প্লাস্টিক বর্জন নিয়ে একটি প্রতিবেদন রচনা কর

Submitted by avimanyu pramanik on Sat, 08/14/2021 - 08:34

প্লাস্টিক বর্জন নিয়ে একটি প্রতিবেদন রচনা কর

উত্তর :-

নিজস্ব সংবাদদাতা, কলকাতা ১০ই আগস্ট, ২০২১

প্লাস্টিক দূষণ বর্তমানে একটা বড় সমস্যা । এই সমস্যা সমাধানের জন্য বারবার মানুষকে সচেতন করা সত্বেও মানুষ সচেতন হচ্ছে না । সে কারণে বর্তমানে এটা থেকে বিরাট সমস্যা সৃষ্টি হয়েছে । কলকাতা শহর, অন্যান্য শহর ও শহরতলির  ড্রেন গুলোতে প্লাস্টিক পড়ার ফলে জল নিকাশি ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে যায় । একটু বর্ষা নামলেই জল জমে যায় । মানুষের দুর্ভোগের অন্ত থাকে না । কলকাতার বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রীরা মিলিতভাবে এই দূষণ প্রতিরোধের জন্য সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে । মানুষকে সচেতন করার উদ্দেশ্যে এরা নিয়মিত প্রচার শুরু করেছে এবং প্লাস্টিক কিভাবে আমাদের সমাজের ক্ষতি করে, তা বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে মানুষের কাছে তুলে ধরছে । এই প্রচার অভিযানে ছাত্রছাত্রীরা সাধারণ মানুষকেও শামিল করছে । তারা এই উদ্দেশ্যে একটি স্লোগান দিচ্ছে যে "প্লাস্টিক হঠাও পরিবেশ বাঁচাও ।"

****

Comments

Related Items

"কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা" —কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে ? এ কথা বলার কারণ কী ?

"কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা" —কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে ? এ কথা বলার কারণ কী ?

'সিরাজদ্দৌলা' নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা কর

'সিরাজদ্দৌলা' নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো  ।

দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা কর

দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা কর ।

'কোনি' উপন্যাসের কাহিনি অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিনী রূপে লীলাবতীর পরিচয় দাও

'কোনি' উপন্যাসের কাহিনি অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিনী রূপে লীলাবতীর পরিচয় দাও

"এটা বুকের মধ্যে পুষে রাখুক ।" —কী পুষে রাখার কথা বলা হয়েছে ? কী কারণে এই পুষে রাখা ?

"এটা বুকের মধ্যে পুষে রাখুক ।" — কী পুষে রাখার কথা বলা হয়েছে ? কী কারণে এই পুষে রাখা ?