশ কমে যায়, কারণ—

অক্ষাংশের তারতম্যে পৃথিবীপৃষ্ঠে উষ্ণতার তারতম্যের কারণ ব্যাখ্যা কর ।

প্রশ্ন :- অক্ষাংশের তারতম্যে পৃথিবীপৃষ্ঠে উষ্ণতার তারতম্যের কারণ ব্যাখ্যা কর

ভূপৃষ্ঠের সব স্থানে এবং সব সময়ে বায়ুমণ্ডলের উষ্ণতা একই রকম থাকে না । অক্ষাংশ ভেদে পৃথিবীপৃষ্ঠে উষ্ণতার তারতম্য ঘটে, যেমন—

একই অক্ষাংশে অবস্থিত হলেও ব্রিটিশ দ্বীপপুঞ্জের উপকূলে বরফ জমে না, অথচ ল্যাব্রাডর উপকূলে বরফ জমে — এর কারণ কী ?

প্রশ্ন : একই অক্ষাংশে অবস্থিত হলেও ব্রিটিশ দ্বীপপুঞ্জের উপকূলে বরফ জমে না, অথচ ল্যাব্রাডর উপকূলে বরফ জমে — এর কারণ কী ?