দ্বন্দ্ব সমাসের শ্রেণিবিভাগ

Submitted by Nandarani Pramanik on Mon, 07/26/2021 - 16:28

দ্বন্দ্ব সমাসের শ্রেণিবিভাগ:—

(ক) মিলনার্থক দ্বন্দ্ব — দুই ব্যক্তি বা বস্তুর মিলন বোঝাতে যে দ্বন্দ্ব সমাস হয় । যেমন— লক্ষ্মী ও নারায়ণ = লক্ষীনারায়ন । মাতা ও পিতা = মাতাপিতা । দুধ ও ভাত = দুধভাত । হর ও গৌরী = হরগৌরী ইত্যাদি

(খ) সমার্থক দ্বন্দ্ব :- যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলি সমার্থক বাচক শব্দ হয় । যেমন— জামা ও কাপড় = জামাকাপড় । কাগজ ও পত্তর = কাগজপত্তর । গাছ ও পালা = গাছপালা । টাকা ও পয়সা = টাকাপয়সা ইত্যাদি ।

(গ) বিপরীতার্থক দ্বন্দ্ব :- যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলি বিপরীত ধর্মী শব্দ হয় । যেমন— লাল ও নীল = লালনীল । আলো ও অন্ধকার = আলোঅন্ধকার । দিন ও রাত = দিনরাত । ছেলে ও মেয়ে = ছেলেমেয়ে । ভাই ও বোন = ভাইবোন ইত্যাদি ।

(ঘ) সমাহার দ্বন্দ্ব :- দুই বা তার বেশি শব্দের সমষ্টি বা সমাহার বোঝায় । যেমন— মাছ ও মাংস = মাছমাংস । নদী ও নালা = নদীনালা । মুড়ি ও মুড়কি = মুড়িমুড়কি । আলু ও পোস্ত = আলুপোস্ত । রাজা ও রানি = রাজারানি প্রভৃতি ।

(ঙ) একশেষ দ্বন্দ্ব :-  যে দ্বন্দ্ব সমাসে পূর্ব বা পরপদের প্রধান না হয়ে সম্পূর্ণ একটা নতুন পদ সৃষ্টি হয় তাকে একশেষ দ্বন্দ্ব বলে । যেমন— সে ও আমি = আমরা । তুমি ও সে = তোমরা । তুমি, আমি ও আমরা = আমরা । আপনি ও তিনি = আপনারা । সে, আমি ও তুমি = আমরা ইত্যাদি ।

*****

Comments

Related Items

"আপনি আমার থেকে চার হাজার গুণ বড়োলোক, কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না ।" —বক্তা কাকে, কেন এ কথা বলেছিলেন ?

"আপনি আমার থেকে চার হাজার গুণ বড়োলোক, কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না ।" — বক্তা কাকে, কেন এ কথা বলেছিলেন ?

"অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল ।" —কোনি কীভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখ

"অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল ।" — কোনি কীভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো

'কোনি' উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা কর

'কোনি' উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো

"জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছ আমার কাছে" —কোনির এই অভিমানের কারণ কী ? এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা কর

"জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছ আমার কাছে" — কোনির এই অভিমানের কারণ কী ? এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করো

ক্ষিদ্দা কীভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা কর

ক্ষিদ্দা কীভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা করো