"বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু-মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা ।" — কাদের উদ্দেশ্য করে একথা বলা হয়েছে ? এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার কী চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে ?

Submitted by avimanyu pramanik on Sun, 08/22/2021 - 13:37

"বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু-মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা ।" — কাদের উদ্দেশ্য করে একথা বলা হয়েছে ?  এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার কী চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে ?

উঃ- নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত 'সিরাজদ্দৌলা' নাটকে নবাব সিরাজদ্দৌলা তাঁর সভায় উপস্থিত রাজবল্লভ, রায়দুর্লভ, মীরজাফর, জগৎশেঠ, উমিচাঁদ প্রমুখ বিশিষ্ট সদস্যবর্গের প্রতি উদ্ধৃত উক্তিটি করেছেন ।

উদ্ধৃত উক্তিটির মধ্য দিয়ে বাংলার নবাব সিরাজদ্দৌলার যে চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হল তিনি একজন ধর্মনিরপেক্ষ উদার মনের একজন খাঁটি দেশপ্রেমিক । বিচক্ষণ নবাব বুঝতে পেরেছিলেন যে বাংলা শুধু মুসলমানের নয় বা হিন্দুর নয়, বাংলা হিন্দু-মুসলমানের সম্মিলিত শান্তিপূর্ণ অবস্থানেই বাংলার ঐক্যের সূত্রটি গাঁথা । তাই তিনি ঘনিয়ে আসার দুর্দিনকে ঠেকানোর জন্য হিন্দু-মুসলমান উভয়ের সম্মিলিত প্রয়াসের উপর আস্থা রেখেছিলেন । তিনি সকাতরে এবং বিনয়ের সঙ্গে মাতৃভূমি বাংলাকে বাঁচানোর জন্য তাঁকে সাহায্য করার জন্য প্রার্থনা করেছেন । তিনি বুঝেছিলেন বহিরাগত ইংরেজ শত্রুকে দূর করতে হলে সমস্ত ধর্মীয় সংকীর্ণতার উপরে উঠে বাংলার মানুষকে এগিয়ে আসতে হবে । ধর্মীয় সংকীর্ণতা মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে, বহিরাগত আক্রমণকে ঠেকাতে পারে না । হিন্দু-মুসলমানের সম্মিলিত চেষ্টায় এবং লড়াইয়ের মধ্য দিয়ে বিদেশি শত্রু ইংরেজকে প্রতিহত করা যেতে পারে । নবাব সিরাজদ্দৌলা একথা বুঝেছিলেন বলে তিনি এই রকমভাবে কাতর অনুরোধ জানিয়েছিলেন ।

উপরিউক্ত উক্তির মধ্যে দিয়ে নবাব সিরাজদ্দৌলাকে একজন ধর্মনিরপেক্ষ উদার মনের মানুষ ও প্রকৃত দেশপ্রেমিক হিসেবে জানা যায় । 

****

Comments

Related Items

ব্যাকরণ ও নির্মিতি (Bengali Grammer and Composition)

ব্যাকরণ :- কারক ও অকারক সম্পর্ক, সমাস, বাক্য ও তার শ্রেণিবিভাগ, বাচ্য, সন্ধি, নির্মিতি:- প্রবন্ধ রচনা, বঙ্গানুবাদ, সংলাপ রচনা, প্রতিবেদন রচনা

সহায়ক পাঠ

সহায়ক পাঠ  —  ১০ নং

১. কোনি  — মতি নন্দী

 

****

প্রবন্ধ

প্রবন্ধ    —  ১১ নং

১. হারিয়ে যাওয়া কালি কলম — শ্রীপান্থ

২. বাংলা ভাষায় বিজ্ঞান — রাজশেখর বসু

*****

কবিতা

কবিতা     —    ১৫ নং

১. অসুখী একজন  — পাবলো নেরুদা

২. আয় আরো বেঁধে বেঁধে থাকি — শঙ্খ ঘোষ

৩. আফ্রিকা — রবীন্দ্রনাথ ঠাকুর

৪. অভিষেক — মাইকেল মধুসূদন দত্ত

৫. প্রলয়োল্লাস — কাজী নজরুল ইসলাম

৬. সিন্ধুতীরে — সৈয়দ আলাওল

গল্প

গল্প    — ১৫ নং

১. জ্ঞানচক্ষু    — আশাপূর্ণা দেবী

২. বহুরুপী    — সুবোধ ঘোষ

৩. পথের দাবী — শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৪. অদল বদল — পান্নালাল প্যাটেল

৫. নদীর বিদ্রোহ — মানিক বন্দ্যোপাধ্যায়

***