"আমরা কালিও তৈরি করতাম নিজেরাই ।" — কারা কালি তৈরি করতেন ? তাঁরা কীভাবে কালি তৈরি করতেন ?

Submitted by avimanyu pramanik on Fri, 08/27/2021 - 12:27

প্রশ্ন:- "আমরা কালিও তৈরি করতাম নিজেরাই ।" — কারা কালি তৈরি করতেন ? তাঁরা কীভাবে কালি তৈরি করতেন ?

উঃ- প্রাবন্ধিক শ্রীপান্থ ও তাঁর সতীর্থরা কালি তৈরি করতেন ।

♦ প্রাবন্ধিক শ্রীপান্থ ও তাঁর সতীর্থরা নিজেরাই কালি তৈরি করতেন । যদিও তাঁর মা, পিসি ও দিদিরা এই কালি তৈরি করতে সাহায্য করতেন । এই কালি তৈরি করা নিয়ে প্রাচীনেরা বলতেন— "তিল ত্রিফলা শিমুল ছালা / ছাগ দুগ্ধে করি মেলা / লৌহ পাত্রে লোহায় ঘসি / ছিঁড়ে পত্র না ছাড়ে মসি ।" ভালো কালি তৈরি করতে গেলে এই ছিল ব্যবস্থাপনা । প্রাবন্ধিকরা এত কিছুর আয়োজন করতে পারতেন না, তাই তাঁরা সহজ কালি তৈরির পদ্ধতি অবলম্বন করতেন । বাড়ির রান্না হত কাঠের আগুনে, সেখানে রান্নার পর কড়াইয়ের নীচে প্রচুর কালি জমত । লাউপাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটিতে রেখে তাঁরা জল দিয়ে গুলতেন । এভাবেই প্রাবন্ধিকরা কালি তৈরি করতেন । তবে যারা কালি তৈরিতে ওস্তাদ ছিল, তারা ওই কালো জলে হরতকী ঘষত । কখনো কখনো আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওই কালো জলে মেশাত । সব ভালোভাবে মেশানোর পর খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটকে করে সেই জলে ছ্যাঁকা দিত জল ফোটানোর জন্য । কিছু সময় টগবগ করে ফোটানোর পর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে নিলেই লেখার জন্য কালি প্রস্তুত হয়ে যেত ।

*******

Comments

Related Items

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - অস্ত্রের বিরুদ্ধে গান

১. "অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো"— কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে ?      [মাধ্যমিক-২০১৭]

 উঃ- গানের চরণযুগলে অস্ত্র ফেলার কথা বলা হয়েছে ।

২. "রক্ত মুছি শুধু গানের গায়ে"  — কথাটির অর্থ কী ?

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - আফ্রিকা

মাধ্যমিকের নমুনা প্রশ্ন :-

১. "এসো যুগান্তের কবি"— কবির ভূমিকাটি কী হবে ?      [মাধ্যমিক-২০১৭]

উঃ- 'যুগান্তের কবি' আসন্ন সন্ধ্যায় শেষ রশ্মিপাতে দাঁড়িয়ে মানহারা মানবীকে শোনাবে সভ্যতার শেষ পুণ্যবানী' — 'ক্ষমা করো ।' 

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - আয় আরো বেঁধে বেঁধে থাকি

১. "আমাদের পথ নেই আর"— তাহলে আমাদের করণীয় কী ?       [মাধ্যমিক-২০১৭]

উঃ- পথ না থাকার দরুন আমাদের আজ একতাবদ্ধ হয়ে 'আরো বেঁধে বেঁধে' থাকতে হবে ।

 

*****

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - অসুখী একজন

১  "শিশু আর বাড়িরা খুন হলো"—'শিশু আর বাড়িরা' খুন হয়েছিল কেন ?      [মাধ্যমিক-২০১৭]

 উঃ-  'রক্তের এক আগ্নেয়পাহাড়ের মতো' যুদ্ধের করাল থাবার আঘাতে 'শিশুরা আর বাড়িরা' খুন হয়েছিল ।

২. "ছড়ানো রয়েছে কাছে দূরে !"—কী ছড়ানো রয়েছে ?       [মাধ্যমিক-২০১৯]

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - বহুরূপী

১. জগদীশবাবু তীর্থভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন ?       [মাধ্যমিক-২০১৭]

উঃ-  জগদীশবাবু তীর্থভ্রমণের জন্য বিরাগীকে একশো এক টাকা দিতে চেয়েছিলেন ।