স্নায়ুতন্ত্রের শ্রেণিবিভাগ ও গঠনগত উপাদান

Submitted by arpita pramanik on Tue, 11/27/2012 - 07:30

স্নায়ুতন্ত্রের শ্রেণিবিভাগ (Classification of Nervous System)

মানুষের স্নায়ুতন্ত্র প্রধানত তিন ভাগে বিভক্ত, যথা:-

[i] কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র [Central Nervous System]:- এটি মস্তিষ্ক এবং সুষুম্নাকান্ড নিয়ে গঠিত ।

[ii] প্রান্তীয় স্নায়ুতন্ত্র [Perpheral Nervous System]:- কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে নির্গত সমস্ত রকম স্নায়ুসমূহ নিয়ে এই স্নায়ুতন্ত্র গঠিত হয়েছে । এই স্নায়ুতন্ত্র মস্তিষ্ক থেকে নির্গত 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ বা করোটিক স্নায়ু এবং সুষুম্নাকান্ড থেকে নির্গত 31 জোড়া স্পাইনাল নার্ভ বা সুষুম্না স্নায়ু নিয়ে গঠিত ।

[iii]  স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র [Automatic Nervous System]:- যেসব স্নায়ু প্রাণীদেহের আন্তর যন্ত্র তথা অনৈচ্ছিক পেশিগুলিতে বিস্তৃত থেকে তাদের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, তাদের স্বয়ংক্রিয় বা অটোনোমিক স্নায়ুতন্ত্র বলে । স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দু'ভাগে বিভক্ত, যথা: (ক) সিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্র   (খ) প্যারাসিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্র । 

স্নায়ুতন্ত্রের গঠনগত উপাদান [Structural Components of Nervous System]:-  স্নায়ু প্রধানত নিউরোন বা স্নায়ুকোষ এবং নিউরেগ্লিয়া বা ধারককোষ নিয়ে গড়ে উঠেছে । নিউরোন তাই স্নায়ু তন্ত্রের মুখ্য উপাদান । উন্নত প্রাণীদেহে স্নায়ুতন্ত্র নিউরোন ছাড়াও আরও চারটি প্রধান অংশ নিয়ে গড়ে ওঠে, যেমন : [i] স্নায়ু    [ii] স্নায়ুসন্ধি      [iii] স্নায়ুগ্রন্থি      [iv] মস্তিষ্ক ও সুষুম্নাকান্ড  ।

নিউরোন [Neurone]

নিউরোন হল স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক একক । 

[A] নিউরোনের সংজ্ঞা [Definition of Neurone]:- কোষদেহসহ সমস্ত রকম প্রবর্ধক নিয়ে গঠিত স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক একককে নিউরোন বলে ।

[B] নিউরোনের গঠন [Sructure of Neurone ]:- স্নায়ুকোষ বা নিউরোন প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত, যথা : [i] কোষদেহ বা নিউরোসাইটন    [ii] প্রবর্ধক বা প্রসেস

[i] কোষদেহ বা নিউরোসাইটন:- এটি দেখতে তারকাকার, গোলাকার, ত্রিকোণাকার অথবা শাঙ্কবাকার । কোষদেহ নীচের অংশগুলি নিয়ে গঠিত, যেমন :

(১) কোষপর্দা :- কোষ দেহটি লাইপো-প্রোটিন দিয়ে গঠিত একক পর্দা দিয়ে ঢাকা থাকে ।

(২) সাইটোপ্লাজম :-  কোষ দেহের সাইটোপ্লাজম দানাযুক্ত ও তন্তুময়, একে নিউরোপ্লাজম বলে ।

(৩) নিজল দানা :- নিউরোপ্লাজমে অসংখ্য নিউক্লিওপ্রোটিন নির্মিত দানা থাকে, এদের নিজল দানা বলে ।    (৪) নিউরোফাইব্রিল:-  নিজল দানা ছাড়াও নিউরোপ্লাজমে অসংখ্য সুক্ষ্ম-সুক্ষ্ম তন্তু দেখা যায়, এগুলিকে নিউরোফাইব্রিল বলে ।

(৫) নিউক্লিয়াস:- কোষদেহে একটি বড় গোলাকার বা ডিম্বাকার নিউক্লিয়াস থাকে ।

(৬) অন্যান্য কোষ-অঙ্গানু:- কোষদেহের নিউরোপ্লাজমে অসংখ্য মাইটোকন্ড্রিয়াকে ছড়িয়ে থাকতে দেখা যায় । এছাড়া রয়েছে গলগি বস্তু । সেন্ট্রোজোম থাকলেও তা নিষ্ক্রিয় ।

কোষদেহের কাজ:-  অ্যাক্সন ও ডেনড্রনের মধ্যে সংযোগ স্থাপন করা এবং ডেনড্রন কর্তৃক গৃহীত উদ্দীপনাকে অ্যাক্সনে প্রেরণ করা হল কোষ দেহের প্রধান কাজ ।

[ii] প্রবর্ধক বা প্রসেস:- নিউরোনের প্রলম্বিত অংশই হল প্রবর্ধক । প্রবর্ধক দু'রকমের, যথা:   (ক) ডেনড্রন  এবং  (খ) অ্যাক্সন

(ক) ডেনড্রন :- নার্ভ কোষদেহের প্লাজমা মেমরেনের প্রলম্বিত অংশের সরুসরু শাখাগুলিকে ডেনড্রন বলে । প্রতিটি ডেনড্রন আবার আরও সুক্ষ্ম সুক্ষ্ম প্রশাখায় বিভক্ত । এইগুলিকে ডেনড্রাইটস বলে । ডেনড্রনের মধ্যে নিজল দানা ও নিউরোফাইব্রিল সমৃদ্ধ নিউরোপ্লাজম থাকে । 

