অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - হারিয়ে যাওয়া কালি কলম

Submitted by avimanyu pramanik on Sat, 07/18/2020 - 19:04

মাধ্যমিকের নমুনা প্রশ্ন :-

১. 'হারিয়ে যাওয়া কালি কলম' -এ বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত ?      [মাধ্যমিক-২০১৭]

উঃ-  'হারিয়ে যাওয়া কালি কলম' -এ বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম আড়াই হাজার পাউন্ড ।

২. "আমরা ফেরার পথে কোনও পুকুরে ফেলে দিয়ে আসতাম ।" — বক্তা কেন তা পুকুরে ফেলে দিতেন ?      [মাধ্যমিক-২০১৭]

উঃ- প্রশ্নের উদ্ধৃত অংশের প্রাবন্ধিক শ্রীপান্থ হোমটাস্কের জন্য ব্যবহৃত কলাপাতা পুকুরে ফেলে দিয়ে আসতেন কারণ তা গোরুতে খেয়ে নিলে অমঙ্গল হবে ।

৩. দু-জন সাহিত্যিকের নাম করো যাঁদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা ।       [মাধ্যমিক-২০১৮]

উঃ- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং শৈলজানন্দ মুখোপাধ্যায় ।

৪  লেখক শ্রীপান্থ ছোটোবেলায় কীসে 'হোম-টাস্ক'  করতেন ?          [মাধ্যমিক-২০১৮]

উঃ- কলাপাতাকে কাগজের মাপে কেটে হোম-টাস্ক করতেন ।

৪. "সোনার দোয়াত কলম যে সত্যি হতো" তা লেখক কীভাবে জেনেছিলেন ?      [মাধ্যমিক-২০১৯]

উঃ- সোনার দোয়াত কলম যে সত্যিই হতো তা লেখক জেনেছিলেন সুভো ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে ।

 ৫. দোকানদার লেখককে কলম বিক্রি করার আগে কী জাদু দেখিয়েছিলেন ?      [মাধ্যমিক-২০১৯]

উঃ- লেখক কলম দেখতে চাইলে দোকানদার কলম বিক্রির আগে জাদু দেখিয়েছিলেন । দোকানদার কলমের মুখ থেকে খাপটা সরিয়ে সেটি ছুঁড়ে দিয়েছিলেন টেবিলের পাশে দাঁড় করানো একটা কাঠের বোর্ডের উপর । কিন্তু তা সত্ত্বেও কলমের নিবটি অক্ষত ছিল ।

****

মাধ্যমিকের সম্ভাব্য প্রশ্ন :-

১. ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হয় ?

উত্তর :- ক্যালিগ্রাফিস্ট কথার অর্থ হল লিপিকুশলী । যারা লিপি অর্থাৎ লেখাতে অত্যন্ত দক্ষ ছিলেন তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট ।

 

Comments

Related Items

ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন - অস্ত্রের বিরুদ্ধে গান

১. "অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো" — কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন ? তাঁর একথা বলার কারণ কী ?  [মাধ্যমিক-২০১৯]

উঃ- কবি গানের দুটি পায়ে অস্ত্র রাখতে বলেছেন ।

ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন - সিন্ধুতীরে

১.  "অতি মনোহর দেশ" — এই মনোহর দেশে'র সৌন্দর্যের পরিচয় দাও ।      [মাধ্যমিক-২০১৯]

রচনাধর্মী প্রশ্নোত্তর - অভিষেক

১. "নমি পুত্র পিতার চরণে, করজোড়ে কহিলা; " — পিতা ও পুত্রের পরিচয় দাও । পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখ । [মাধ্যমিক-২০১৮]

ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন - অদল বদল

১. "অমৃত সত্যি তার বাবা-মাকে খুব জ্বালিয়েছিল  ।" — অমৃত কীভাবে বাবা-মাকে জ্বালাতন করেছিল ? অবশেষে অমৃতের মা কী করেছিলেন  ?   [মাধ্যমিক-২০১৮]

ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন - অসুখী একজন

১. "সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে ।" — কোন কোন জিনিসের কথা বলা হয়েছে  ? এই পরিণতির কারণ কী  ?  [মাধ্যমিক-২০১৮]