অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - সিন্ধুতীরে

Submitted by avimanyu pramanik on Sat, 07/18/2020 - 18:58

১. "দেখিয়া রুপের কলা/ বিস্মিত হইল বালা /অনুমান করে নিজ চিতে ।"—'বালা' কী অনুমান করেছিল ?      [মাধ্যমিক-২০১৭]

উঃ-  প্রশ্নের উদ্ধৃত অংশে 'বালা' অর্থাৎ সমুদ্রকন্যা পদ্মা, অচেতন পদ্মাবতীকে দেখে অনুমান করেছিল এই কন্যা হয়তো ইন্দ্রশাপে স্বর্গভ্রষ্ট কোনো বিদ্যাধরী অর্থাৎ স্বর্গের গায়িকা ।

২. "কন্যারে ফেলিল যথা"  — কন্যাকে কোথায় ফেলা হল  ?        [মাধ্যমিক-২০১৮] 

 উঃ- কন্যাকে সমুদ্রমধ্যে এক দিব্যপুরীতে ফেলা হলো ।

৩. "সখী সবে আজ্ঞা দিল" — বক্তা তার সখীদের কী আজ্ঞা দিয়েছিলেন ?       [মাধ্যমিক-২০১৯]

উঃ- অচেতন চার সখীসহ পদ্মাবতীকে বসনাবৃত করে উদ্যানের মধ্যে নিয়ে যাওয়ার জন্য আজ্ঞা দিয়েছিলেন ।

****

Comments

Related Items

ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন - অভিষেক

 ১. "জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া;" —কাহাকে 'মহাবাহু' বলা হয়েছে ? তার বিস্ময়ের কারণ কী ? 

ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন - প্রলয়োল্লাস

১  "আসছে নবীন — জীবনহারা অ-সুন্দরে করতে ছেদন !" — উদ্ধৃতিটির তাৎপর্য লেখো ।      [মাধ্যমিক-২০১৭]

 উঃ- "আসছে নবীন — জীবন হারা অ-সুন্দরে করতে ছেদন ।"

ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন - বহুরূপী

১ হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন ? তিনি কীভাবে মাস্টারমশাই কে বোকা বানিয়েছিলেন ? [মাধ্যমিক-২০১৭]

ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন - পথের দাবী

১. "বাবাই একদিন এঁর চাকরি করে দিয়েছিলেন ।" — বক্তা কে ? তাঁর বাবা কাকে কী চাকরি করে দিয়েছিলেন ?     [মাধ্যমিক-২০১৮]

উঃ- কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা 'পথের দাবী' উপন্যাস থেকে গৃহীত পথের দাবী রচনায় এই প্রশ্নের উদ্ধৃত অংশটি রয়েছে ।