অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - হারিয়ে যাওয়া কালি কলম

Submitted by avimanyu pramanik on Sat, 07/18/2020 - 19:04

মাধ্যমিকের নমুনা প্রশ্ন :-

১. 'হারিয়ে যাওয়া কালি কলম' -এ বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত ?      [মাধ্যমিক-২০১৭]

উঃ-  'হারিয়ে যাওয়া কালি কলম' -এ বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম আড়াই হাজার পাউন্ড ।

২. "আমরা ফেরার পথে কোনও পুকুরে ফেলে দিয়ে আসতাম ।" — বক্তা কেন তা পুকুরে ফেলে দিতেন ?      [মাধ্যমিক-২০১৭]

উঃ- প্রশ্নের উদ্ধৃত অংশের প্রাবন্ধিক শ্রীপান্থ হোমটাস্কের জন্য ব্যবহৃত কলাপাতা পুকুরে ফেলে দিয়ে আসতেন কারণ তা গোরুতে খেয়ে নিলে অমঙ্গল হবে ।

৩. দু-জন সাহিত্যিকের নাম করো যাঁদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা ।       [মাধ্যমিক-২০১৮]

উঃ- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং শৈলজানন্দ মুখোপাধ্যায় ।

৪  লেখক শ্রীপান্থ ছোটোবেলায় কীসে 'হোম-টাস্ক'  করতেন ?          [মাধ্যমিক-২০১৮]

উঃ- কলাপাতাকে কাগজের মাপে কেটে হোম-টাস্ক করতেন ।

৪. "সোনার দোয়াত কলম যে সত্যি হতো" তা লেখক কীভাবে জেনেছিলেন ?      [মাধ্যমিক-২০১৯]

উঃ- সোনার দোয়াত কলম যে সত্যিই হতো তা লেখক জেনেছিলেন সুভো ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে ।

 ৫. দোকানদার লেখককে কলম বিক্রি করার আগে কী জাদু দেখিয়েছিলেন ?      [মাধ্যমিক-২০১৯]

উঃ- লেখক কলম দেখতে চাইলে দোকানদার কলম বিক্রির আগে জাদু দেখিয়েছিলেন । দোকানদার কলমের মুখ থেকে খাপটা সরিয়ে সেটি ছুঁড়ে দিয়েছিলেন টেবিলের পাশে দাঁড় করানো একটা কাঠের বোর্ডের উপর । কিন্তু তা সত্ত্বেও কলমের নিবটি অক্ষত ছিল ।

****

মাধ্যমিকের সম্ভাব্য প্রশ্ন :-

১. ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হয় ?

উত্তর :- ক্যালিগ্রাফিস্ট কথার অর্থ হল লিপিকুশলী । যারা লিপি অর্থাৎ লেখাতে অত্যন্ত দক্ষ ছিলেন তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট ।

 

Comments

Related Items

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - প্রলয়োল্লাস

১. 'প্রলয়োল্লাস' কবিতাটির কবির নাম কী ? (ক) সৈয়দ আলাওল (খ) জয়্ গোস্বামী (গ) কাজী নজরুল ইসলাম (ঘ) শঙ্খ ঘোষ ।

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - অস্ত্রের বিরুদ্ধে গান

১. জয় গোস্বামীর লেখা একটি কবিতা হল — (ক) 'অসুখী একজন' (খ) 'আফ্রিকা' (গ) 'অভিষেক' (ঘ) 'অস্ত্রের বিরুদ্ধে গান' ।

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - অদল বদল

১. হোলির দিন ছেলেরা অমৃত আর ইসাবকে একরকম পোশাকে দেখে কী করতে বলেছিল ? — [মাধ্যমিক-২০১৭] (ক) ছবি আঁকতে (খ) হোলি খেলতে (গ) কুস্তি লড়তে (ঘ) ফুটবল খেলতে ।

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - পথের দাবী

১. 'দয়ার সাগর ! পরকে সেজে দি, নিজে খাইনে ।'— বক্তা হলেন - [মাধ্যমিক - ২০১৮] (ক) জগদীশবাবু (খ) নিমাইবাবু (গ) অপূর্ব (ঘ) গিরীশ মহাপাত্র

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বহুরূপী

১. বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয় — [মাধ্যমিক - ২০১৭] (ক) আট টাকা দশ আনা (খ) আট টাকা আট আনা (গ) দশ টাকা চার আনা (ঘ) দশ টাকা দশ আনা ।