'আমাদের ইতিহাস নেই' —এই উপলব্ধির মর্মার্থ লেখো ।

Submitted by avimanyu pramanik on Fri, 08/27/2021 - 07:38

প্রশ্ন:- 'আমাদের ইতিহাস নেই' —এই উপলব্ধির মর্মার্থ লেখো

উত্তর :- আলোচ্য লাইনটি কবি শঙ্খ ঘোষ রচিত 'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতা থেকে নেওয়া হয়েছে । ইতিহাস হল প্রাচীন কাহিনী বা ঐতিহ্য । পরবর্তী প্রজন্ম এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যায় । একটা জাতির বিকাশে ইতিহাসের অবদান সর্বজন স্বীকৃত । ইতিহাস না থাকলে দেশকে জানা যায় না, বোঝা যায় না । তাই প্রয়োজন ইতিহাস চর্চা বা ঐতিহ্যের পুনশ্চয়ন । কিন্তু দেশের ইতিহাস কখনো কখনো ক্ষমতাসীন শাসক বা রাজনীতির মোড়কে তা বিকৃত রূপ লাভ করে । ফলে প্রকৃত সত্য মানুষের কাছে অজানা থেকে যায় । আর বর্তমানের বিকৃত ইতিহাস নিয়েই মানুষ গর্বিত হতে চায় । কিন্তু সেটা কখনোই ঠিক পথ নয় । কারণ প্রকৃত ইতিহাস হল মানবিক মূল্যবোধ বিকাশের ইতিহাস । সেখানে ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার কোন অবকাশ থাকে না । এই কথাটাই কবি বোঝাতে চেয়েছেন ।

****

Comments

Related Items

"আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে ।" — কোন জিনিস আজ অবলুপ্তির পথে ? এই অবলুপ্তির কারণ কী ? এ বিষয়ে লেখকের মতামত কী ?

প্রশ্ন:- "আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে ।" — কোন জিনিস আজ অবলুপ্তির পথে ? এই অবলুপ্তির কারণ কী ? এ বিষয়ে লেখকের মতামত কী ?

'ফাউন্টেন পেন' বাংলায় কী নামে পরিচিত ? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো ।

প্রশ্ন:- 'ফাউন্টেন পেন' বাংলায় কী নামে পরিচিত ? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো

"অস্ত্রের বিরুদ্ধে গান" — কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো ।

১. "অস্ত্রের বিরুদ্ধে গান" — কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো

"ওই ভাঙ্গা গড়া খেলা যে তার কিসের তবে ডর ?" — কবির মন্তব্যটি কোন ইঙ্গিতবাহী ?

প্রশ্ন:-  "ওই ভাঙ্গা গড়া খেলা যে তার কিসের তবে ডর ?" — কবির মন্তব্যটি কোন ইঙ্গিতবাহী ?

"ঘুচাবো এ অপবাদ, বধি রিপুকূলে"— উদ্ধৃতাংশের বক্তা কে ? বক্তা তাঁর কোন অপবাদের কথা বলেছেন ? অপবাদ ঘোচাবার জন্য তিনি কী করেছিলেন ?

প্রশ্ন:- "ঘুচাবো এ অপবাদ, বধি রিপুকূলে"— উদ্ধৃতাংশের বক্তা কে ? বক্তা তাঁর কোন অপবাদের কথা বলেছেন ? অপবাদ ঘোচাবার জন্য তিনি কী করেছিলেন ?