দ্বন্দ্ব সমাসের শ্রেণিবিভাগ

Submitted by Nandarani Pramanik on Mon, 07/26/2021 - 16:28

দ্বন্দ্ব সমাসের শ্রেণিবিভাগ:—

(ক) মিলনার্থক দ্বন্দ্ব — দুই ব্যক্তি বা বস্তুর মিলন বোঝাতে যে দ্বন্দ্ব সমাস হয় । যেমন— লক্ষ্মী ও নারায়ণ = লক্ষীনারায়ন । মাতা ও পিতা = মাতাপিতা । দুধ ও ভাত = দুধভাত । হর ও গৌরী = হরগৌরী ইত্যাদি

(খ) সমার্থক দ্বন্দ্ব :- যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলি সমার্থক বাচক শব্দ হয় । যেমন— জামা ও কাপড় = জামাকাপড় । কাগজ ও পত্তর = কাগজপত্তর । গাছ ও পালা = গাছপালা । টাকা ও পয়সা = টাকাপয়সা ইত্যাদি ।

(গ) বিপরীতার্থক দ্বন্দ্ব :- যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলি বিপরীত ধর্মী শব্দ হয় । যেমন— লাল ও নীল = লালনীল । আলো ও অন্ধকার = আলোঅন্ধকার । দিন ও রাত = দিনরাত । ছেলে ও মেয়ে = ছেলেমেয়ে । ভাই ও বোন = ভাইবোন ইত্যাদি ।

(ঘ) সমাহার দ্বন্দ্ব :- দুই বা তার বেশি শব্দের সমষ্টি বা সমাহার বোঝায় । যেমন— মাছ ও মাংস = মাছমাংস । নদী ও নালা = নদীনালা । মুড়ি ও মুড়কি = মুড়িমুড়কি । আলু ও পোস্ত = আলুপোস্ত । রাজা ও রানি = রাজারানি প্রভৃতি ।

(ঙ) একশেষ দ্বন্দ্ব :-  যে দ্বন্দ্ব সমাসে পূর্ব বা পরপদের প্রধান না হয়ে সম্পূর্ণ একটা নতুন পদ সৃষ্টি হয় তাকে একশেষ দ্বন্দ্ব বলে । যেমন— সে ও আমি = আমরা । তুমি ও সে = তোমরা । তুমি, আমি ও আমরা = আমরা । আপনি ও তিনি = আপনারা । সে, আমি ও তুমি = আমরা ইত্যাদি ।

*****

Comments

Related Items

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - অস্ত্রের বিরুদ্ধে গান

১. "অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো"— কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে ?      [মাধ্যমিক-২০১৭]

 উঃ- গানের চরণযুগলে অস্ত্র ফেলার কথা বলা হয়েছে ।

২. "রক্ত মুছি শুধু গানের গায়ে"  — কথাটির অর্থ কী ?

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - আফ্রিকা

মাধ্যমিকের নমুনা প্রশ্ন :-

১. "এসো যুগান্তের কবি"— কবির ভূমিকাটি কী হবে ?      [মাধ্যমিক-২০১৭]

উঃ- 'যুগান্তের কবি' আসন্ন সন্ধ্যায় শেষ রশ্মিপাতে দাঁড়িয়ে মানহারা মানবীকে শোনাবে সভ্যতার শেষ পুণ্যবানী' — 'ক্ষমা করো ।' 

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - আয় আরো বেঁধে বেঁধে থাকি

১. "আমাদের পথ নেই আর"— তাহলে আমাদের করণীয় কী ?       [মাধ্যমিক-২০১৭]

উঃ- পথ না থাকার দরুন আমাদের আজ একতাবদ্ধ হয়ে 'আরো বেঁধে বেঁধে' থাকতে হবে ।

 

*****

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - অসুখী একজন

১  "শিশু আর বাড়িরা খুন হলো"—'শিশু আর বাড়িরা' খুন হয়েছিল কেন ?      [মাধ্যমিক-২০১৭]

 উঃ-  'রক্তের এক আগ্নেয়পাহাড়ের মতো' যুদ্ধের করাল থাবার আঘাতে 'শিশুরা আর বাড়িরা' খুন হয়েছিল ।

২. "ছড়ানো রয়েছে কাছে দূরে !"—কী ছড়ানো রয়েছে ?       [মাধ্যমিক-২০১৯]

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - বহুরূপী

১. জগদীশবাবু তীর্থভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন ?       [মাধ্যমিক-২০১৭]

উঃ-  জগদীশবাবু তীর্থভ্রমণের জন্য বিরাগীকে একশো এক টাকা দিতে চেয়েছিলেন ।