নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়ে প্রতিবেদন রচনা কর

Submitted by avimanyu pramanik on Sat, 08/14/2021 - 08:24

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়ে প্রতিবেদন রচনা কর ।

নিজস্ব সংবাদদাতা, বেলতলা রোড, কলকাতা, ৪ঠা নভেম্বর, ২০২০:

অতিমারি করোনা ভাইরাসের দাপটে বিশ্ববাজারের অর্থনীতিতে এক ভয়ঙ্কর মন্দা দেখা দিয়েছে । আমাদের দেশের অর্থনীতিরও বেহাল অবস্থা । দেশের বেশিরভাগ কলকারখানা বন্ধ, যানবাহন, রেল পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় দৈনন্দিন জীবনযাত্রায় তার প্রভাব পড়েছে । বেশি করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যোগান ঠিকমতো না থাকায় এবং অসাধু ব্যবসায়ীদের অসহযোগিতার কারণে নিত্যপয়োজনীয় জিনিসপত্রের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গেছে । বহু মানুষ চাকরি হারিয়েছে, বহু মানুষের রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায় তাদের পরিবার পরিজনদের মুখে দু'বেলা দু'মুঠো অন্ন তুলে দেওয়ার এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে । এইরকম অবস্থায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য উত্তরোত্তর বৃদ্ধির ফলে সাধারণ মানুষ আরও অসহায় হয়ে পড়েছে । এই বিষয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকার যদি অবিলম্বে সাধারণ মানুষের পাশে এসে না দাঁড়ায়, তাহলে দেশে চরম অবস্থার সম্মুখীন হবে । সুতরাং কেন্দ্র ও রাজ্য সরকারের এই বিষয়ে সজাগ দৃষ্টি আকর্ষণ করছি ।

***/

Comments

Related Items

"বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু-মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা ।" — কাদের উদ্দেশ্য করে একথা বলা হয়েছে ? এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার কী চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে ?

"বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু-মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা ।" — কাদের উদ্দেশ্য করে একথা বলা হয়েছে ?  এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার কী চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে ?

"আমরা নবাবের নিমক বৃথাই খাই না, একথা তাদের মনে রাখা উচিৎ ।" — আমরা বলতে কাদের কথা বলা হয়েছে ? একথা বলার কারণ কী ?

"আমরা নবাবের নিমক বৃথাই খাই না, একথা তাদের মনে রাখা উচিৎ ।" — আমরা বলতে কাদের কথা বলা হয়েছে ? একথা বলার কারণ কী ?

"ওখানে কী দেখচ মুর্খ, বিবেকের দিকে চেয়ে দ্যাখো !" — বক্তা কে ? উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কী মনোভাব লক্ষ করা যায় ?

"ওখানে কী দেখচ মুর্খ, বিবেকের দিকে চেয়ে দ্যাখো !" — বক্তা কে ?  উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কী মনোভাব লক্ষ করা যায় ?

"বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না ।" — কাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে ? কোন দুর্দিনের জন্য তাঁর এই আবেদন ?

"বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না ।" — কাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে ? কোন দুর্দিনের জন্য তাঁর এই আবেদন ?

"মুন্সিজি, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন ।" — কে, কাকে পত্র লিখেছিলেন ? এই পত্রে কী লেখা ছিল ?

"মুন্সিজি, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন ।" — কে, কাকে পত্র লিখেছিলেন ? এই পত্রে কী লেখা ছিল ?

উঃ- শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজউদ্দৌলা নাটকে এই প্রশ্নে উদ্ধৃত অংশটি রয়েছে ।