"মুন্সিজি, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন ।" — কে, কাকে পত্র লিখেছিলেন ? এই পত্রে কী লেখা ছিল ?

Submitted by avimanyu pramanik on Sun, 08/22/2021 - 10:53

"মুন্সিজি, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন ।" — কে, কাকে পত্র লিখেছিলেন ? এই পত্রে কী লেখা ছিল ?

উঃ- শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজউদ্দৌলা নাটকে এই প্রশ্নে উদ্ধৃত অংশটি রয়েছে ।

 ♦ ইংরেজ অ্যাডমিরাল ওয়াটসন পত্র লিখেছিলেন মুর্শিদাবাদে থাকে ইংরেজ প্রতিনিধি ওয়াটসনকে ।

 ♦ এই পত্রে লেখা ছিল —"কর্নেল ক্লাইভ যে সৈন্যের কথা উল্লেখ করেছেন তা দ্রুত কলকাতা পৌঁছাবে । আমি আর একটা জাহাজ মাদ্রাজে পাঠাইয়া খবর দিব বাংলায়, আরও জাহাজ ও সৈন্য আবশ্যিক । আমি এমন আগুন জালাইবো যা সমগ্র গঙ্গার জল দিয়েও নেভানো যাইবে না ।"

এইভাবে ব্রিটিশরা ভারতে কলকাতা জয়ের পর সমগ্র ভারত হাতে নিতে চেয়েছিল । কিন্তু সিরাজ এই পত্রের সম্বন্ধে জানার পর এর বিহিত হিসাবে ওয়াটসনকে রাজদরবার ত্যাগ করতে বলেন এও বলেন — "আমরা তোমাকে তোপের মুখে উড়িয়ে দিতে পারি জানও ।"

****

Comments

Related Items

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - প্রলয়োল্লাস

১. 'প্রলয়োল্লাস' কবিতাটির কবির নাম কী ? (ক) সৈয়দ আলাওল (খ) জয়্ গোস্বামী (গ) কাজী নজরুল ইসলাম (ঘ) শঙ্খ ঘোষ ।

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - অস্ত্রের বিরুদ্ধে গান

১. জয় গোস্বামীর লেখা একটি কবিতা হল — (ক) 'অসুখী একজন' (খ) 'আফ্রিকা' (গ) 'অভিষেক' (ঘ) 'অস্ত্রের বিরুদ্ধে গান' ।

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - অদল বদল

১. হোলির দিন ছেলেরা অমৃত আর ইসাবকে একরকম পোশাকে দেখে কী করতে বলেছিল ? — [মাধ্যমিক-২০১৭] (ক) ছবি আঁকতে (খ) হোলি খেলতে (গ) কুস্তি লড়তে (ঘ) ফুটবল খেলতে ।

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - পথের দাবী

১. 'দয়ার সাগর ! পরকে সেজে দি, নিজে খাইনে ।'— বক্তা হলেন - [মাধ্যমিক - ২০১৮] (ক) জগদীশবাবু (খ) নিমাইবাবু (গ) অপূর্ব (ঘ) গিরীশ মহাপাত্র

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বহুরূপী

১. বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয় — [মাধ্যমিক - ২০১৭] (ক) আট টাকা দশ আনা (খ) আট টাকা আট আনা (গ) দশ টাকা চার আনা (ঘ) দশ টাকা দশ আনা ।