ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন - অভিষেক

Submitted by avimanyu pramanik on Fri, 07/17/2020 - 11:02

 ১. "জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া;" —কাহাকে 'মহাবাহু' বলা হয়েছে ? তার বিস্ময়ের কারণ কী ? 

 উঃ- কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত 'মেঘনাদবধ কাব্য' -র প্রথম সর্গ থেকে গৃহীত 'অভিষেক' নামাঙ্কিত কাব্যাংশে উল্লিখিত 'মহাবাহু' বলা হয়েছে রাবণ পুত্র বীর মেঘনাদ ওরফে ইন্দ্রজিৎকে ।

♦ ইন্দ্রজিৎ ধাত্রী মা প্রভাষা রাক্ষসীর ছদ্মবেশ ধারণকারী রক্ষঃকুললক্ষ্মীর কাছ থেকে শুনতে পেয়েছিলেন যে, রাঘবশ্রেষ্ঠ রামচন্দ্রের হাতে তাঁর প্রিয় ভ্রাতা, বীরবাহু নিহত হয়েছেন । তাই পুত্রশোকে আহত ও ক্রুদ্ধ রাজা রাবণ 'সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি' । কিন্তু ইন্দ্রজিতের স্পষ্টভাবে মনে রয়েছে যে তিনি নিশারণে রাঘবদের পরাজিত করেছিলেন, শুধু তাই নয় তিনি তাদের খণ্ড খণ্ড করে কেটেও ছিলেন । সুতরাং মৃত রামচন্দ্র কিরূপে পুনর্জীবন লাভ করে বীরবাহুকে হত্যা করতে পারেন — এই বিষয়টাই 'মহাবাহু' ইন্দ্রজিতের বিস্ময়ের কারণ হয়ে উঠেছিল ।

*****

Comments

Related Items

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - সিন্ধুতীরে

১. "দেখিয়া রুপের কলা/ বিস্মিত হইল বালা /অনুমান করে নিজ চিতে ।"—'বালা' কী অনুমান করেছিল ?      [মাধ্যমিক-২০১৭]

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - অস্ত্রের বিরুদ্ধে গান

১. "অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো"— কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে ?      [মাধ্যমিক-২০১৭]

 উঃ- গানের চরণযুগলে অস্ত্র ফেলার কথা বলা হয়েছে ।

২. "রক্ত মুছি শুধু গানের গায়ে"  — কথাটির অর্থ কী ?

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - আফ্রিকা

মাধ্যমিকের নমুনা প্রশ্ন :-

১. "এসো যুগান্তের কবি"— কবির ভূমিকাটি কী হবে ?      [মাধ্যমিক-২০১৭]

উঃ- 'যুগান্তের কবি' আসন্ন সন্ধ্যায় শেষ রশ্মিপাতে দাঁড়িয়ে মানহারা মানবীকে শোনাবে সভ্যতার শেষ পুণ্যবানী' — 'ক্ষমা করো ।' 

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - আয় আরো বেঁধে বেঁধে থাকি

১. "আমাদের পথ নেই আর"— তাহলে আমাদের করণীয় কী ?       [মাধ্যমিক-২০১৭]

উঃ- পথ না থাকার দরুন আমাদের আজ একতাবদ্ধ হয়ে 'আরো বেঁধে বেঁধে' থাকতে হবে ।

 

*****

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - অসুখী একজন

১  "শিশু আর বাড়িরা খুন হলো"—'শিশু আর বাড়িরা' খুন হয়েছিল কেন ?      [মাধ্যমিক-২০১৭]

 উঃ-  'রক্তের এক আগ্নেয়পাহাড়ের মতো' যুদ্ধের করাল থাবার আঘাতে 'শিশুরা আর বাড়িরা' খুন হয়েছিল ।

২. "ছড়ানো রয়েছে কাছে দূরে !"—কী ছড়ানো রয়েছে ?       [মাধ্যমিক-২০১৯]