'আমরা ভিখারি বারোমাস' —এই উপলব্ধির মর্মার্থ লেখ ।

Submitted by avimanyu pramanik on Fri, 08/27/2021 - 07:34

প্রশ্ন:- 'আমরা ভিখারি বারোমাস' — এই উপলব্ধির মর্মার্থ লেখ

উত্তর:-  কবি শঙ্খ ঘোষ রচিত 'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতা থেকে উদ্ধৃত লাইনটি নেওয়া হয়েছে । কবিতায় কবি বারোমেসে ভিখারী জীবনের যে স্বরূপটি তুলে ধরেছেন, তা হল- আত্মসর্বস্ব মানুষের শুধু নিজের স্বার্থ পূরণের এক প্রবল মনোবাসনা বা আকাঙ্খা পূরণ । সমাজ ও রাষ্ট্রের নরঘাতী স্বরূপটিকে বুঝেও আজ আমরা নির্বিকার । বেঁচে থাকার জন্য আজ আমাদের চোখ মুখ ঢাকা । আমরা নির্বিবাদে সব কিছু সহ্য করে পরমুখাপেক্ষী কোনোক্রমে জীবন ধারণের ভিক্ষুকদশা গ্রহণ করেছি । এইভাবে পারিপার্শ্বিক জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে আত্মকেন্দ্রিক ও গৃহসুখী মানসিকতাকেই কবি ভিখারির মতো দিন অতিবাহিত করা বলতে চেয়েছেন । আসলে আমরা মেরুদন্ডহীন হওয়ায় প্রতিনিয়ত ঘটে চলা বিপর্যয় ও বিশৃঙ্খলা গা বাঁচিয়ে এড়িয়ে চলি । আমাদের এই হীন মনোবৃত্তিকে তুলে ধরার জন্য কবি আধুনিক জীবনকে ভিখারি বারো মাস বলেছেন ।

****

Comments

Related Items

রচনাধর্মী প্রশ্নোত্তর - হারিয়ে যাওয়া কালি কলম

১. 'ফাউন্টেন পেন' বাংলায় কী নামে পরিচিত ? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো । [মাধ্যমিক-২০১৭]

রচনাধর্মী প্রশ্নোত্তর - অসুখী একজন

১. "যেখানে ছিল শহর / সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা ।" — 'অসুখী একজন' কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কীভাবে হল লেখো । [মাধ্যমিক-২০১৭]

রচনাধর্মী প্রশ্নোত্তর - আফ্রিকা

১ "হায় ছায়াবৃতা" — 'ছায়াবৃতা' বলার কারণ কী ? তার সম্পর্কে কবি কী বলেছেন সংক্ষেপে লেখো । [মাধ্যমিক-২০১৭]