ব্যাকরণ ও নির্মিতি (Bengali Grammer and Composition)
Related Items
অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - অসুখী একজন
১ "শিশু আর বাড়িরা খুন হলো"—'শিশু আর বাড়িরা' খুন হয়েছিল কেন ? [মাধ্যমিক-২০১৭]
উঃ- 'রক্তের এক আগ্নেয়পাহাড়ের মতো' যুদ্ধের করাল থাবার আঘাতে 'শিশুরা আর বাড়িরা' খুন হয়েছিল ।
২. "ছড়ানো রয়েছে কাছে দূরে !"—কী ছড়ানো রয়েছে ? [মাধ্যমিক-২০১৯]
অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - বহুরূপী
১. জগদীশবাবু তীর্থভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন ? [মাধ্যমিক-২০১৭]
উঃ- জগদীশবাবু তীর্থভ্রমণের জন্য বিরাগীকে একশো এক টাকা দিতে চেয়েছিলেন ।
অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - অদল বদল
১. 'অদল বদল' গল্পটি কে বাংলায় তরজমা করেছেন ? [মাধ্যমিক-২০১৭]
উঃ- 'অদল বদল' গল্পটি বাংলায় তরজমা করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত ।
২. "এসো, আমরা কুস্তি লড়ি ।" — কে, কাকে বলেছিল ? [মাধ্যমিক-২০১৮]
অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - পথের দাবী
১. "ইহা যে কত বড়ো ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল।" —ভ্রম'টি কী ? [মাধ্যমিক-২০১৭]
অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - নদীর বিদ্রোহ
১. "এক একখানি পাতা ছিঁড়িয়া দুমড়াইয়া মোচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল ।"— উদ্দিষ্ট ব্যক্তি কীসের পাতা জলে ফেলতে লাগল ? [মাধ্যমিক-২০১৭]
উঃ- 'নদীর বিদ্রোহ' গল্পের নায়ক নদের চাঁদ তার পকেটে থাকা একটি পুরানো চিঠির পাতা জলে ফেলতে লাগল ।