কর্মধারয় সমাসের শ্রেণিবিভাগ

Submitted by Nandarani Pramanik on Mon, 07/26/2021 - 16:23

কর্মধারয় সমাসের শ্রেণিবিভাগ :- (ক) সাধারণ কর্মধারয় সমাস (খ) মধ্যপদলোপী কর্মধারয় সমাস (গ) উপমান কর্মধারয় (ঘ) উপমিত কর্মধারয় এবং (ঙ) রূপক কর্মধারয় সমাস ।

(ক) সাধারণ কর্মধারয় সমাস :- এই সমাসে কখনো বিশেষ্য + বিশেষ্য, বিশেষণ + বিশেষ্য, বিশেষণ + বিশেষণ পদের মধ্যে সমাস হয় । যেমন— যিনি দাদা তিনি বাবু = দাদাবাবু । যিনি গুরু তিনি মা = গুরুমা । যিনি ডাক্তার তিনি বাবু = ডাক্তারবাবু । এখানে বিশেষ্যের সঙ্গে বিশেষ্যর সমাস হয়েছে ।

বিশেষণ + বিশেষণ — যে মৃদু সেই মন্দ = মৃদুমন্দ । যে সাদা সে সিধা = সাধাসিধা । অম্ল অথচ মধুর = অম্লমধুর । কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা ।

বিশেষণ + বিশেষ্য — নীল যে নদ = নীলনদ । ফুল যে বাবু = ফুলবাবু । বড় যে দাদা = বড়দাদা ।

(খ) মধ্যপদলোপী কর্মধারয় সমাস :- যে কর্মধারয় সমাসের মধ্যপদগুলি লোপ পায় সেই কর্মধারয় সমাসকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে । যেমন— সিংহ চিহ্নিত আসন = সিংহাসন । বিজয় সূচক উৎসব = বিজয়োৎসব । ভিক্ষা লব্ধ অন্ন = ভিক্ষান্ন । এখানে 'চিহ্নিত', 'সূচক', 'লব্ধ' পদগুলি মধ্যপদ । সমাসবদ্ধ পদে এগুলির অস্তিত্ব নেই ।

(গ) উপমান কর্মধারয় সমাস:- যে কর্মধারয় সমাসে পূর্বপদ উপমান এবং পরপদ সাধারণ ধর্মবাচক শব্দের সঙ্গে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে । যেমন— কাজলের মতো কালো = কাজলকালো । চিড়ের মতো চ্যাপ্টা = চিড়েচ্যাপট । কুসুমের মতো কোমল = কুসুমকোমল । হিমের ন্যায় শীতল = হিমশীতল । 'কালো ', 'চ্যাপ্টা', 'কোমল', ও 'শীতল' শব্দগুলি সাধারণ কর্মবাচক শব্দ ।

(ঘ) উপমিত কর্মধারয় সমাস :-  যে তৎপুরুষ সমাসে পূর্বপদ উপমেয় বাচক এবং পরপদ উপমান বাচক হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে । এখানে উপমেয় পদের অর্থ প্রাধান্য পায় । যেমন— মুখ সোনার ন্যায় = সোনামুখ । বদন চাঁদের ন্যায় = চাঁদবদন । কথা অমৃতের ন্যায় = কথামৃত । মুখ হাঁড়ির ন্যায় = হাঁড়িমুখ । চরণ কমলের ন্যায় = চরণকমল । এখানে 'চরণ' উপমেয়, 'কমলের' উপমান, এবং 'ন্যায়' তুলনাবাচক শব্দ ।

(ঙ) রূপক কর্মধারয় সমাস :-  যে কর্মধারয় সমাসে পূর্বপদ উপমেয় এবং পরপদ উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয় তাকে রূপক কর্মধারয় সমাস বলে । যেমন— ভব রূপ সাগর = ভবসাগর । মন রূপ পাখি = মনপাখি । কথা রূপ অমৃত = কথামৃত । জ্ঞান রূপ বৃক্ষ = জ্ঞানবৃক্ষ । ক্রোধ রূপ অনল = ক্রোধানল । এখানে ক্রোধ হল উপমেয় এবং অনল হল উপমান পদ ।

*****

Comments

Related Items

"আপনি আমার থেকে চার হাজার গুণ বড়োলোক, কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না ।" —বক্তা কাকে, কেন এ কথা বলেছিলেন ?

"আপনি আমার থেকে চার হাজার গুণ বড়োলোক, কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না ।" — বক্তা কাকে, কেন এ কথা বলেছিলেন ?

"অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল ।" —কোনি কীভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখ

"অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল ।" — কোনি কীভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো

'কোনি' উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা কর

'কোনি' উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো

"জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছ আমার কাছে" —কোনির এই অভিমানের কারণ কী ? এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা কর

"জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছ আমার কাছে" — কোনির এই অভিমানের কারণ কী ? এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করো

ক্ষিদ্দা কীভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা কর

ক্ষিদ্দা কীভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা করো