ডেনড্রনের কাজ:- পেশি বা অন্য কোনও নিউরোন থেকে স্নায়ু উদ্দীপনা গ্রহন করে, তা কোষ দেহে প্রেরণ করে ।

(খ) অ্যাক্সন:-  প্রতিটি নার্ভকোষদেহের অপেক্ষাকৃত দীর্ঘ, শাখা বিহীন বা অল্প শাখাযুক্ত প্রবর্ধকের নাম অ্যাক্সন ।

অ্যাক্সনের গঠনগত বৈশিষ্ট্যগুলি:-

(১)  অ্যাক্সন হিলক:- কোষদেহের যে অংশ থেকে অ্যাক্সন সৃষ্টি হয়, তাকে অ্যাক্সন হিলক্ বলে ।

(২)  অ্যাক্সোপ্লাজম:- প্রতিটি অ্যাক্সনের ভিতরে  অ্যাক্সোপ্লাজম থাকে ।

(৩)  অ্যাক্সোলেমা:-  অ্যাক্সোপ্লাজমকে ঘিরে যে আবরণী থাকে, তাকে অ্যাক্সোলেমা বলে ।

(৪)  মায়োলিন সিদ বা মেডুলারি সিদ:- কোনও কোনও ক্ষেত্রে অ্যাক্সোপ্লাজমের ওপর চর্বির একটি স্তর থাকে, একে মায়োলিন সিদ বা মেডুলারি সিদ  ।

(৫)  নিউরিলেমা:- মায়োলিন সিদের ওপরের আবরণকে নিউরিলেমা বলে ।

(৬)  স্বোয়ান কোষ:- নিউরিলেমার মধ্যে বিশেষ ধরনের নিউক্লিয়াসযুক্ত ডিম্বাকার কোষ দেখা যায়, এদেরকে স্বোয়ান কোষ বলে । 

(৭)  রানভিয়ের -এর পর্ব:- মায়োলিন সিদ স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে এক একটি পর্বের সৃষ্টি করে ; একে রানভিয়ের -এর পর্ব বলে ।

(৮)  প্রান্তবুরুশ বা এন্ডব্রাশ:- অ্যাক্সনের শেষপ্রান্তে সুক্ষ্ম শাখান্বিত প্রান্তবুরুশ বা এন্ডব্রাশ থাকে ।

অ্যাক্সনের কাজ:- উদ্দীপনা পরিবহন করে এবং স্নায়ুসন্নিধির মাধ্যমে স্নায়ু-উদ্দীপনাকে পেশি বা অন্য কোনও নিউরোনে প্রেরণ করতে সাহায্য করে ।

*****

Related Items

ক্যাকটাসের অভিযোজন

ফণীমনসা, তেসিরা মনসা ইত্যাদি ক্যাকটাস জাতীয় উদ্ভিদ । ক্যাকটাস অল্প বৃষ্টিপাতযুক্ত শুষ্ক ও বালুকাময় স্থানে জন্মায় । এইরকম পরিবেশে বাস করার জন্য এদের জাঙ্গল উদ্ভিদ [Xerophyte] বলে । ক্যাকটাসের উল্লেখযোগ্য অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি হল ক্যাকটাসের মূলতন্ত্র সুগঠিত ...

পদ্মের অভিযোজন

পদ্মের কান্ড ও মূল জলের নীচে কাদায় গাঁথা থাকে, কিন্তু পাতা, ফুল ও ফল ইত্যাদি জলের ওপর থাকে, তাই পদ্মকে আংশিক নিমজ্জিত জলজ উদ্ভিদ বলে । জলে বাস করার জন্য পদ্মের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি হল - পদ্মের মূলতন্ত্র সুগঠিত নয় । পদ্মের প্রধান মূল থাকে না । পদ্মের মূল ...

অভিযোজন ও অভিব্যক্তির সম্পর্ক

প্রতি নিয়ত পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে চলার জন্য নির্দিষ্ট পরিবেশে বসবাসকারী জীবদের মধ্যে একটা প্রচেষ্টা থাকে । কারণ পরিবেশের সঙ্গে অভিযোজিত হতে না পারলে তাদের অবলুপ্তির সম্ভাবনা থাকে । কিন্তু কোনও প্রজাতির অন্তর্ভুক্ত সব সদস্যের পরিবর্তিত পরিবেশের সঙ্গে...

অভিযোজনের সংজ্ঞা ও ব্যাখ্যা

পারিপার্শ্বিক পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে বা মানিয়ে নিয়ে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য জীবদেহের গঠনগত, শারীরবৃত্তীয় ও আচরণগত যে স্থায়ী পরিবর্তন ঘটে যা বংশপরম্পরায় সঞ্চারিত হয়ে জৈব অভিব্যক্তির পথকে সুগম করে, তাকেই অভিযোজন বলে । ...

প্রাকৃতিক নির্বাচনবাদের ত্রুটি

ডারউইন ছোটো এবং অস্থায়ী প্রকারণের ওপর খুব বেশি গুরুত্ব দিয়েছিলেন, কিন্তু দেখা গেছে যে, ওইগুলির বংশানুসরণ না ঘটায় অভিব্যক্তিতে ওদের কোনো ভুমিকা নেই । কোশের এবং জনন কোশের প্রকারণগুলির মধ্যে ডারউইন প্রভেদ করতে পারেননি । বহু প্রকারণই জিনের কার্যগত ফল ...